নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

গর্বে মুক্তিযুদ্ধ, চেতনায় ইসলাম--- আসেন ঘৃণা পরিহার করি!!!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো, প্রতিপক্ষকে ঘৃণা করা।



কিন্তু ঘৃণা মহামারি ও সংক্রমক, তাই ঘৃণাটা শুধু প্রতিপক্ষের প্রতিই ফিক্সড থাকে না, প্রতিপক্ষের পছন্দগুলোকে অপছন্দ ও অপছন্দগুলোকে পছন্দ করতে শুরু করে। এজন্যই প্রবাদ আছে, শত্রুর শত্রু আমার বন্ধু!



বাংলাদেশের রাজনৈতিক বিরোধীতায় ঘৃণা ঢুকে যাওয়ায় একটা বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে।



কিছু ইতরসম বুদ্ধিজীবিদের সহায়তায় আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের উপর দৃষ্টিকটু দখলদারি স্থাপন করায়, লীগের রাজনৈতিক প্রতিপক্ষগুলো মুক্তিযুদ্ধ নিয়ে কিছুটা বিব্রত অনুভব করে। যেমন, ইসলাম ধর্মের প্রতি বিএনপি'র পরিষ্কার ভালবাসা থাকায় লীগ ইসলাম ধর্ম নিয়ে বিব্রতবোধ করে। যদিও বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাস্তবায়নকারী তবুও দেখা যায় বিএনপি'র সমর্থকেরা সার্বিকভাবে মুক্তিযুদ্ধের বিষয়ে প্রকাশ্য স্বতস্ফুর্তা কিছুটা কম দেখায়। ঠিক যে কারনে লীগের অনেকেই ব্যাক্তিজীবনে ধার্মিক হলেও প্রকাশ্যে ইসলাম বিরোধী আচরন করে।



এটা হচ্ছে মূলত ঘৃণা চর্চার কারনে। আমাদের মাঝে যদি ঘৃণার বদলে প্রতিযোগীসুলভ মনোভাব থাকতো তাহলে কিন্তু ধর্ম ও মুক্তিযুদ্ধের মত সার্বজনীন বিষয়গুলো সর্বজন শ্রদ্ধেয় হয়ে থাকতো।



আল্লাহ'র রহমতে আমি ঘৃণামুক্ত থাকতে অনেক চেষ্টা করি। তার ফলও কিছুটা পেয়েছি মনে হয়, আমি বিএনপি'র রাজনীতিকে সমর্থন করি, চেতনায় ইসলামকে ধারনের চেষ্টা করি এবং মুক্তিযুদ্ধ আমার সর্বোচ্চ গর্ব বলে জানি, রাজাকারদের বিচার চাই কিন্তু বিচারের নামে প্রহসনের বিরোধীতাও করি।



ঘৃণা খুব খারাপ জিনিস। এটা সরাসরি শয়তানের ইন্ধন। এই ঘৃণা আমাদের কাউকে জয়ী করে না, আমাদের বিচার-বুদ্ধি সব লোপ করে দেয়। এর চর্চায় জয় হয় শয়তানের আর পরাজয় হয় আমাদের বাংলাদেশের।



আসেন ভাই, দলমত নির্বিশেষে প্রতিপক্ষকে যুক্তি ও ন্যায়ের পথে মোকাবেলা করি, ঘৃণা পরিহার করি। বাংলাদেশকে জিতাই।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

পাঠক১৯৭১ বলেছেন: মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা, ওখানে বাকীদের কিছু নেই: আওয়ামী লীগ, বিএনপি, ইসলাম কারো কিছু নেই।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত।

বিভ্রান্তি কাটানোর জন্য এ্যানালজি ব্যাবহার করেছি, কিন্তু সত্য হলো মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, যাদের আরো অনেক পরিচয় ছিল

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

দিশার বলেছেন: বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল হয় তাহলে জামিতি কুকুর সায়েদী, কাদের, নিজামীর মুক্তি চায়া , খালেদা কেন ভাষণ দেয়?
আমাদের বাল সাল বুঝায়ে লাভ নাই .

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

প্রজন্ম৮৬ বলেছেন: আপনাদের বাল সাল বুঝামু কেন? ইতিমধ্যেই যেই পরিমান গলধকরন করে রাখছেন, ঐটা দিয়াই এইজীবন পার হয়ে যাবে, প্রো পিক দেখলেই বুঝা যায়

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

পুংটা বলেছেন: চেতনার যায়গায় চেতনা আর ধর্মের যায়গায় ধর্মকে রাখুন। ইহাই নিরাপদ।

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

খন্দকার আরাফাত বলেছেন: কিছু ইতরসম বুদ্ধিজীবিদের সহায়তায় আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে মুক্তিযুদ্ধের উপর দৃষ্টিকটু দখলদারি স্থাপন করায়, লীগের রাজনৈতিক প্রতিপক্ষগুলো মুক্তিযুদ্ধ নিয়ে কিছুটা বিব্রত অনুভব করে। যেমন, ইসলাম ধর্মের প্রতি বিএনপি'র পরিষ্কার ভালবাসা থাকায় লীগ ইসলাম ধর্ম নিয়ে বিব্রতবোধ করে। যদিও বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাস্তবায়নকারী তবুও দেখা যায় বিএনপি'র সমর্থকেরা সার্বিকভাবে মুক্তিযুদ্ধের বিষয়ে প্রকাশ্য স্বতস্ফুর্তা কিছুটা কম দেখায়। ঠিক যে কারনে লীগের অনেকেই ব্যাক্তিজীবনে ধার্মিক হলেও প্রকাশ্যে ইসলাম বিরোধী আচরন করে।

এটা হচ্ছে মূলত ঘৃণা চর্চার কারনে। আমাদের মাঝে যদি ঘৃণার বদলে প্রতিযোগীসুলভ মনোভাব থাকতো তাহলে কিন্তু ধর্ম ও মুক্তিযুদ্ধের মত সার্বজনীন বিষয়গুলো সর্বজন শ্রদ্ধেয় হয়ে থাকতো।

সহমত

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.