![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
আমি বুঝি না জাফর ইকবালের ভক্তগুলো (চেতনা ব্রিগেড) অধিকাংশই এমন কেন?
এরা দেশের প্রতি বিন্দুমাত্র ভালবাসা ধারন করে না, অন্ধ ব্যাক্তিপূজারী এবং ইঁচড়ে পাকা অনধিকার চর্চাকারী
এরা দেশকে ভালবাসে না কারন, বেল কমিউনিকেশনসের চাকরী ছেড়ে রাজনীতি করতে বাংলাদেশে আসা স্বস্ত্রীক জাফর ইকবালের উপর নানাবিধ কারনে ফুলের ঝাপটা লাগলেও, ওরা আরম্ভ করে বাংলাদেশকে ও এদেশের মানুষকে অপমানজনকভাবে গালাগালি করা! মনে হয় তাদের মহান স্যার স্বস্ত্রীক চাকরী'র শর্তসহ এদেশে না এলে আমরা এখনো পাতিলের তলার কালি নিয়ে কলাপাতায় লেখতাম! ডঃ জাফর ইস্যুতে দেশের উপর বিরক্তি প্রকাশের মাধ্যমে চেতনা ব্রিগেডের আচরনে পরিষ্কার যে, তাদের কাছে তাদের স্যার এই বাংলাদেশের চেয়েও বড়।
এদের অন্ধ ব্যাক্তি পুজা ও হিপোক্রেসিটা পরিষ্কার হয় যখন দেখি বেল কমিউনিকেশনসের এক চাকুরের প্রতি এমন অনুগতরাই কিন্তু ডঃ ইউনুস যিনি নোবেল পুরষ্কার পেল, তাকে যখন রাষ্ট্রীয়ভাবে অপমান অপদস্থ করা হয় তখন এরা হয় সাথে তাল মেলায় না হয় নীরব লীগ হয়ে থাকে! এতে বোঝা যায়, বেল বা নোবেলের সন্মান এরা হিসাব করে না। চেতনা গুরুজীই মুখ্য।
আর এরা ইচড়ে পাকা অনধিকার চর্চাকারী কারন, শাঃবিঃ থেকে জাফর ইকবালের পদত্যাগের খবরের বিরোধীতাকারীগুলোরে দেখেন, অধিকাংশই ঐ বিশ্ববিদ্যালয়ে পড়ে না, ইস্কুল-কলেজ না হয় বেসরকারী কোথাও পড়ে / পড়েছে কিন্তু গুরুর মতই একটা শিক্ষা প্রতিষ্ঠানের অংশ না হয়েও তার প্রশাষনিক কাজকর্মে অন্যায় আবদারের মাধ্যমে শিশুতোষ নাকটা গলায়!
---
এই বাংলাদেশ ১৬ কোটি মানুষের, তার ভেতর একজন রাজনৈতিক এ্যাক্টিভিস্ট শিক্ষকের জন্য তরুন প্রজন্মের এহেন দৃষ্টিকটু অধঃপতনের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং তাদের পরিবারকে অনুরোধ করছি তারা যেন নিজ নিজ সন্তানদের ব্যাক্তিত্ব ও নৈতিক বিকাশের দিকে নজর দেন।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
শাহ আজিজ বলেছেন: বেল কমিউনিকেশনসের চাকরী ছেড়ে রাজনীতি করতে বাংলাদেশে আসা স্বস্ত্রীক জাফর ইকবালের উপর[/sb------------!!
তো রাজনীতি শুধুই হাসিনা ,খালেদা ,এরশাদ , মেনন আর আঁকড়ে থাকা কিছু পরজীবীর জন্য । আশ্চর্য মানসিকতা আপনাদের !!
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩
প্রজন্ম৮৬ বলেছেন: উনি রাজনীতি করুক, কেউ মানা করে নাই, আপত্তি ছিলো, শিক্ষক পরিচয়ে রাজনীতি করা। বরং আমি ২০১১ সালেই উনাকে আহ্বান জানাইছিলাম শিক্ষকতার ভেক ছেড়ে শুধু রাজনীতিটাই করতে।
উনি শতভাগ রাজনীতিবিদ, তাই শুধু শুধু বিশ্ববিদ্যালয় ও ছাত্র ছাত্রীদের সাথে প্রতারনা না করে বহু আগেই রাজনীতি করা প্রয়োজন ছিল।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:১৪
উড়োজাহাজ বলেছেন: কিছু হচ্ছে না তো! তারপরেও পর্যবেক্ষণে।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০
জাগতিক ভালবাসা বলেছেন: আপনি কি ৫০% কোটা দাবির সাথে একমত?
জবাব দেন আগে।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
প্রজন্ম৮৬ বলেছেন: নিজে সত্য জানুন, অন্যকে সত্য জানান।
নিজে মিথ্যা জানবেন না, অন্যকেও মিথ্যা জানাবেন না।
৮ নং মন্তব্য পড়ুন
৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
বেঈমান আমি. বলেছেন: ডঃ জাফর ইকবাল কোন দলের রাজনীতি করে?আর শাবিতে না পড়লে সেই ব্যাপারে কথা বলা যাবে না কেন?
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন:
৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বরং আমি ২০১১ সালেই উনাকে আহ্বান জানাইছিলাম শিক্ষকতার ভেক ছেড়ে শুধু রাজনীতিটাই করতে।
পত্রিকা পড়ে যা বুঝলাম, দল-মত ভুলে কিছু তথাকথিত মহামানব সিলেটিরা একজোট হইছে ৫০% সিলোটি কোটা বাস্তবায়নের জন্য। এই ঘটনায় কিভাবে তার রাজনৈতিক পরিচয় বড় ইস্যু বলে মনে হল আপনার??
