![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
যাদের দুঃখ অথবা শংকা অথবা তাচ্ছিল্য প্রকাশ করতো যে বিএনপি রাজপথে নরম, তারা আশা করি বেঁচে থাকতে আর তেমন কিছু মনেও আনবে না!
টেলিফোনের ভেতরেই বেগম জিয়া যেই পিকেটিং করছে চলমান আন্দোলনের জন্য এটুকুই যথেষ্ট
-------------------
তবে সিরিয়াস নোটে, আমি ভাবতেছি ২টা কথা।
১- দেশের শীর্ষ ক্ষমতাধর দু'জন নেত্রীর ফোনালাপ কিভাবে রেকর্ড হয় এবং কিভাবে ফাঁস হয়?
২- কে সেই অতিচালাক ২০১৩ সালের মোশতাক যিনি আওয়ামী ঘরানার ৭১ টিভিতে এই ফোনালাপ ফাঁসের বুদ্ধি দিল? এই ফোনালাপে জনগণ কিভাবে রিএ্যাক্ট করবে এটা তো ক্লাস থ্রি'র বাচ্চারও বুঝার কথা!
-------------------
ভাল লাগলো দেখে যে, রাগ-ক্ষোভ সবকিছু ছাপিয়ে, বেগম জিয়া আলোচনার মূল কেন্দ্র থেকে কিন্তু নড়েন নাই। তিনি একাধিকবার যেই পয়েন্টগুলো উঠিয়েছেন তা ছিল,
---আপনি যদি সত্যিকারের আন্তরিক হন তাহলে ২৯ তারিখ সন্ধ্যা ৬টার পর আলোচনার জন্য বসেন।
---আসেন দেশের স্বার্থে এসব বাদ দিয়ে নতুন করে শুরু করি।
--- এসব বাদ দেন, বুঝছেন, এসব বাদ দেন।
--- আমি পুরো রাত অপেক্ষা করেছি, আপনি কিছু বলেন নাই। এখন হরতাল প্রত্যাহার করা যাবে না, আপনি বলেন আমি ২৯ তারিখ আসছি।
--- আপনি ১৭৩ দিন হরতাল দিয়েছেন। বলেছেন আমাকে একদিনও শান্তিতে থাকতে দিবেন না।
--- আপনি যদি ৩০ তারিখে আলোচনা করতে চান, আমি রাজী আছি।
--- আপনে বলেন, আমি নির্দলীয় সরকার মেনে নিব, আমি হরতাল উইথড্র করে নিব।
-------------------
আর ঐদিক থেকে শেখ হাসিনা বললো, আমরা পার্লামেন্টে আছি, কখনো আমরা কখনো আপনারা ক্ষমতায় থাকবো। ( ইঙ্গিত কিন্তু পরিষ্কার!!!)
-------------------
খারাপ লাগলো, আমাদের রাজনীতির একেবারে চুড়ায় আবহাওয়া কতটা বিরূপ, তা দেখে!
-------------------
আর নিজে পাইলাম ২টা শিক্ষা,
প্রথমত, আমি পার্সোনালি এই ফোনালাপ শোনার আগ পর্যন্ত ভাবতেও পারি নাই শেখ হাসিনাকে কেউ এভাবে ধুঁয়ে দিতে পারে।
দ্বিতীয়ত, বুঝা গেল যে, রাজনীতিবিদ পরিবারের লোকজন দুর থেকে উষ্কানীমূলক কমেন্ট করেই মজা পায় আর সামরিক কর্মকর্তার পরিবারের লোকজন মজা পায় হাতের সামনে পাইলে ঐ উষ্কানীর সরাসরি জবাব দিতে!
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮
প্রজন্ম৮৬ বলেছেন: সত্য মাঝেমাঝে রুক্ষ মনে হয়, আর ধোঁকা সবসময় বিনয়ের সাথেই করা হয়।
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০৯
সবখানে সবাই আছে বলেছেন: বিএনপি এক সপ্তাহে দুইটা বড় ভুল করল। মানুষের মুখে মুখে এখন খালেদার বাজে ব্যাবহার। এর প্রভাব ভোটের বাজারে কেমন পড়বে সেটা বোঝাই যাচ্ছে। ৯১ এর আগে হাসিনার টেলিভিশন ভাষন মনে আছে। সবাই জানত লীগ সরকার গঠন করবে। কারা কারা মন্ত্রী হবে সেটাও ঠিক হয়েছিল । এরপরে হাসিনার ভাষন শুনে দেশবাসী সিদ্ধান্ত নিইয়ে ফেলে। খালেদার বড় ভুল করেছে ফোন রিসিভ না করে, এরপরে ৯টার সময় ফোনে করার কথা থাকলেও হাসিনাই আবার সাড়ে ৬ টায় ফোন দেয়। এইখানে একটা বার্তা চলে যায় মানুষের কাছে যে হাসিনা আন্তরিক। এরপরে হরতাল প্রত্যাহার না করে, আর ৪৮ গন্টার আলটিমেটাম দিয়ে সেটা না রাখার ফলে এখন জাতীয় বেঈমান উপাধি খালেদার মাথার উপর ঝুলছে।
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪০
প্রজন্ম৮৬ বলেছেন: আপনে তো গত ২ বছর ধরেই বিএনপি'র সমাপ্তি দেখতেছেন
নাদের আলি, বিএনপি আর কতবার শেষ হইলে ফাইনালী শেষ হবে?
