নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

কোথায় সব চেতনাধারীরা? লজ্জায় মর তোরা, জেনে রাখ দিনশেষে হারবে না বাংলাদেশ!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০

আপনাদের মনে আছে, হেফাজতে ইসলামের সমাবেশের দিন ৭১ টিভি'র এক নারী সাংবাদিকের উপর আক্রমনের ঘটনাটা? আমরা ছবিতে দেখেছিলাম একজন নারী সাংবাদিক দৌড়াচ্ছে। তার প্রতিক্রিয়াতে কি হয়েছিল মনে আছে?



মনে আছে কিভাবে হেফাজতের উপর নারী বিদ্বেষের অভিযোগ উঠেছিল? মনে আছে কিভাবে পুরো সমাজে ঢিঢি পড়েছিল? মনে আছে কেমন ইমোশনাল প্যানিক তৈরী হয়েছিল?



সেদিনের সেই প্রতিক্রিয়াটাকে অনেকে অতিরঞ্জিত বললেও সবাই ঐ নারী সাংবাদিকের সাথে এমন আচরনের একবাক্যে নিন্দা করেছিলাম।



আজকে এই ছবিগুলো দেখুন। দেখে প্রতিক্রিয়া দিন। বলুন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনদের হাতেই দেশের নারীরা সবচেয়ে বেশী নিগৃহীত, লাঞ্ছিত এবং আহত।







আজ এই দু'জন নারী'র সন্তানেরা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে কি ভাবছে? এই ছবিটি দেখার পর এই নারীদের পিতা ও ভাই কি অনুভব করছে? আজ বাংলাদেশে কোন পক্ষের শক্তি লাঠিতে দেশের পতাকা বেঁধে নারীদের উপর এই বর্বর আক্রমন করছে? স্বাধীনতার বিরোধীরা নাকি স্বাধীনতার স্বপক্ষের লোকেরা?



আর যারা সেদিন ৭১টিভির সাংবাদিকের দৌড় দেখে প্রতিক্রিয়া দিয়েছিল তারা যদি তৎকালীন প্রতিক্রিয়ার ৪গুন বেশী প্রতিক্রিয়া না দেখায় তাহলে ওদের মুখে থুথু দিন, ওদের অভিশাপ দিন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন ওদের যেন কুষ্ঠ হয়, ওদের চোখ যেন অন্ধ হয়ে যায়, ওদের আঙ্গুল যেন খসে পড়ে, সৃষ্টিকর্তা যেন ওদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন এবং এই বাংলাদেশে যেন আর কোন মা-বোনের ইজ্জত এভাবে মাটিতে লুটিয়ে পড়া থেকে স্বয়ং নিজ হাতে রক্ষা করেন।





তবে সবশেষে সৃষ্টিকর্তা মহান, আওয়ামী লীগের বর্বরেরা যখন একজন মহিলাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটাচ্ছিল তখন নিউ এজ পত্রিকার সাংবাদিক সানাউল হক এগিয়ে এসে তাকে রক্ষা করে।



স্যালুট সানাউল হক!!!



...এই ঘটনায় একটা প্রাচীন শিক্ষা আবার পেলাম, নুরুল কবীরের সহকর্মীর এই আচরনে প্রমানিত হলো, জানোয়ারের সাথে থাকলে মানুষ জানোয়ার হয় আর সৎ লোকের সাথে থাকলে মানুষ মহান হয়!







স্যালুট সানাউল হক, ধ্বংস হোক ঐ মানুষরূপীর পশুগুলো!



সানাউল হকেরা আছে, থাকবে, সেজন্যই হারবে না বাংলাদেশ!!!

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: সবে শুরু ভাইজান! এরাই ধর্ষণে সেঞ্চুরী করে আবার সেটা উতযাপন করে। আবার নিজেদের যন্ত্র প্রদর্শন করে! নেত্রীভক্ত সঙগ্রামী জনতা! আজকে বাইচা থাকলে বঙ্গবন্ধু মনে হয় কচুপাতায় বাইন্ধা গলায় দড়ি দিতো!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

