নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

মরছে পুলিশ, হাসছে পেঙ্গুইন!!!

২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা, আপনারা এদেশের মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। আপনারা আমাদেরই মত বাংলাদেশী এবং আমাদেরই পরিবার ও আত্মীয় স্বজন। আপনারা জেগে থাকেন বলেই আমরা রাতে ঘুমোতে যেতে পারি।



কিন্তু দেখুন, আওয়ামী লীগ সরকার কি ভয়াবহ ও নির্দয়ভাবে আপনাদের জনগণের মুখোমুখি দাড় করিয়ে দিয়েছে। আপনারা সরকারের নির্দেশ পালনে বাধ্য, তাই আপনাদের দিয়ে তার বিরোধীদের গুলি করাচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের ব‌্যাবহার করছে রাজনৈতিক ক্যাডারদের মত।



অবস্থা এতটাই খারাপ যে, আজকে মানুষ আপনাদের ঘৃণা করে। আপনাদের আহত-নিহত হবার খবরে একজন মানুষও শোক প্রকাশ তো দুরে, বরং খুশীই হয়! এটা কি আপনাদের প্রাপ্য ছিল? সংসার-পরিবার ফেলে রাজপথে জনগণের সম্পত্তি রক্ষায় আপনারা জীবনের ঝুঁকি নিচ্ছেন কি মানুষের ঘৃণা পাওয়ার জন্য?



আমি বিশ্বাস করি না এটা আপনাদের প্রাপ্য , আমার আত্মীয়দের ভেতরও পুলিশ রয়েছে, আমি জানি আপনারা যখন ডিউটিতে যাবার জন্য বের হন তখন আপনাদের মা- স্ত্রী- কণ্যারা কতটুকু অসহায় বোধ করে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন আপনি সুস্থদেহে বাড়ি ফিরতে পারেন। যতক্ষন ঘরে না ফিরছেন ততক্ষন প্রচন্ড উৎকন্ঠায় কাটে ‌আপনার পরিবারের সময়।



আমার মনে হয় সময় এসেছে জনতার সাথে আপনাদের এই ভুল বোঝাবুঝি নিরসন করার।



যেই বিক্ষুদ্ধ যুবকটি আপনাকে উদ্দেশ্য করে ককটেল মারছে সে আপনাকে চেনে না, আপনি যাকে গুলি করছেন তাকেও আপনি চেনেন না। কিন্তু এমনই পরিস্থিতি দাড়িয়েছে যে, আপনারা দু'জন দু'জনকে খুন করতে বাধ্য।



তাই বলি, সরকারি চাকরি'র নিয়ম নীতি'র ভেতরে থেকেই ন্যায় ও মানবতার পক্ষে দাড়ান। আপনার ইমিডিয়েট অফিসারকে বলুন যে শুধুমাত্র তার আদেশের ভিত্তিতে আপনি আর কোন বাংলাদেশী ভাই এর উপর আর একটা গুলিও করবেন না। আমার বিশ্বাস যে আপনারা নিজেরাও জানেন যে, যতক্ষন পর্যন্ত বিক্ষোভকারীদের সমাবেশ ও মিছিল করার সাংবিধানিক অধিকার প্রদান করবেন, ওরাও আপনাদের আঘাত করবে না।



ছবিটি দেখুন, আপনারা যখন অপরিচিত নাম না জানা পিকেটারদের আক্রমনে আহত হয়ে পড়ে আছেন, ছবি'র পেঙ্গুইনটি কিভাবে অট্টহাসি হাসছে।















আপনারা জানেন, বাংলাদেশে পেঙ্গুইনের দল কারা।



এই পেঙ্গুইনের দল আপনাদের ব্যাবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, আর আপনাদেরই রক্তক্ষরন দেখে এভাবেই অট্টহাসি হাসে।



তাই আপনাদের কাছে আমার আহ্বান, একজন মানুষ, একজন বাংলাদেশি, জনগণের বন্ধু হিসেবে জনগণের উপর গুলি চালানো বন্ধ করুন। নিজেদের জন্য না হলেও, জনতার বিশ্বাস অর্জন করে নিজের ও জনতার পরিবারগুলোর দিকে চেয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় আপনাদের আইনি অধিকার ও অভিবাবকসূলভ ক্ষমতার ব্যাবহার করুন।



আল্লাহ সবার মঙ্গল করুক।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৮

ভাইটামিন বদি বলেছেন: ...হায় দেশ!