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
প্রজন্ম৮৬ বলেছেন: না, পত্রিকায় ভুল লিখেছে।
তিনি কোটার বিরুদ্ধে নয়, কম্বাইন্ড এ্যাডমিশন টেস্ট বাতিলের ইস্যুতে তার পরিচিত বন্ধুদের সমর্থন না পাওয়ার অভিমানে পদত্যাগ করছে।
৮ নং মন্তব্য দেখুন, আরো ক্লিয়ার ভিউ'র জন্য এখানে যান
Click This Link
৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: "শিক্ষকতার ভেক" বলতে আপনি কি বুঝাচ্ছেন?এর মানে কি উনি আসলে কিছুই জানেন না, কিন্তু তার পরেও পড়ান ! তাই কি??
-- ভাই, কথা বলার আগে একটু মেপে কথা বলবেন। আর সময় থাকলে আপনি কোন দেশ থেকে পিএইচডি করে আসছেন, ব্লগে একটু উল্লেখ করলে ভেবে দেখতাম; আপনি তার মূল্যায়ন করার যোগ্য কিনা !
৮| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
প্রজন্ম৮৬ বলেছেন: সিমপ্যাথি আদায়ের উদ্দেশ্যে ওনার ভক্তদের আরেকটা নোংরা খেলা হচ্ছে এই বলে প্রচার করা যে উনি কোটা বিরোধীতায় পদত্যাগ করছে।
কিন্তু এটা মোটেও সত্য নয়, পড়ুন তার নিজের লেখা পদত্যাগের কারন!
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২১
প্রত্যাবর্তন@ বলেছেন: ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:২৩ ০
লেখক বলেছেন বরং আমি ২০১১ সালেই উনাকে আহ্বান জানাইছিলাম শিক্ষকতার ভেক ছেড়ে শুধু রাজনীতিটাই করতে
@ উরিব্বাস, হ্যাডমঅলা লোকের কী অমোঘ আহবান রে ! জোকারিতে পিএইচডি করতেসেন নাকি । হাসাইতেও পারেন বটে
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: Click This Link
০১ লা মার্চ, ২০১১ রাত ৩:২৬
১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
প্রত্যাবর্তন@ বলেছেন: আপ্নের মন্তব্যরে সত্যি ধরেই আমি মন্তব্য করেছিলাম । প্রমাণ বা লিঙ্কুর জন্য নয় । যাকগে___
১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৩
বেঈমান আমি. বলেছেন: আমি সাজিদ @ব্যাপারটা ডিটেইলস এক্সপ্লেইন করার জন্যে তোমারে একটা ধন্যবাদ দিতেই হয়।
@প্রজন্ম ভ্রাতা আমার কমেন্টেতো জবাব দিলেন না।যাই হোক ব্রো জাফর স্যার কে নিয়া কাদের হা হুতাশ এই আপনেও জানেন আমরাও জানি।জাফর স্যার খুব খারাপ কারন উনি রাজাকার নিয়া কথা কয় দেশের স্বার্থে উনার কলম সবসময় চলে।আর ইউনুস খুব ভালো কারন রাজাকার নিয়া তার কোনো সে নাই।এমন কি সে ১/১১ এর সময় মাইনাস টু ফর্মুলা করে নিজে দল ও ঘটন করতে চাইছে।
এই দুইটা লোকের তুলনা হয় কি করে?
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩২
প্রজন্ম৮৬ বলেছেন: আমি সাজিদ নামের বেয়াদবটার মন্তব্য না পড়েই ডিলিট করে খোয়াড়ে ঢুকায়া রাখছি।
ভ্রাতা, প্রবলেম জাফর সাহেব না, প্রবলেম উনার শিষ্যগণ যারা তার প্রতি ভালবাসার নামে বাংলাদেশরে পঁচায়, এবং ব্যাক্তিপুজা করে।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৩
গোকুল নাগ বলেছেন: যারা জাফর ইকবাল স্যারের ভক্ত , তারা দেশকে ভালবাসে না সেটা আপনি বুজলেন কিভাবে।
আপনি সবজান্তা সমশের নাকী ?
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭
প্রজন্ম৮৬ বলেছেন: জাফর স্যারের ভক্তরা পোস্ট পড়ে না কেন?
হে আল্লাহ, এদের পড়ার ক্ষমতা দাও
১ম প্যারাঃ
"এরা দেশকে ভালবাসে না কারন, বেল কমিউনিকেশনসের চাকরী ছেড়ে রাজনীতি করতে বাংলাদেশে আসা স্বস্ত্রীক জাফর ইকবালের উপর নানাবিধ কারনে ফুলের ঝাপটা লাগলেও, ওরা আরম্ভ করে বাংলাদেশকে ও এদেশের মানুষকে অপমানজনকভাবে গালাগালি করা! মনে হয় তাদের মহান স্যার স্বস্ত্রীক চাকরী'র শর্তসহ এদেশে না এলে আমরা এখনো পাতিলের তলার কালি নিয়ে কলাপাতায় লেখতাম! ডঃ জাফর ইস্যুতে দেশের উপর বিরক্তি প্রকাশের মাধ্যমে চেতনা ব্রিগেডের আচরনে পরিষ্কার যে, তাদের কাছে তাদের স্যার এই বাংলাদেশের চেয়েও বড়।"
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭
প্রত্যাবর্তন@ বলেছেন: বেঈমান আমি. বলেছেন: আমি সাজিদ @ব্যাপারটা ডিটেইলস এক্সপ্লেইন করার জন্যে তোমারে একটা ধন্যবাদ দিতেই হয়।
@ লেখক, মন্তব্য ডিলিট করলেন কেন ? উনি কি বল্লেন জানতে পারলাম না । ভিন্নমত দমায়া রাইখ্যা ছাগব্যাখ্যা প্রতিষ্ঠার এত্ত শখ !!!