প্রজন্ম৮৬ বলেছেন: ওদের মুখে থুথু দিন, ওদের অভিশাপ দিন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন ওদের যেন কুষ্ঠ হয়, ওদের চোখ যেন অন্ধ হয়ে যায়, ওদের আঙ্গুল যেন খসে পড়ে, সৃষ্টিকর্তা যেন ওদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন এবং এই বাংলাদেশে যেন আর কোন মা-বোনের ইজ্জত এভাবে মাটিতে লুটিয়ে পড়া থেকে স্বয়ং নিজ হাতে রক্ষা করেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: একটা কথা তেতুল তত্ব বইলা কি নেত্রী কি বাল বুদ্ধিপ্রতিবন্ধী, কি সঙবাদিক, কি নারীবাদীরা এত চেচামেচি কর মনে পড়ে? এই এরাই গত পরশু সেই তেতুল তত্ত্ববাদীর সাথে যেচে গিয়ে সহবত করে আসছে! ডিজিটাল গণতন্ত্র একেই বলে!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: ওরা যদি ঐ ঘটনার চেয়ে ৪গুন বেশি প্রতিবাদ না করে তাহলে ওদের অভিশাপ দিন!

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওরা অন্ধ হয়ে গেছে , ওদরে কথা বলেন ওরাত দালাল, ওদের মহাদেবতাদের। সব কুলাংরের দল দল বাঝি করে! যাদের মুখে রাজনিতির গনতন্ত্র আর স্বাধিনতার কথা শুনি তাদের মুখে ১০০০ জুতা মারতে ইচ্ছা করে কেন জানেন আজ ৪২ বছর জাতি এমনটা দেখার জন্য বুঝি অপেক্ষা করেছিল। আমি স্বাধিনতার যুদ্ধ দেখিনি তাতে কি মনে করেছিলাম স্বাধিন দেশে স্বাধিনতার সাধ এই স্বাধিনতার চেতনাতে উদ্ধোদ হব কিন্তু দেখছি কি।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

প্রজন্ম৮৬ বলেছেন: ওরা আজ ঘৃণ্য, সারা দেশ ওদের থু থু দিচ্ছে, ওরা বর্বর, ওরা কাপুরুষ, ওরা মুক্তিযুদ্ধ তথা মানবতার শত্রু!

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

বিবাগী বাউল বলেছেন: একজন মহিলা আইনজীবিকে পুলিশের সামনেই যেভাবে ৪ জন ক্যাডার পিটিয়ে আহত করল তা চরম লজ্জার, প্রগতিশীল নারীবাদীরা কি বলেন? এতে নারী অধিকার কতটুকু রক্ষিত হোল? নাকি এখন নারীবাদীরা চুপ থাকবেন......

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

প্রজন্ম৮৬ বলেছেন: কিছু কুলাঙ্গার আছে যারা মানুষ হতে পারেনি, নারীবাদি হয়েই বেঁচে আছে

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

বিশ্বাস করি 1971-এ বলেছেন: বঙ্গবন্ধুর লীগ আর ডিজিটাল লীগ এক জিনিস না!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত।

বঙ্গবন্ধুর আহ্বানে নারীরা বন্দুক নিয়ে যুদ্ধ করেছে আর আজ শেখ হাসিনার অধীনে লীগ আজ পতাকা বাঁধা লাঠি নিয়ে নারীদের মাটিতে ফেলে পেটায়

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

মামুন হতভাগা বলেছেন: খুব ছোট্ট একটা প্রশ্ন, আপ্নে সহ উপ্রের মন্তব্য করা মানুষ গুলা আজ সারাদিন কি করছেন?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

প্রজন্ম৮৬ বলেছেন: আর যাই করুক, বর্বর হায়েনাদের বর্বরতা দেখে খুশী হই নাই / হয় নাই অথবা স্বৈরাচারী কর্মকান্ডকে জায়েজ করার জন্য বিবেকটারে ধ্বংস করে কুবুদ্ধি বের করার চেষ্টা করি নাই

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

নষ্ট ছেলে বলেছেন: প্রথম সারির সব মিডিয়া ছাত্রলীগের নোংরামী এড়িয়ে গেছে। এটা অন্য কেউ করলে হেডলাইন হইতঃ
"অমুকের বর্বরতা"
"জাতি এই লজ্জা কোথায় রাখবে"
"এরা কি মানুষের পর্যায়ে পড়ে?"
........................