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০১

প্রজন্ম৮৬ বলেছেন: হায় জাতি

২| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৮

এ.এ.এম বিপ্লব বলেছেন: :( :( :( :( :(

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫

প্রজন্ম৮৬ বলেছেন: :(

৩| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৬

মাজহারুল হুসাইন বলেছেন: আপনাদের কাছে আমার আহ্বান, একজন মানুষ, একজন বাংলাদেশি, জনগণের বন্ধু হিসেবে জনগণের উপর গুলি চালানো বন্ধ করুন। নিজেদের জন্য না হলেও, জনতার বিশ্বাস অর্জন করে নিজের ও জনতার পরিবারগুলোর দিকে চেয়ে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনায় আপনাদের আইনি অধিকার ও অভিবাবকসূলভ ক্ষমতার ব্যাবহার করুন।

আল্লাহ সবার মঙ্গল করুক।

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

প্রজন্ম৮৬ বলেছেন: আল্লাহ সবার মঙ্গল করুক।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৫

বেঈমান আমি. বলেছেন: কোন পথে ওরা চলছে হায় পরোয়ার দিগার
যে হাতে তাদের কোরান শরীফ সেই হাতে কেন তলোয়ার ?
নারেয়ে তাকবির আল্লাহুআকবার বলে দিচ্ছে জিহাদের ডাক
হত্যা করছে ওরা মানব জাতি তোমার আশরাফুল মাকলুকাত ।

কোন পথে চলছি আমরা হায় পরোয়ার দিগার
বাড়ীতে বাড়ীতে আছে কোরান শরীফ তবে নেই তার কোন তেলোয়াত।
আল্লার আইন কায়েম হোক ওরা তুলছে দাবী প্রতিদিন
লাকুমদিনিকুম ওলিয়াদিন আমার লাকুমদিনিকুম ওলিয়াদিন ।
প্রতিদিন বৈষম্য আর বিদ্ধেশ দেশ জুড়ে
প্রতি ওয়াক্ত প্রতিবাদ শুধু আযানের শুরেশুরে ...
ওরা জাইতুনের ঢাল মাটিতে ছুড়েঁ ফেলে অস্র তাক করেছে
ওরা শান্তির পায়রাকে হত্যা করে শকুন পুষতে শিখেছে (২)

কোন পথে চলছি আমরা হায় পরোয়ার দিগার
তোমার অস্তিত্ব স্বীকার করি আমরা যে গোনাগার
ধর্মান্ধ উগ্রবাদীদের নাম দিলাম মৌলবাদ.....
পাল্টে ওরা জবাব দিলো আমাদের তোরা নাস্তিক - মুরদাত।

একি আমরা দেখছি হায় পরোয়ার দিগার
হত্যা কারি আর জেনা কারিরা সেজেছে নব্য পয়গাম্বর ।
৭১'র কাফের সন্তানকে ক্ষমা করেছে আদালত
রোজ হাশরে তুমি ক্ষমা করবেনা এই আমাদের এবাদত ।
দেশটা আর শান্তির কথা ভেবে আমরা রয়েছি নিরব
যখন নিরবতা ওরা দুর্বলতা ভাবে রক্ত করে টগবগ ..
ওদের প্রতিটি হুমকি প্রতিটি আঘাত বুঝতে আমরা শিখেছি
ওদের স্বাধীন বাংলার পতাকাতলে আশ্রয় করে দিয়েছি(২)

কোন পথে চলবো আমরা হায় পরোয়ার দিগার
বাংলাদেশের সব ধর্মের আছে সমঅধিকার
অনেক কাল তোমার কেটে গেছে মাবুদ মন্দিরে মসজিদে..
সময় এসেছে প্রভু এসো অন্তরে .....

কোন পথে চলছি আমরা হায় পরোয়ার দিগার
পৃথিবীর তামাম কালামে তুমি ফিরে এসেছ বারেবার ।
তারা ভুলে গেছে তোমার ভালোবাসা আর প্রাচীন পরমভরা
প্রতিদিন বৈষম্য আর বিদ্ধেষ দেশ জুড়ে....
শঙ্খ আর আযানের ধ্বনি উঠুক মন্দিরে মসজিদে ।
ওরা উৎকৃষ্ট মানব জাতির দাবীতে অস্র তাক করেছে
ওরা তোমার বিধান লঙ্গন করে জল্লাদ হতে শিখেছে (২)

ওরা জাইতুনের ঢাল মাটিতে ছুড়েঁ ফেলে অস্র তাক করেছে
ওরা শান্তির পায়রাকে হত্যা করে শকুন পুষতে শিখেছে

৫| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

জগ বলেছেন: "বেঈমান আমি" কি চটি পিয়ালের মাল্টি নিক নাকি? চটি পিয়ালের উপরে আজকাল নাকি ওহি নাজিল হৈতেছে?

৬| ২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: পুলিশ-জনতা ভাই ভাই,ধান্দাবাজ-লুটেরা রাজনীতিবিদদের ফাঁসি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.