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫
দি অপু বলেছেন: চমৎকার হিট কামানো পোস্ট। প্রচুর কমেন্ট পাচ্ছেন দেখতে পারছি .....
জাফর ইকবালের লেখা-অবদান নিয়ে এর আগেও আপনি পোস্টইছেন..।
এবার নিজের অবদান আর কৃতিত্ব নিয়ে কিছু লেখেন।আই মিন ব্লগে লেখা ছাড়া আর কৈ বাল ফেলাইছেন
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯
প্রজন্ম৮৬ বলেছেন: আপনার বালিশটা তুলে চেক করেন
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬
প্রজন্ম৮৬ বলেছেন: কি রে ভাই, ব্লগে এগুলা কি থাকে আজকাল?
খালি গালিগালাজ আর পোলাপাইনা ক্যাচাল!!!
এগুলারে দিয়া চেতনাব্রিগেড কিভাবে চলবে?
জাফর স্যার জবাব দেন!!!
১৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: সিলেটের ৫০% কোঠার বিরোধীতা করেই পদত্যাগ করুক বা সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন করতে না পারার ক্ষোভে পদত্যাগ করুক। এই দুটি কারণের যেকোন একটি কারণেও পদত্যাগ করে থাকলে ঠিক আছে। কোঠার বিরোধীতা বা সমন্বিত পরীক্ষা পদ্ধতি দুটোরই উদ্দেশ্য সৎ।
সিলেটের জমিটে ভার্সিটি হইসে বইলাই সিলোটিগো ৫০ পার্সেন্ট দিতে হইব এইডা কেমুন কথা। আর ভার্সিটিতে ভার্সিটে ঘুইরা ঘুইরা যারা ভর্তি পরীক্ষা দিছে তারাই একমাত্র জানে ঘুইরা ঘুইরা একেকখানে পরীক্ষা দেওয়ার যন্ত্রণা কি। ছেলেদের যাও যেমুন তেমুন মেয়েদের অবস্থা আরো কঠিন।
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৯
প্রজন্ম৮৬ বলেছেন: আপনার মন্তব্যের সাথে দ্বিমত করার কোন কারন নেই, সহমত।
তবে আমার পোস্টের ফোকাসে ওনার ভক্তরা, যারা ব্যাক্তিপূজায় মগ্ন।
আমি অবাক হয়ে দেখলাম, ওনার ভক্তরা বলছে, "স্যার এদেশকে ভালবেসে ভুল করেছে", "এদেশ আমার না", " আমিও চলে যাবো সেদেশ থেকে যেদেশে জাফর স্যারকে সন্মান করে না"... ইত্যাদি।
এধরনের ভক্তকুল ডঃ জাফর ইকবালেরই কি নাম উজ্জ্বল করবে? আর বাংলাদেশকেই অপমান করা ছাড়া আর কিই বা করবে?
১৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১০
হাতীর ডিম বলেছেন: হিট হবার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১
প্রজন্ম৮৬ বলেছেন: আসলেই ডঃ জাফর ইকবাল এমনিতেই হুমায়ুন আহমেদের ভাই ও লেখক পরিচয়ে ফেমাস ছিলেন, রাজনৈতিক ভন্ডামী না করলেও পারতেন
১৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩১
মাসুম রৌদ্র বলেছেন: ভাইজান আপনে যে বিশাল একখান মাল সেটা বুজি ফালাইছি । জাফর স্যার আমাদের ভার্সিটির জন্য কি করেছেন আমরা ভাল করে ই জানি । আর আপনি মনে হয় সাস্টের ১ কিলো পাড়ি দিয়া ক্যাম্পাসে আসেন নি কখনো আসলে বুজতেন শাবিপ্রবির প্রতিটা স্টুডেন্টের হৃদয়ের স্পন্দন আমাদের জাফর স্যার । আর দয়া করে একদিন কাল এসে দেখেযাবেন কারা স্যারের জন্য আন্দোলন করছে ।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
প্রজন্ম৮৬ বলেছেন: জাফর ইকবাল সাহেব নিজে তো বলছেন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর কারণেই তার পিছু হটা। ইকবাল সাহেব নিশ্চয়ই এমন মানুষ নন যে বিএনপি ও জামাতীদের বিরুদ্ধে মন খুলে সাদা সিধে কথা বলতে সংকোচ বোধ করবেন। তাহলে তিনি যাদের দোষী বলছেন, তার ভক্তরা তাদের বিরুদ্ধে কেন কথা বলছেন না???
১৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫২
সবখানে সবাই আছে বলেছেন: আপনি জাফর স্যার সম্বন্ধে কতটুকু জেনে মন্তব্য করেছেন সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আজকে তার বিরুদ্ধে সবাই একজোট হয়েছে। লীগ, বিএনপি, সিপিবি, জামাত, শিবির কেউ বাদ যায় নাই। কারন উনি কখনো লীগের ছিলেন না। আপনারা ধারনা করতেন যে উনি লীগের। কিন্তু এটা মনে রাখবেন বিশ্বজিতের খুন নিয়ে অনলাইনে সবার আগে কলম ধরেছেন উনি। এই লোকটাকে নিয়ে কিছু লেখার আগে দুইবার ভেবে তারপরে লিখবেন। গনিত অলিম্পিয়াডের, ফিজিক্স আর রসায়নের অলিম্পিয়াডের জন্য তার অবদান কতটুকু সেই বিষয়ে আপনার কোন ধারনা আছে বলে মনে হয় নাই। উনার মেইন প্রব্লেম উনি দুর্নীতির বিরুদ্ধে দাড়িয়েছেন। এইকারনে সিলেটবাসী তার পেছনে লেগেছে।
১। সমন্বিত ভর্তি পরীক্ষা চালু হলে ফর্ম বিক্রির সংখ্যা বিশ্ববিদ্যালয় সংখ্যার অনুপাতে কমে যাবে।
২। ঘুষ নিয়ে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য শিক্ষার্থীকে ধুনফুন কোটায় বা বিনা কোটায় অধ্যয়নের সুযোগ করে দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে
৩। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ওপরে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারাবেন
৪।পরীক্ষার উছিলায় প্রতিবছর জমজমাট হোটেল বা পর্যটন ব্যবসায় বিপর্যয় ঘটবে। এতে আখেরে দলীয় চাঁদা সংগ্রহে টান পড়তে পারে
৫। জাফর ইকবালকে একটা শিক্ষা দেয়া যাবে। বুঝিয়ে দেয়া যাবে, কাদের কথায় দেশ চলে।
এই ব্যাপারে যদি দ্বিমত থাকে তাহলে কিছু বলার নাই। আপনি জাফর ইকবালের ভক্তদের কথা বলছেন। তার ভক্ত সর্বদা পরিবর্তনশীল। যেদিন চলেশ রিছিল নিয়ে লিখেছিলেন সেইদিন সমস্ত প্রশাসন যন্ত্র তার উপর ক্ষেপে গিয়েছিল, যেদিন উনি বিশ্বজিত নিয়ে লিখেছেন সেইদিন আপনারা তার ভক্ত। এইগুলোই প্রমান করে উনি কতটা কন্সার্ন্ড সিটিজেন। আশা করি বুঝতে পারছেন আপনার পোস্টের অসারতা।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
প্রজন্ম৮৬ বলেছেন: মাল মুহিত আর নাহিদের সাথে অভিমান করে জাফর ইকবাল পদত্যাগ করলো। আর আপনারা কোথার পানি কোথায় নিয়ে যাচ্ছেন?
২০| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
কলাবাগান১ বলেছেন: "এই লোকটাকে নিয়ে কিছু লেখার আগে দুইবার ভেবে তারপরে লিখবেন। গনিত অলিম্পিয়াডের, ফিজিক্স আর রসায়নের অলিম্পিয়াডের জন্য তার অবদান কতটুকু সেই বিষয়ে আপনার কোন ধারনা আছে বলে মনে হয় নাই। উনার মেইন প্রব্লেম উনি দুর্নীতির বিরুদ্ধে দাড়িয়েছেন। এইকারনে সিলেটবাসী তার পেছনে লেগেছে।"
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
প্রজন্ম৮৬ বলেছেন: তার মানে সিলেটবাসী দূর্নীতি'র ভক্ত?
কি বলছেন এসব!
২১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
বেঈমানের প্রশ্নগুলোর জবাব এড়িয়ে যাওয়া হল।
ডঃ জাফর ইকবাল কোন দলের রাজনীতি করে?
শাবিতে না পড়লে সেই ব্যাপারে কথা বলা যাবে না কেন?
জাফর স্যার কে নিয়া কাদের হা হুতাশ এই আপনেও জানেন আমরাও জানি।
জাফর স্যার খুব খারাপ কারন উনি রাজাকার নিয়া কথা কয় দেশের স্বার্থে উনার কলম সবসময় চলে।
আর ইউনুস খুব ভালো কারন রাজাকার জামাতি যুদ্ধাপরাধী নিয়া তার কোনো সে নাই।
এমন কি সে ১/১১ এর সময় মাইনাস টু ফর্মুলা করে দুই নেত্রীকে জেলে আটকিয়ে নিজেই একটি দল করেছিল!
এই দুইটা লোকের তুলনা হয় কি করে?
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৬
প্রজন্ম৮৬ বলেছেন: সারমর্মহীন প্রশ্নের উত্তর আমি দেই না। এতে ফাও কথা বাড়ে।
যাদের আমার পোস্টের জাফর ভক্তদের ২য় বদঅভ্যাসটি বুঝতে কষ্ট হচ্ছে, তাদের জন্য আপনার এই মন্তব্যটা বিশেষভাবে দ্রষ্টব্য
২২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হিটসিকার ছাড়া আর কি কমু আপনারে?
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
প্রজন্ম৮৬ বলেছেন: আপনেও তো নজর সিকার, ফাও একটা কমেন্ট করছেন চোখে পড়ার জন্য!
২৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
ক্লান্ত দুচোখ বলেছেন: যখন দেখি বেল কমিউনিকেশনসের এক চাকুরের...
আপনার লেখার ধরন দেখেই চিনেছি, জারজ জামাত-শিবির। যারা কিনা প্রয়োজনে "রিসার্চ সাইন্টিস্ট" কে চাকরের পর্যায়ে নিয়ে আসে আর রাস্তার নেড়ি কুত্তারে বানায় "আল্লামা"
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮
প্রজন্ম৮৬ বলেছেন: খাইছে লেখার ধরনেই চিন্যা ফালাইছেন?
নিশ্চয়ই চেতনা পীরের মুরিদ আপনে!
২৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ক্লান্ত দুচোখ বলেছেন: আপনার লেখার ধরন দেখেই চিনেছি, জারজ জামাত-শিবির। যারা কিনা প্রয়োজনে "রিসার্চ সাইন্টিস্ট" কে চাকরের পর্যায়ে নিয়ে আসে আর রাস্তার নেড়ি কুত্তারে বানায় "আল্লামা" Like
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
প্রজন্ম৮৬ বলেছেন: একই মাজারের লোক তো আপনেও।
২৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: ক্লান্ত দুচোখ বলেছেন: আপনার লেখার ধরন দেখেই চিনেছি, জারজ জামাত-শিবির। যারা কিনা প্রয়োজনে "রিসার্চ সাইন্টিস্ট" কে চাকরের পর্যায়ে নিয়ে আসে আর রাস্তার নেড়ি কুত্তারে বানায় "আল্লামা"
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
প্রজন্ম৮৬ বলেছেন: শিয়াল তত্ত্ব নাকি? একটা আইসা কু বলে আর পর পর ২টা কোরাস দেয়!