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৭

প্রজন্ম৮৬ বলেছেন: এসব মিডিয়া ও তাদের সকল কর্মকান্ডের সহযোগীদের উপর আল্লাহ'র গজব পড়ুক!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

গোলক ধাঁধা বলেছেন: তারপরেও এইদেশের মানুষ মা ভাই বোনেরা এদেরকেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিবে।আমি আওয়ামিলীগকেই শুধু বলছি না বি এন পি ও ঠিক একই গোত্রের।যতদিন না আমরা এই দুই অভিশপ্ত মহিলা এবং তাদের পরিবারতন্ত্রের হাত থেকে মুক্তি পাচ্ছি ঠিক ততদিন আমরা এই জারজ উচ্ছিষ্ঠভোগিদের হাত থেকে রেহাই পাব না।একদলা থুতু রইল তাদের মুখে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

প্রজন্ম৮৬ বলেছেন: আজকের এই ঘটনা যে কোন কিছুর চেয়ে বেশি ঘৃণ্য ও বর্বরতম

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

গান পাগলা বলেছেন: বেশী দিন নেই দেশে আরও একটা গনজাগরন মণ্চ হবে সেদিন স্লোগান হবে..........দাব একটাই খুনি দালালের ফাঁসি চাই

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

আমিনুর রহমান বলেছেন:



এমন ঘটনা'র নিন্দা জানাচ্ছি।


স্যালুট সানাউল হক!!!



টিভিতে এই মুহুর্তে কি গান হচ্ছে শুনবেন?

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি :| :| :|

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১১

প্রজন্ম৮৬ বলেছেন: :| আল্লাহ'র কাছে একটাই প্রার্থনা, অপরাধীদের ধ্বংস করো

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৬

আশিকুর রহমান অমিত বলেছেন: সুশীল দেখতে দেখতে চোখ টা পচে যাবে রে ভাই। তাদের কাছে সবচেয়ে বড় হইল কেন খালেদা জিয়া গোপাল গঞ্জের নাম বদলে রাখবে...
এমন নির্লজ্জ বেহায়াপনা আর কতদিন দেখতে হবে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪

প্রজন্ম৮৬ বলেছেন: এদের নির্লজ্জতায় পাথরও ফেঁটে যাবে

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

মামুন হতভাগা বলেছেন: এইটা কি ধরনের উত্তর দিলেন,ম্যাডাম কর্মসূচি দিল,আর সব জাতীয়তাবাদী গর্তে লুকাইল।এটা কি ঠিক?এত বড় সমর্থক আপনি,রাস্তায় নামেন নাই?ব্লগে কি-বোর্ড চাপলেই দেশ পরিবর্তন হবে?রাজনীতি সঠিক জায়গায় আসবে?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৫

প্রজন্ম৮৬ বলেছেন: যেমন প্রশ্ন করবেন তেমন উত্তরই দিতে হবে!

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০

নষ্ট ছেলে বলেছেন: মামুন হতভাগা ভদ্রলোক মনে হয় খুব পৈচাশিক আনন্দ পাচ্ছেন!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৯

প্রজন্ম৮৬ বলেছেন: বেচারা প্রিপেইড হতভাগা, আল্লাহ উনার মঙ্গল করুক।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

বেঈমান আমি. বলেছেন: চুপ বেয়াদপ -খালেদা জিয়।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪১

প্রজন্ম৮৬ বলেছেন: জায়গামত লাগছে :D

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৮

বেঈমান আমি. বলেছেন: আবার জিগায়? ;) গোপালগন্জের নাম পাল্টাবে আল্লাহ রহমত করছে যদি কইতো বাংলাদেশের নাম পাল্টাই দিবে।

মতিয়া চৌধুরী শেখ হাসিনা আইভি রহমান এরাও কিন্তু নারী।কিছু কি মনে পড়ে?

ভ্রাতা আপনি না রোমানা মন্জুর বিরোধী?কবে থেকে নারীবাদী হইলেন?নাকি যেটা কাজে লাগবে সেটাতে ফোকাস করেন?