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩১
টি-ভাইরাস বলেছেন: আপনে নির্দলীয় সকার অধিনে নির্বাচন দেন আমি কাল কে হরতাল প্রত্যাহার করে নিব বলেন...খালেদার এই কথা বলার পরে হাছিনার যদি এত দেশ প্রেম থাকত তাইলে সে তার কথা মেনে নিত কিন্তু সে নিল না ... সবখানে সবাই আছে ভাই আপনে যে কথা বলেন এইটা কন যুক্তি হয়ল না
২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
প্রজন্ম৮৬ বলেছেন: সহমত
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: দুই ডাইনির ক্ষমতার লড়াইয়ে কিছু পাঠা প্রজাতির মানুষ ঝাপিয়ে পড়ে মৃত্যুকে আলিঙ্গন করছে.........এইসব পাঠাগুলার আসলেই বেঁচে থাকার অধিকার নেই.....যারা এতো কিছুর পরেও এই মহিলাদের ছায়াতলে আশ্রয় খোজে.....।
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
প্রজন্ম৮৬ বলেছেন: আপনি ক্ষমতাসীনদের এড়িয়ে বেঁচে থাকার মত সামর্থ্য ধারন করেন বলে সবাই যে পারবে তেমন মনে করছেন কেন?
আপনি তাদের পাঠা বলছেন, ওরাও হয়তো আপনাকে স্বার্থপর মুরগী বলছে!
ফলে জনগণ বিভক্ত হচ্ছে, ক্ষমতাসীনদের মসনদ পোক্ত হচ্ছে!
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪২
মোমেরমানুষ৭১ বলেছেন: তবে খালেদা জিয়া যেভাবে হাসিনা বুবুকে তুলোধুনা করলেন...........কে যে আওয়ামিলীগরে বুদ্ধি দিল এটা প্রকাশ করতে......এবার বুঝুক...।
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
প্রজন্ম৮৬ বলেছেন: ফাডায়ালছে
৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ক্লাস এইট পাস বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও ১২ টা ডক্টরেট ডিগ্রীধারী প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কথোপকথনের ট্রান্সক্রিপ্ট পড়ে বড়ই বিনোদিত হইলাম
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
প্রজন্ম৮৬ বলেছেন:
৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১২
ফোর টোয়েনটি বলেছেন:
তবে যা ই বলেন না কেন,
খালেদার মাইরে
হাসিনার ২ কান দিয়ে ৩ঘণ্টা পর্যন্ত ধুঁয়া বাহির হইছে।
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
প্রজন্ম৮৬ বলেছেন: রুবেল তো ঐ জোশেই হ্যাটট্রিক করে ফেললো
৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০
ভিটামিন সি বলেছেন: ফোর টোয়েনটি বলেছেন:
তবে যা ই বলেন না কেন,
খালেদার মাইরে
হাসিনার ২ কান দিয়ে ৩ঘণ্টা পর্যন্ত ধুঁয়া বাহির হইছে।
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: যথার্থ!
৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৩
স্বপ্নসমুদ্র বলেছেন: মেহেদী_বিএনসিসি বলেছেন: দুই ডাইনির ক্ষমতার লড়াইয়ে কিছু পাঠা প্রজাতির মানুষ ঝাপিয়ে পড়ে মৃত্যুকে আলিঙ্গন করছে.........এইসব পাঠাগুলার আসলেই বেঁচে থাকার অধিকার নেই.....যারা এতো কিছুর পরেও এই মহিলাদের ছায়াতলে আশ্রয় খোজে.....।
ভাইরে পাঠা তো মরে না। মরে তো ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলা। মানে আম জনতা।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: সত্য মাঝেমাঝে রুক্ষ মনে হয়, আর ধোঁকা সবসময় বিনয়ের সাথেই করা হয়।
জব্বর কইছেন!!! ১ কুটি প্লাস
বুমেরাং হয়ে গেছে তাদের প্লান
আমার খালি সুয়োরাণী দুয়োরানীর গপ্প মনে পড়ে। দুয়োরানী যাই করে ফল সুয়োরাণীর পক্ষে যায়
একবার নাক কান দিল ফুটা কইরা
পরে সুয়োরানী তাতে ফুলের দুল পড়র.. আরো সুন্দর লাগল...
মন সৎ হলে ফল সতের পক্ষেই যায়। আর অসৎ মনে সাধ সাধ ভাবে কথা কইলেও তা কাল ঠিকই ধরা খায়
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
প্রজন্ম৮৬ বলেছেন: এক্কেবারে পার্ফেক্ট উপমায় সুয়োরানী দুয়োরানীর গল্পটা বলছেন ++++++++
আসলেই, সত্য প্রতিষ্ঠা পাবেই!
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: এমনিতে বাংলা ট্রান্সস্ক্রিপ্ট পড়লে খালেদার কথাগুলো যৌক্তিক মনে হয় তবে আমাদের সময়ে দেয়া রেকর্ডিং এ দেখলাম খালেদার মাঝে রুক্ষতা ছিল এবং হাসিনার মাঝে বিনয় ছিল।