নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসার যৌথখামার

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

প্রজন্ম৮৬

প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা

প্রজন্ম৮৬ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি'র ঘোষনা'র কারনে আওয়ামী লীগই যুদ্ধাপরাধীদের রক্ষায় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

বিএনপি আর আওয়ামী লীগ'কে বর্তমান সংকটে একই পাল্লায় মাপা'র ঘোর বিরোধীতা করি আমি। এবং সেইসাথে যারা আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে রাজাকারদের বিচার হবে না বলে আওয়ামী লীগের গণতন্ত্র ও দেশ ধ্বংসের উদ্দেশ্যটি বৈধতা দেন তাদের বিভ্রান্ত মনে করি।



কারন, আমি-আপনি-সে, আমরা সবাই জানি দেশের মানুষ একই সাথে চায় রাজাকারদের বিচার এবং নিরপেক্ষ নির্বাচন।



এখন দরকার, রাজাকারদের বিচার বিষয়ে বিএনপি'র সম্মতি এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সম্মতি।



চলেন শুরুতে রাজাকার বিচার সম্পর্কে বিএনপি'র মতামত কি দেখি?



বেগম জিয়া একাধিকবার পরিষ্কার করে বলেছে বিএনপি ক্ষমতায় আসলে চলমান বিচার চলবে এবং দলমত নির্বিশেষে সকল রাজাকারদের সুবিচারের মুখোমুখি করা হবে।



তারপরও প্রথম আলো বিএনপি'র অবস্থান পরিষ্কার নয় বলে এ বিষয়ে বিএনপি'র শীর্ষস্থানীয় নেতা শমসের মবিন চৌধুরীর কাছে জানতে চেয়েছিল,



"প্রথম আলো-- যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে আপনাদের অবস্থান কিন্তু এখনো পরিষ্কার নয়।



শমসের মবিন চৌধুরী-- আমরা এখন বিরোধী দলে, সরকারে যখন যাব তখন পরিষ্কার হবে যে এ ব্যাপারে আমরা কী করব। বিরোধী দলে বসে তা পরিষ্কার করা কঠিন। যুদ্ধাপরাধের বিচার অবশ্যই অব্যাহত থাকবে, তবে বিচার-প্রক্রিয়া গ্রহণযোগ্য, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করা হবে।

এখন যাদের বিচার চলছে, এর বাইরেও অনেকে নানা রাজনৈতিক বিবেচনায় এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন, সবাইকেই বিচারের আওতায় আনা হবে। "



---



তার মানে, খালেদা জিয়ার বক্তব্যগুলোর পর বিএনপি'র এই নেতা'র তরফ থেকেও চলমান রাজাকার বিচারের বিষয়ে পরিষ্কার ইতিবাচক বক্তব্য পাওয়া গেছে এবং শুধু সম্মতিই নয় বরং অন্যান্য দলের যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে মর্মে ঘোষনা দেয়া হয়েছে।



বিএনপি'র প্রতি প্রশ্নের উত্তর বা বিএনপি'র হাতে থাকা সমস্যার সমাধান পাওয়া গেলো।



কিন্তু পরের সমস্যার সমাধান কোথায়? আওয়ামী লীগের তরফ থেকে নিরপেক্ষ নির্বাচনের সমাধান কোথায়?



নাই!



তাহলে বিএনপি'র প্রতি প্রধান প্রশ্নের উত্তর পেয়ে, আওয়ামী লীগের প্রতি প্রশ্নের উত্তর না পেয়ে আমি কিভাবে এবং কেন বিএনপি ও আওয়ামী লীগ'কে একই পাল্লায় মাপবো?



বরং আমার সন্দেহ বিএনপি সব দলের রাজাকারদের বিচার করবে ঘোষনা দেয়াতেই আওয়ামী লীগ শুধু ক্ষমতা ধরে রাখা ও ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নই নয় বরং তাদের নিজেদের দলের রাজাকার যুদ্ধাপরাধীদেরও বাঁচানোর উদ্দেশ্যে চলমান ষড়যন্ত্র করছে।



----------------



বিএনপি'র পক্ষ থেকে ক্ষমতায় গেলে চলমান বিচার অব্যাহত রাখার পাশাপাশি, দলমত নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীদের বিচারের স্পষ্ট ঘোষনা'র কারনেই কি আওয়ামী লীগ একটি নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না?