রোমানা ইস্যুতে কি আপনার অবস্থান পরিবর্তন করছেন?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭

প্রজন্ম৮৬ বলেছেন: মতিয়া চৌধুরীরে যেই পুলিশ মারছে আমি তাদেরও নিন্দা জানাই। আপনে এখন আজকের জারজগুলার কাজের নিন্দা জানান।

আর, রোমানা মঞ্জুর বিরোধী না, যারা অন্যায় করে আমি তাদের বিরোধী। রোমানা'কে ধিক্কার জানাইছিলাম একটা ইমেইলের সুত্র ধরে, কিন্তু পরে যখন ইমেইলের অথেন্টিসিটি পাওয়া গেল না, তখন এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি। এটা সবাই জানে, আপনেরই খালি একটু টাইম লাগলো জানতে।

যাইহোক, আজকে যেসব আওয়ামী জানোয়ার নারীদের উপর আক্রমন করছে তার নিন্দা জানান

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

ফাহীম দেওয়ান বলেছেন: নারীদের উপর এমন বর্বরতার তীব্র নিন্দা জানাই। সাথে এটুকুও মনে করিয়ে দিতে চাই, হেফাজতের আক্রমনে নারী সাংবাদিকের নির্যাতিত হবার ঘটনার পরে এই আপনাদের মতোই অনেকেই তাকে শালীন ড্রেস কেন পড়েনি ? মেয়ে মানুষ কেনো হুজুরদের সমাবেশে গেলো এমন টাইপ কথা বলে সেই কাজটাকে জায়েজ করতে চেয়ে ছিলো। প্লিজ অভিসাপটা তাদের ও একটু দিয়েন, সাথে মতিয়া চৌধুরীকে যারা বিবস্ত্র করেছিলো তাদের কেও।

পরিশেষে বলি, একজন মানুষ সে যতো বড় অন্যায়কারীই হোক ইসলাম তাকে সরাসরি ধংষ হবার অভিসাপ দিতে শেখায় না, বরং আল্লাহর দরবারে তার হেদায়েত প্রার্থনা করতেই শেখায়।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

প্রজন্ম৮৬ বলেছেন: খারাপ ধ্বংস হোক এবার সেটা যেই করুক।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

খন্দকার আরাফাত বলেছেন: স্যালুট সানাউল হক, ধ্বংস হোক ঐ মানুষরূপীর পশুগুলো!

সানাউল হকেরা আছে, থাকবে, সেজন্যই হারবে না বাংলাদেশ!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

প্রজন্ম৮৬ বলেছেন: সহমত

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

নিয়েল হিমু বলেছেন: মোশারফ ভাই ইজ দ্যা বস । অলয়েজ বস । একদম আমার মনের কথাগুলোই বলে দিয়েছে ।

তবে অবস্যই এই কর্মের নিন্দা জানাই ।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৩

বেঈমান আমি. বলেছেন: ব্রো শুধু নারী নয় বিরোধী কোন কর্মীর গায়ে একটা ছোঁয়া লাগুক আমি চাই না।যারা করছে তাদের নিন্দা করেছি ফেসবুকে।এইটা লীগের বদনাম করবে।

বাট যদি সম্ভব হয় সকলা জামাতি ছাগুকে গুলি করে মারলেও আমি খুশি হবো।

জামাত কে ত্যাগ করে বিএনপি একলা ইলেকশানে আসুক খুব ঘুশি হবো।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১০

৭১বাংলা বলেছেন: এই ঘটনায় একটা প্রাচীন শিক্ষা আবার পেলাম, নুরুল কবীরের সহকর্মীর এই আচরনে প্রমানিত হলো, জানোয়ারের সাথে থাকলে মানুষ জানোয়ার হয় আর সৎ লোকের সাথে থাকলে মানুষ মহান হয়!