নাকি মাল্টির গেম?
২৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯
স্বপ্নী বলেছেন: উনার মেইন প্রব্লেম উনি দুর্নীতির বিরুদ্ধে দাড়িয়েছেন। এইকারনে সিলেটবাসী তার পেছনে লেগেছে।
১। সমন্বিত ভর্তি পরীক্ষা চালু হলে ফর্ম বিক্রির সংখ্যা বিশ্ববিদ্যালয় সংখ্যার অনুপাতে কমে যাবে।
২। ঘুষ নিয়ে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে অযোগ্য শিক্ষার্থীকে ধুনফুন কোটায় বা বিনা কোটায় অধ্যয়নের সুযোগ করে দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে
৩। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ওপরে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারাবেন
৪।পরীক্ষার উছিলায় প্রতিবছর জমজমাট হোটেল বা পর্যটন ব্যবসায় বিপর্যয় ঘটবে। এতে আখেরে দলীয় চাঁদা সংগ্রহে টান পড়তে পারে
৫। জাফর ইকবালকে একটা শিক্ষা দেয়া যাবে। বুঝিয়ে দেয়া যাবে, কাদের কথায় দেশ চলে।
এই ব্যাপারে যদি দ্বিমত থাকে তাহলে কিছু বলার নাই। আপনি জাফর ইকবালের ভক্তদের কথা বলছেন। তার ভক্ত সর্বদা পরিবর্তনশীল। যেদিন চলেশ রিছিল নিয়ে লিখেছিলেন সেইদিন সমস্ত প্রশাসন যন্ত্র তার উপর ক্ষেপে গিয়েছিল, যেদিন উনি বিশ্বজিত নিয়ে লিখেছেন সেইদিন আপনারা তার ভক্ত। এইগুলোই প্রমান করে উনি কতটা কন্সার্ন্ড সিটিজেন।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: জাফর ইকবাল সাহেব নিজে তো বলছেন শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর কারণেই তার পিছু হটা। ইকবাল সাহেব নিশ্চয়ই এমন মানুষ নন যে বিএনপি ও জামাতীদের বিরুদ্ধে মন খুলে সাদা সিধে কথা বলতে সংকোচ বোধ করবেন। তাহলে তিনি যাদের দোষী বলছেন, তার ভক্তরা তাদের বিরুদ্ধে কেন কথা বলছেন না।
২৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
অগ্নি সারথি বলেছেন: মনিরুল ইসলাম বাবু বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: ক্লান্ত দুচোখ বলেছেন: আপনার লেখার ধরন দেখেই চিনেছি, জারজ জামাত-শিবির। যারা কিনা প্রয়োজনে "রিসার্চ সাইন্টিস্ট" কে চাকরের পর্যায়ে নিয়ে আসে আর রাস্তার নেড়ি কুত্তারে বানায় "আল্লামা
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
প্রজন্ম৮৬ বলেছেন: এইটা তো বহু পুরান ছাগল আর বরাহ মিক্স!
২৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
রাফা বলেছেন: কিসের উপর পিএইচডি করছেন? বিশ্ববিদ্যালয় না জাফর ইকবাল..
বিএনপি/জামাতের দালালি করে কি চলছেনা এখন?
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১২
প্রজন্ম৮৬ বলেছেন: আমার সব পুরান সুহৃদের এই পোস্টে উপস্থিতি দেখে অনেক কিছুই বুঝলাম
২৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
চলতি নিয়ম বলেছেন: *কুনোব্যাঙ* আর সবখানে সবাই আছে: সহমত।
আর পোস্টের লেখাগুলো কোনো মানুষের হতে পারে না। তবে সিলেট বাসীর দাবির সাথে আমি ২০০ ভাগ সহমত। ৫০ ভাগ সিলেটি আর ৫০ ভাগ কোটায় ছাগল ভর্তির সুপারিস করছি। যাতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়।
গুলিস্থানের মোড়ের কলিকাতা হারবালের চুল্কানি মলম বিক্রেতার মহাব্যাবথ্সাপক কে দেখিছি না যে এই পোস্টে??
কমেন্ট ডিলিট করা আর ব্লক করা কোনো সুস্থ ব্লগারের লক্ষণ নয়।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
প্রজন্ম৮৬ বলেছেন: আপনি হয়তো ঘরে ময়লা জমিয়ে রাখতে ভালবাসেন। সাইকোপ্যাথেটিক্যাল সমস্যা হলে অনেকেই এমন করে। কিন্তু সবাই তো আর মানসিক রোগী না
৩০| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১০
সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভাই প্রজন্ম আমি একটা জিনিস বুঝলাম না যে একজন মানুষের অসংখ্য ভক্ত থাকা কি দোষের কিছু?আমিও তো আজ সকালে আমার রুমমেটকে বলেছি এই দেশে আর থাকব না।বলেছি কারন আজকের অবরোধে সারা দেশে যে ধংসযজ্ঞ চলছিল তা মেনে নিতে পাছিলাম না।তাই বলে কি দেশটাকে আমি ভা্লবাসি না???