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১১

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: কুত্তা আওয়ামী লীগ। X(

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৫

মামুন হতভাগা বলেছেন: @নষ্ট ছেলে --
একটু বেশী বুঝলেন না ? আমার কথা কিন্তু শেষ হয় নাই।আমি একটা প্রশ্ন করেছিলাম,সোজা উত্তর পেলাম না পোস্টদাতার কাছ থেকে।চিন্তা করেছিলাম উত্তরটা পেলে পোস্ট নিয়ে লিখব,কিন্তু বুঝতেছি উত্তর পাবনা, তবুও বলি।
আমি প্রশ্ন করেছিলাম, খুব ছোট্ট একটা প্রশ্ন, আপ্নে সহ উপ্রের মন্তব্য করা মানুষ গুলা আজ সারাদিন কি করছেন?
এর উত্তর বুঝে নিয়েছি,যে সবাই গর্তে ছিলেন।
সুপ্রীম কোর্ট এলাকায় যেটা হয়েছে অবশ্যই তা নিন্দনীয়।আমার কথা হল,আজ যদি জাতীয়তাবাদী সমর্থকরা দল ও দলের নীতিতে সত্যিকারভাবে বিশ্বাস রাখত তবে সকল প্রতিকূলতার মাঝেও রাস্তায় নামত।আপ্নার কি মনে হয় যদি তারা রাস্তায় থাকত তবে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটত?কেন আজ শুধু কিছু সাংবাদিক আর কিছু আইনজীবী কর্মসূচি পালনের জন্য রাস্তায় থাকবে?তবে আমরা কি ভেবে নিব যে হয় খালেদা জিয়ার কোথায় আপনাদের আস্থা নাই নাকি নিজে বাঁচলে বাপের নাম,এই নীতি নিয়ে চলছেন?ব্লগে তো নীতি কথার ঝুড়ি খুলে বসে আছেন,যখন মিডিয়াতে এমন লজ্জাজনক ঘটনা দেখেছেন,তখন কই ছিল আপনাদের নীতিবোধ? কেন রাস্তায় এসে প্রতিবাদ করলেন না ? না হয় গ্রেফতার হতেন,আমরাও বলতে পারতাম,একই আদর্শের এক বোনের উপর এমন ঘটনা দেখে আরেকজন প্রতিবাদে নেমেছে।আপনারা এখানে যারা গলা ফাটাচ্ছেন,তারা কেউ কিছুই করেন নি।কারন ভদ্রমহিলা আপনাদের একই আদর্শের হলেও আপনাদের কারো আপন মা বা বোন হয়না।
ব্লগে আর কত ভণ্ডামি করবেন?কিবোর্ড চেপে যদি নীতিবান দেশপ্রেমিক বা দলের প্রতি চরম আনুগত্য দেখানো যায় তবে আপনাদের নেত্রীকে বলেন রাস্তায় আন্দোলন না করে ব্লগে এসে আন্দোলন করতে।

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৩

শিশিরের দুঃখ বলেছেন: স্যালুট সানাউল হক, ধ্বংস হোক ঐ মানুষরূপীর পশুগুলো!

সানাউল হকেরা আছে, থাকবে, সেজন্যই হারবে না বাংলাদেশ!!!

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭

ভাইটামিন বদি বলেছেন: ....ছোটবেলায় ঘুডি উড়াতে গিয়ে 'কান্নি' দেওয়া বা 'কান্নি' খাওয়া বলে একটা ব্যাপার ছিল......বড় মনে পড়ছে ব্যাপারটা কে!!!!

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৮

উপপাদ্য বলেছেন: কয়েকটা শাবাগী কুত্তশাবক কে দেখতে পেলাম উপরে।

ত্যানা পেচানোর দরকার নাই। তবে যে ক'টা উদাহরন এসেছে তার মধ্যে একটা হচ্ছে মতিয়া,

মতিয়াকে কি কোন বিএনপি কর্মী পিটিয়েছিলো?
সেদিন পুলিশ কি মতিয়াকে লাটিপেটা করেছিলো?

সেদিন যুবমহিলা লীগের কয়েকটা কর্মীকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলো তখন মতিয়া সেই গ্রেফতারে বাঁধা দেন এবং নির্দেশনা অনুযায়ী সিনিয়র নেতাদেরকে তখন সম্মান করা হতো তাই তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু সেদিন মতিয়া নিজে পুলিশের গাড়িতে উঠে পড়তে চেয়েচিলেন কিন্তু পুলিশের গাড়িতে তিনি ব্যর্থ হয়ে পড়লে তিনি রাস্তায় পড়ে যান। সবই রেকর্ড করা আছে।

আজ যারা সেদিনের মতিয়া গল্প দেখিয়ে পুলিশ কতৃক নিরিহ মানুষকে রাস্তায় ফেলে, থানার ভেতরে, ঘরের ভেতরে কিংবা বাড়ির ছাদে নির্মমভাবে গুলি করে হত্যা করাকে জায়েজ করে চলেছেন বা মনে করছেন তাদের বিবেক নিঃসন্দেহে ওপারের দাদাদের ধুতির নিচে।

সেদিন বিএনপির নির্দেশে মামুনের মতো কোন কর্মীর বাসায় গিয়ে ভাংচুর করে বোন, ভাবীকে পিটিয়ে গ্রেফতারের মতো কোন ঘটনা হয়নি। তাই সবসময় যা বলি এখনো বলছি বিবেক গুটিয়ে রেখেছেন ভালো কথা কিন্তু বিবেক কে বেশ্যার মতো বাজারে বিক্রি করবেন না।
কারন আপনারা যারা বিবেককে বেশ্যার মতো বিক্রি করছেন তাদের মুখে দালালী শোভা পায়, জাস্টিফাই করা শোভা পায়না।

শুধু একটা কথা বলবো, প্রজন্ম ভাই।

আজকের বাংলাদেশ শুধু একটা স্বৈরাচিরি দলের বিরোদ্ধেই লড়ছে না, ১৩০ কোটি চানক্য অধ্যুষিত বিরাট একটা দেশের বিরোদ্ধে লড়ছে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ১৩০ কোটি সরাসরি যদি আমাদের বিরোদ্ধে যুদ্ধ করতো সহজেই হারিয়ে দিতাম। কিন্তু তাদের এদেশীয় কুকুর লেলিয়ে দেয়ায় আমরা পারছিনা কারন এরা যে আমাদেরই প্রতিবেশী, আমাদেরই স্বজন কিংবা সহপাটি। ভারতের এদেশীয় দালালেরা যেভাবে আমাদেরকে হত্যা করতে পারে আমরা তা পারিনা কারন আমরা এদের কে এখনো শত্রু মনে করছিনা।

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৯

মামুন হতভাগা বলেছেন: @উপপাদ্য
কিরে ছাগু,শাবাগীরা কুত্তাশাবক?
তুই কি?পাকি ক্যাম্পে পাকি বীর্যের জন্ম না তুই? তোর এক বাপ কাদের মোল্লা গেছে,বাকি গুলানও যাবে/। তোর মার কান্না কি থামছে?না থামলে পকিস্থানে নিয়ে যা , তোরে জন্ম দেওয়া পাকি আর্মির সেই ব্যাটেলিয়ানের কেউ না কেউ বেচে আছে,বাপের শোক কাটাতে পারবি/

২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১২

রামন বলেছেন:
আমি সম্পূর্ণভাবে নারী শিশুদের প্রতি অত্যাচার,অবমাননার বিরুদ্ধে। অতীতেও দেখেছি পৃথিবীর যে স্থানে সংঘাত ও অস্থিরতা সৃষ্টি হলে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে নারী ও শিশুদের টার্গেট করা হয়. এবং তারা ঠান্ডা মাথায় নারী শিশুদের উপর নির্যাতন করে। অনেক সুধীজন আবার এসব জঘন্য নির্যাতনকে "কৌশল " হিসাবে সংজ্ঞায়িত করেন। কিন্তু এই সভ্যসমাজে বাস করে এই ধরনের কৌশলকে বর্বরতা বলা ছাড়া আর কোন ভাষা আমার অভিধানে নাই। ছবিতে এক নারীকে নিচে ফেলে যে ভাবে পেটাচ্ছে সেটিও এক ধরনের বর্বরতা। এই ধরনের ন্যাক্কার কাজের হোতাকে অবশ্যই তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সমুচিত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনের শাসন টেকসই করতে হলে এই ধরনের অপরাধকে পাশ কাটানোর কোন সুযোগ নাই।

২৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

সবুজ সংকেত বলেছেন: @মামুন হতভাগা
তুই শালা আসলেই হতভাগা!

২৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

দার্শনিক ফিনিক্স বলেছেন: উগ্র লীগ কর্মীরা যা করলো,মেইনস্ট্রিম মিডিয়া সেটিকে এড়িয়ে গিয়ে আরও বড় অপরাধ করলো.ঘৃণা এদের সবার প্রতি. মহান আল্লাহ তায়ালা এইসব জালিমদের খুব দ্রুতই ফয়সালা দিবেন ইনশাআল্লাহ.