যেহেতু ব্লগ লেখেন সেহেতু আপনার যথেষ্ট বয়স হয়েছে প্লিজ এটা বলবেন না যে যখন আমরা এই সমস্যাক্লিষ্ট হত দরিদ্র দেশটাকে ছেড়ে চলে যাব বলি তখন সেটা থাকে আসলে আমাদের অক্ষম ক্রোধের বহিপ্রকাশ, এটুকু আপনি বোঝেন না।
কোনোমানুষের কাছে কেউ যদি পুজোনীয় হন তবে তাতে আপনার সমস্যা কি?আপনার কাছে তাকে পুজোনীয় মনে না হলে পুজা করবেন না।তাতে কেউ আপনার গর্দান নিতে যাবে না।কিন্ত এমন ধরনের কথাও লিখবেন না যেটা দিয়ে সন্মানী লোককে অসন্মান করা যায়।
আমার বিশ্বাস স্যার এর রাজনীতির ইচ্ছা নেই।তবে যদি থাকত সেটা খারাপ হতো না কারন তাতে দেশ একটা ডক্টরেট ডিগ্রী ধারী নেতা পেত এবং তার হাত দিয়ে আমরা ভালকিছুই পেতাম,অন্তত বর্তমানে এইসব অকাটমুর্খের দলের কাছে যা পাচ্ছি তার চেয়ে ভাল কিছু তো অবশ্যই।
আর দেশটা শুধু আপনার নয়।দেশটা জাফর ইকবালেরও, দেশটা আমাদেরও।একজন লেখক নিশ্চয় আপনার আমার অর্ডার মত লিখবেন না?আর একজন শিক্ষক রাজনীতি করতে পারবেন না বা এতে মত দিতে পারবেন না এটা আপনি কোথায় শিখছেন?
অন্য শিক্ষকরা যে রাজনৈতিক ইস্যু নিয়ে দিনের পর দিন ক্লাস বর্জন করেন তখন আপনার এই ধারলো জিহবা কোথায় থাকে? পরিস্থিতি নিয়ে যে তিনি তার মত মুক্তভাবে প্রকাশ করেন এটাই যদি আপনার সমস্যা হয় তবে আপনাকে কিছু বলার নেই।কারন ব্লগে বসে কি দেশটা উদ্ধার কছেন তাতো দেখতেই পাচ্ছি।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
প্রজন্ম৮৬ বলেছেন: আপনার মন্তব্যটিকে অনেক অনেক স্বাগতম।
আমার সব পুরান শুভাকাংখীর ভিড়ে এই মন্তব্যটা রীতিমত ভালই লাগলো।
আসলে ব্লগের ধারা হলো, প্রথমদিকে যদি আবাল লোকজন কমেন্ট করে তাহলে সেই পোস্টে আর গঠনমূলক কিছু হয় না। আপনার মন্তব্যটা শুরুতে এলে অনেক ভাল হতো।
দেখেন, পদত্যাগ নাটকটা জমানো হলো ৫০% কোটার কথা বলে সিলেটিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর মত নোংরা পদ্ধতি ব্যাবহার করে। আসলে উনি পদত্যাগ করেছে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিলের প্রতিবাদের সময় শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর সমর্থন না পেয়ে।
ডঃ জাফর ইকবাল মত প্রকাশ করুক, সেটাতে সমাজেরই লাভ, কিন্তু আমার শুধু এটুকুই চাওয়া যেন উনার অধীনে একটা র্যাডিক্যাল, ব্যাক্তিপূজারী, ইর্যাশনাল, চরমপন্থী প্রজন্ম তৈরী না হয়।
যাইহোক, আপনি একটা সহনশীল, প্লুরালিস্টিক সমাজের কথা বলছেন, আমিও সেটাই বলি।
কিন্তু উপরে ডঃ জাফর ইকবাল ভক্তদের নমুনা দেখেন, আপনার কি মনে হয় উনার অধীনে একটা উদার সমাজ কোনদিন সম্ভব? ( বহু মন্তব্য ডিলিট করার পরও এই অবস্থা!)
৩১| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
সন্ধ্যা প্রদীপ বলেছেন: ভাই বাঙ্গালী হয়ে এটা কেন বোঝেন না যে উদার সমাজ এদেশে সম্ভব না অন্তত এই মুহুর্তে।সেই ভদ্রলোক যে কারনেই পদত্যাগ করুক সেটা তাদের নিজেদের ব্যাপার।খবরটা শুনে শকড হলাম,দুঃখ হল।কিন্ত তিনি তো আর কাউকে ঘুষ দিয়ে তার জন্য আন্দোলন করতে বলেননি।যারা তাকে ভালবাসে এবং চায় তারা নিজে থেকেই এগিয়ে আসছে।এতে আপনি এত ব্যথিত হচ্ছেন কেন?তার ভক্তরা তো অন্তত রাজনৈতিক দলগুলোর মত রাস্তায় নেমে গাড়ি ভাংচুর আর অগ্নি সংযোগ করছে না
আপনার দৃষ্টিতে দুই ধরনের ভক্তের মধ্যে এইসব মৌলিক পার্থক্য নিশ্চয় চোখে পড়বে।একজন লেখকের বাস তার ভক্ত পাঠকদের হৃদয়ের গভীরে।কেন,হুমায়ুন আহমেদের মৃত্যুতে সারা দেশে কি হয়েছিল ভুলে গেছেন? কোনো কারনে সে পদত্যগ করলে তো আরো প্রকট আন্দলোন আর প্রতিবাদের ঝড় উঠত।তখন কি হিমুদের ব্যাক্তি পুজাকে এভাবে নিন্দা করতেন?