আর যারা বলছেন যে,প্রতিবাদী বিবেকবান মানুষেরা কেন রাস্তায় নামছেননা,তাদের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করে আওয়ামী লীগের সাথে সেইম আচরণ করলে,পুলিশ-র্‍্যাব-বিজিবি ও দলীয় কর্মী-ভাড়া করা সন্ত্রাসী দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করলে আপনারা মাঠে নামবেন?

রাজাকারের ফাসীর দাবিতে দলমত নির্বিশেষে আমরা সবাই রাজপথে নেমেছিলাম.কিন্তু ধীরে ধীরে এর রাজনৈতিকীকরণ করা হলো.ফলে আজকে দেখা যায় আপনারা আওয়ামী ছাড়া সবার বিরোধীতা করেন অথচ আওয়ামী কুকর্মগুলোকে ট্যাকল করেন.এর নাম আর যাই হোক গনজাগরণ হতে পারেনা.

৩০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

আছিমভ বলেছেন: ওনারা চেতনা বোঝেন, বোঝানও বটে, রাস্তার গাছপালা কুকুর বিড়াল সবই বুঝেন, কিন্তু মানুষ বোঝেন ন।
ওনারা আদর্শের ফানুস দিয়ে মোড়ান স্বার্থপর, লোভী ছাড়া আর কিছুই না।

৩১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

অনিকেত রহমান বলেছেন: জীবনের শুরুতে যদি কেউ মানুষ না হয়ে আওয়ামীলীগ হয়ে যায় তাহলে তার ভাল মন্দ বিচার করার ক্ষমতা আর থাকে না ।

৩২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১২

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: অনিকেত রহমান বলেছেন: জীবনের শুরুতে যদি কেউ মানুষ না হয়ে আওয়ামীলীগ হয়ে যায় তাহলে তার ভাল মন্দ বিচার করার ক্ষমতা আর থাকে না ।
একদম ঠিক, ঠিক বলেছেন

৩৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

বাংলার আকাশ বলেছেন: এর চাইতে অমানবিক আর কি হতে পারে ? হয়তো আছে , কিন্তু আর দেখতে চাইনা , জানতে ও চাই না। আল্লা্হ আমাদের বাচাও ।

৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

ফুেকাকা বলেছেন: ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নারী নির্যাতন।

৩৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৮

শাহাদাত রুয়েট বলেছেন: জানোয়ারের সাথে থাকলে মানুষ জানোয়ার হয় আর সৎ লোকের সাথে থাকলে মানুষ মহান হয়- সহমত।

৩৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

হারানোপ্রেম বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/165191/small/?token_id=1aa54fbea5e469f11aa1f38194a5644b

৩৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

বেঈমান আমি. বলেছেন: উপপাদ্য @পরান পাখি ছাগু কেমন আছিস?কতদিন পর তোর মতো ছাগুগুলানরে ব্লগে পেয়ে আমার কাছে ঈদের আনন্দের মত লাগছে।

পরসমাচার এই যে শাহবাগ মানে কিরে ছাগু?না জেনে কথা কইলে আগের স্টাইলে বাম কানে বন চটকনা খাবি কইলাম।

৩৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

হাবিবএফটিজি বলেছেন: যতদিন সাংবাদিকেদর দালালি বন্ধ না হবে ততদিন দেশে শান্তি আসবেনা।

৩৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

অলওয়েজ ড্রিম বলেছেন: উপরের সব মন্তব্যই পড়লাম প্রায় সবাইই দলকানা। দুয়েকজন বাদে।

আমি মনেপ্রাণে বাল এবং বিম্পি দুইটারেই ঘৃণা করি।

৭১ এ আমরা জামাতের স্বরূপ দেখেছি; পরবর্তিতে জাতীয় পার্টি, বিম্পি, বাল সবার স্বরূপই দেখলাম। এবার সময় এসেছে ভাবার এদের কাউকে দিয়েই আমাদের চলবে কি না।

দুই ডাইনি ক্ষমতায় যায় আর তারা ও তাদের সাঙ্গপাঙ্গরা নিজেদের ডোলা, গোলা, ঝোলা ভরে। আমরা আম-পাবলিক বরাবর বেকুব ছিলাম, বেকুব আছি এবং কোটি টাকার প্রশ্নঃ বেকুবই কি থাকব একইভাবে?