ব্যাক্তি যদি পুজোনীয় হয় পুজা সে পাবেই।বুঝতে পারছি জাফর ইকবাল আপনার চোখের বিষ তাই এব্যাপারে আপনার সাথে আর কথা নাই।
সুস্থ থাকবেন।খোদা হাফেজ।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: আপত্তির জায়গাটা বুঝতে হলে আপনাকে অন্ধ ভক্তির বিষয়টা র্যাশনালি দেখতে হবে।
রাজনৈতিক দলেরা ২০০-৫০০ টাকা দিয়ে বেকার যুবকদের দিয়ে গাড়ি পোড়ায়। যেদিন এসব বেকার যুবকদের চাকরী থাকবে সেদিন আর গাড়ি পোড়ানোর কাউকে পাওয়া যাবে না।
কিন্তু, শিক্ষিত অন্ধ ব্যাক্তিপূজারীরা যাই করে সেটা করে স্বেচ্ছায়। এবং অন্যদেরও প্রভাবিত করে।
একজন রাজনৈতিক পিকেটারের কাছ থেকে সোসাইটির উপর যেই থ্রেট সেটা অর্থনীতি'র উন্নয়নের সাথে সাথে দুর হবে। কিন্তু এই চেতনা ব্রিগেডের কাছ থেকে সোসাইটির উপর যেই থ্রেট সেটা শুধু অর্থনীতির উন্নয়ন বা জব ক্রিয়েট করেই সরানো যাবে না।
এজন্যই শংকার মাত্রা এত!
৩২| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
খাটাস বলেছেন: ডঃ জাফর ইকবাল মত প্রকাশ করুক, সেটাতে সমাজেরই লাভ, কিন্তু আমার শুধু এটুকুই চাওয়া যেন উনার অধীনে একটা র্যাডিক্যাল, ব্যাক্তিপূজারী, ইর্যাশনাল, চরমপন্থী প্রজন্ম তৈরী না হয়।
পুরো পোস্ট আর মন্তব্য পড়ার পর বিতৃষ্ণা জাগ্লে ও এই মন্তব্বে অসংখ্য ভাল লাগা। কিন্তু জনাব প্রজন্ম সাহেব বেক্তি পূজারি র উরধে উঠতে সকল বেক্তি পুজার বিরুদ্ধে বললে সেই বেক্তির কথায় আমার ধারনা প্রত্যেক জাফর ইকবাল ভক্ত ও সহজ ভাবে নিত। মুজিব , ইকবাল - এদের পুজারিদের খোঁচা দেবেন, আর জিয়া পুজারিদের দেশ প্রেমি বলবেন- তাহলে তো হয় না। হ্যাঁ জিজ্ঞাসা করতে পারেন যে এ কথা আপনি কোথায় বলেছেন। আপনার লেখা যে বি এন পি আদর্শ কেন্দ্রিক তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভাল থাকুন। লিখতে থাকুন। তবে এক আদর্শ হলে এক সময় অন্ধত্ব আসবেই।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
প্রজন্ম৮৬ বলেছেন: না রে ভাই, সহজভাবে নিত না।
উপরে যারাই বিরোধীতা করছে, প্রত্যেকেই জানে আমি কিভাবে সকল ব্যাক্তি পূজার বিরুদ্ধে বলছি।
ওদের তৈরীটাই হইছে নষ্ট মাটি দিয়া। ভাল কিছু আশা করি না আর ওদের কাছ থেকে।
৩৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
অচিনপাখি বলেছেন: @সবখানে সবাই আছে ----- সহমত
৩৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৭
খাটাস বলেছেন: ভাই আপনি পোস্ট এ ড জাফর ইকবাল কে বেশ ছোট ভাবেই উপস্থাপন করেছেন। মানুষের ভুল ত্রুটি থাকবেই, তাঁকে প্রাপ্য সম্মান টা তো দিতে হবে। তাছাড়া লেখার সাথে চেতনা বাদি কথার তুলনা দিয়ে আপনার সৎ উদ্দেশ্য প্রশ্ন বিদ্ধ, বরং রাজনৈতিক প্রোপাগান্ডা বলে মনে হউয়া দোষের কিছু নয়। আপনি যদি প্রত্যেক টা ব্যাপার নিরপেক্ষ ভাবে দেখতে তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অনেকেই আপনার একই কথা সহজ ভাবে নিত। কিন্তু যারা আপনাকে চেনে তারা জানে আপনার যে কোন কিছু মূল্যায়নের মাপকাঠি বি এন পি। আপনি যেমন অন্যকে তার আদর্শের জন্য দালাল বলতে পারেন, তারা ও আপনাকে দালাল বলতে পারে। মজার বিষয় , মুজিবের দালাল হয়ে কেও গর্বিত, কেও জিয়ার দালাল হয়ে। কিন্তু এক পক্ষিয় দালাল , অন্য পক্ষের দালালের কথায় কান দেয় না।
আর জাফর ইকবাল অনেক ভাল মানের লেখক। লেখক হিসেবে তাঁকে আমি পছন্দ করি অনেক। যোগ্য হয়ে ও দেশে পরে আছেন, এই দেশ প্রেমেই অনেক পাঠক মুগ্ধ। রাজনৈতিক পেচ দিয়ে সব সময় সব কিছু সবাইকে বোঝান যায় না। আর জাফর ইকবালের ভক্ত হলেই যে তিনি লীগের সমর্থক এমন ধারনা টা বি এন পি দের মাঝে দেখছি। বি এন পি এর অনেক সমর্থক না জেনেই বড় ভাই দের দেখে জাফর ইকবাল কে গালাগালি করে, আপনারা আপনাদের অনুজ দের কি এই সিক্ষাই দিচ্ছেন জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে? এইটা জিয়ার আদর্শ?