৪০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনদের হাতেই দেশের নারীরা সবচেয়ে বেশী নিগৃহীত, লাঞ্ছিত এবং আহত।



আজ এই দু'জন নারী'র সন্তানেরা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে কি ভাবছে? এই ছবিটি দেখার পর এই নারীদের পিতা ও ভাই কি অনুভব করছে? আজ বাংলাদেশে কোন পক্ষের শক্তি লাঠিতে দেশের পতাকা বেঁধে নারীদের উপর এই বর্বর আক্রমন করছে? স্বাধীনতার বিরোধীরা নাকি স্বাধীনতার স্বপক্ষের লোকেরা?

আর যারা সেদিন ৭১টিভির সাংবাদিকের দৌড় দেখে প্রতিক্রিয়া দিয়েছিল তারা যদি তৎকালীন প্রতিক্রিয়ার ৪গুন বেশী প্রতিক্রিয়া না দেখায় তাহলে ওদের মুখে থুথু দিন, ওদের অভিশাপ দিন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন ওদের যেন কুষ্ঠ হয়, ওদের চোখ যেন অন্ধ হয়ে যায়, ওদের আঙ্গুল যেন খসে পড়ে,

সৃষ্টিকর্তা যেন ওদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করেন এবং এই বাংলাদেশে যেন আর কোন মা-বোনের ইজ্জত এভাবে মাটিতে লুটিয়ে পড়া থেকে স্বয়ং নিজ হাতে রক্ষা করেন
+++++

৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

উপপাদ্য বলেছেন: @বেইমান, চটকনার কথা শুনে মজা পেলুম দাদা (লেন্দুপ দাদা)। তবে চটকনা দিতে হলে হাত অনেক লম্বা হটে হবে। এবং কনফার্ম হতে হবে যে সেই হাতটা নিজের কাছে ফেরত যাবে কিনা?? শাহবাগ সম্পর্কে আমার অবস্থান স্পষ্ট। আমি খুব ভালো করে প্রায় প্রত্যেকটি নেতৃস্থানীয় চেতনামাতারীরে চিনি। শাহবাগই বাংলাদেশ নয়।

যে যে শাহবাগীরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ইসলাম বিরোধীতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের সাথে আমার ব্যবাধান যোজন যোজন মাইলের।

যে যে শাহবাগীরা মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশের হাজার হাজার আলেম উলামাকে কুপমন্ডুক, রাজাকার, সাম্প্রদায়িক ঘোষনা দেয় তাদের সাথে আমার পার্থক্য স্পষ্ট।

যে যে শাহবাগীরা মুক্তিযুদ্ধের মহান সত্বার উত্তরাধিকারী হয়ে বাংলাদেশে আওয়ামী রিরোধী সাংবাদপত্র বন্ধ, সাংবাদিক দের হত্যা করার ঘোষনা দেয় তাদের সাথে আমার পার্থক্য স্পষ্ট।

যে যে শাহবাগীরা মুক্তিযুদ্ধে বীর সেনানীদের রাজাকার বলতে দ্বিধা করে না তাদের সাথে আমার অবস্থান নেই।

যে যে শাহবাগী ৬/৭ বছরের বাচ্চাদের দিয়ে শ্লোগান দেয়ায় একটা দুইটা শিবির ধর ধইরা ধইরা জবাই কর, তাদের সাথে আমার আদর্শিক দ্বন্ধ স্পষ্ট।

যে যে শাহবাগিরা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়া কে পাকি চর বলে তাদের সাথে আমার চিরদিনের দ্বন্দ

যে যে শাহবাগীরা বেগম খালেদা জিয়াকে হত্যার প্রকাশ্য হুমকি দেয় তাদের সাথে আমার মনুষত্বের যুদ্ধ স্পষ্ট।


(শাহবাগে যে ভালো মানুষ কিংবা সত্যিকারের দেশপ্রেমিকরা যায়নি তা নয়। সেসব দেশপ্রেমিকদের প্রতি আমার সালাম।)

৪২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: ...এই ঘটনায় একটা প্রাচীন শিক্ষা আবার পেলাম, নুরুল কবীরের সহকর্মীর এই আচরনে প্রমানিত হলো, জানোয়ারের সাথে থাকলে মানুষ জানোয়ার হয় আর সৎ লোকের সাথে থাকলে মানুষ মহান হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.