মাফ করবেন। আমি লেখার সাথে কিছু অপ্রাসঙ্গিক আলোচনা এনেছি শুধু আপনার পোস্টে হউয়া দ্বিমত গুলো কেন হচ্ছে, নিজের দৃষ্টি ভঙ্গি টা তুলে ধরার জন্য।
২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৯
প্রজন্ম৮৬ বলেছেন: আপনার আলোচনাকে স্বাগতম।
দেখুন, ডঃ জাফর ইকবালের লেখার ভক্ত একসময় আমিও ছিলাম, কিন্তু ধীরে ধীরে কি দেখলাম?
তিনি গত ২০ বছরের শিক্ষকতার সময় ১৯৯২ থেকে ২০১২ পর্যন্ত মাত্র একটা সায়েন্টিফিক জার্নালে আর্টিকেল লিখেছেন, কিন্তু পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে, রাজাকার বিচারের আইনী প্রক্রিয়ায় উগ্র ঘৃণাবাদী চেতনা ঢুকানোর কাজে, এবং আওয়ামী লীগের হয়ে বিএনপি ব্যাশিংয়ের কাজ করে গেছেন ফুল স্পিডে!
উনি হ্যামিলনের বাঁশিওয়ালা, একটা প্রজন্মকে উনি ভয়াবহ খাঁদের কিনারে নিয়ে দাড় করিয়ে রেখেছেন। তাই এই মুহুর্তে আমি কে সেটা না দেখা দেশপ্রেমিকদের উচিত, আমি কি বলছি তা দেখে ত্বরিৎ ব্যাবস্থা গ্রহন করা।
৩৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
বোধহীন স্বপ্ন বলেছেন:
আমার ফেবু ফ্রেন্ড-লিস্টে যে জাফর স্যারকে নিয়া লাফালাফি করতেছে, আমার ডিপার্টমেন্ট থেকে পাশ করা বড় ভাই, উনি দেখি শাবিপ্রবি'র লেকচারার। যাকে ফলো দিয়া রাখছি, সে দেখি শাবিপ্রবি'র সাবেক ছাত্র। কই আপনার কথার সাথে তো এসবের কোন মিল পাইলাম না।
সহজ-সরল মানুষটারে কি পাইছেন কিছুই বুঝলাম না। নিরিহ সেই লোকটার একটাই দুষ, তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ হইছিল বইলা সে রাজাকারদের দেখতে পারে না।
হায় জাফর স্যার, বড়ই ভুল জন্ম, ভুল দেশেতে জন্ম আপনার ।
৩৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
হাতীর ডিম বলেছেন: ভাই হিট হয়ে গেলেন এখন নিজের প্যান্ট খোলা পিক দেন ২ টা। আরও হিট হবেন গালিও খাবেন। সব আবাল নিয়া পরছি জালায়।
৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
জাগতিক ভালবাসা বলেছেন: ভাই ক্লিয়ার করেন?
ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষকরা ভাববেন।
রাজনৈতিক নেতারা নয়?
যদি খারাপ কিছু হয় তাহলে কোর্টে যেন।
রিট করেন।
কিন্তু ৫০% কোটা ক্যান?
এটা বৈঠকে বলা হয়েছে।
জাফর ইকবাল ফেরেশতা না।
কিন্তু গঠনমূলক সমালোচনা করতে শিখেন।
৩৮| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
খাটাস বলেছেন: হ্যাঁ আমি ড জাফর ইকবালের লেখা পছন্দ করি। তিনি অসম্ভব মেধাবী, একারণে তাঁকে দেশের সম্পদ হিসেবেই শ্রদ্ধা করি, গণ্য করি। কিন্তু তার সব কাজ আমার ও পছন্দ না। কিন্তু যিনি হাজার ভক্ত কুলের অন্ধ ভালবাসা অর্জন করেছেন, তার সমালোচনা টা হউয়া উচিত আরও শ্রদ্ধার সাথে। হ্যাঁ আমার ও মেজাজ বিগ্রে যায় মাঝে মাঝে। কিন্তু সমালোচনা টা প্রাপ্য সম্মান আর যুক্তি দিয়ে না করলে আলোচনা টা শুধু গালাগালির মাঝে সীমাবদ্ধ থাকবে আমাদের দুই দলের সম্পর্কের মত। আমরা কখন ও এক হতে পারব না। নিজের নিয়ত সৎ থাকলে আপনি তা আরও সুন্দর ভাবে তুলে ধরুন। সবার বোঝার, কথা বলার, প্রতিবাদের ভাষা এক নয়। বেক্তি হিসেবে আমাদের নিজেদের কষ্ট হলে ও সেই পরিবেশ সৃষ্টি করতে পারব ইন শা আল্লাহ। তবেই দেখবেন যে লীগের ছেলেটা আজ বি এন পি, শিবির পেটাচ্ছে, আর যে বি এন পি শিবির এর ছেলেরা লীগের ছেলেদের পেটাচ্ছে, তারা একটু ভাবার সময় পাবে যে আমাদের দেশের নেতারা আমাদের চাকর, আমরা তাদের চাকর নই। মন্দের ভাল বেছে নিয়ে কি লাভ ভাই? কারও কাছে লীগ একটু কম খারাপ, কারও কাছে বি এন পি। কিন্তু এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, তা যেই করুক আমাদের গলা উচিয়ে সৎ সাহসের সাথে বলতে হবে। মাথা ঠাণ্ডা না রাখলে চলবে না। আবেগ কে গালাগালি তে নয়, ধৈর্যের আর সাহসের শক্তিতে পরিণত করতে হবে। আমার মন আমি তুলে ধরলাম, এবার আপনার পালা।
ভাল থাকবেন ভাই।
আর একটিবার বাঙালি হতে চাই। রেইজ ইউর ভয়েজ.।.।।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০০
তামিম ইবনে আমান বলেছেন: পোস্ট পর্যবেক্ষন।