তাহলে, আওয়ামী লীগই যুদ্ধাপরাধীদের রক্ষায় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে!!!

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

গরম কফি বলেছেন: বেগম জিয়া একাধিকবার পরিষ্কার করে বলেছে বিএনপি ক্ষমতায় আসলে চলমান বিচার চলবে এবং দলমত নির্বিশেষে সকল রাজাকারদের সুবিচারের মুখোমুখি করা হবে

আপনি বিশ্বাস করেন ? আমি মনে করতাম আপনি শিশু আর পাগলদের অন্তভূক্ত নয় ...

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

প্রজন্ম৮৬ বলেছেন: পরিষ্কারভাবে একাধিক ঘোষনার পরও নিরপেক্ষ মানসে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আসবে কেন?

অনেকেই বিশ্বাস করে আওয়ামী লীগ চালায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র, অনেকেই বিশ্বাস করে আওয়ামী লীগ ইসলামের নাম নিশ্চিন্হ করার পরিকল্পনায় আছে, আমি যদি ওসব বিশ্বাস না করি তাহলে বেগম জিয়া'র ঘোষনার পরও বিএনপি ক্ষমতায় আসলে রাজাকারদের ছেড়ে দিবে, এমন প্রোপাগান্ডায় কেন বিশ্বাস করবো?

আমি বিশ্বাস করি বিএনপি বর্তমান রাজাকারদের ছাড়বে না, এবং নুরু মাওলানাদের মত অন্যান্য দলের রাজাকারদেরও বিচার করবে, শুধু বিশ্বাস না এটাও জানি যে ওরা না চাইলেও দেশের মিডিয়া, সুশীল সমাজ ও জনগণের চাপে হলেও এটা করবে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মতিউর রহমান মিঠু বলেছেন: ভাল বিশ্লেষন ভাইজান।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪১

প্রজন্ম৮৬ বলেছেন: ধন্যবাদ ভাই। বিষয়টা সম্পর্কে সবাইকে গভীরভাবে ভেবে দেখতে উৎসাহিত করুন।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

কলাবাগান১ বলেছেন: জোট রক্ষার্থে বিনপি ইচ্ছা করলেও রাজাকারদের বিচার কন্টিনিউ করতে পারবে না (ক্ষমতায় আসলে)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৯

প্রজন্ম৮৬ বলেছেন: এটা আপনাদের ধারনা।

বিএনপি ঘোষনা করেছে যে তারা এই বিচার করবে এবং অন্যান্য যেসব রাজাকার বিচারের হাত থেকে আওয়ামী লীগের ছায়ায় থেকে পালিয়ে আছে তাদেরও বিচার করবে।

আমার ধারনা, আওয়ামী লীগ তার নিজ দলের রাজাকারদের বাঁচানোর লক্ষেও নির্বাচন বানচালের কাজ করে যাচ্ছে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

অনিকেত রহমান বলেছেন: বিএনপি'র পক্ষ থেকে ক্ষমতায় গেলে চলমান বিচার অব্যাহত রাখার পাশাপাশি, দলমত নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীদের বিচারের স্পষ্ট ঘোষনা'র কারনেই কি আওয়ামী লীগ একটি নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না??


এই কথাটিই ঠিক আওয়ামী লীগের রাজাকাররা নির্ঘাত ভয় পাচ্ছে।।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১১

প্রজন্ম৮৬ বলেছেন: এবং আওয়ামী লীগ এখন ওদের রাজাকারদের বাঁচানোর জন্য নির্বাচন বানচাল করছে

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

বেঈমান আমি. বলেছেন: হাহাহহাহ বিএনপি রাজাকারের বিচার করবে রাজাকারকে মন্ত্রী বানিয়ে। ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৯

প্রজন্ম৮৬ বলেছেন: রাজাকার নুরু মাওলানাকে মন্ত্রী বানায়া যদি লীগ বিচার করতে পারে তাইলে বিএনপিও তাদের চেয়ে ভাল বিচার করতে পারবো।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬

মুহসিন বলেছেন: তত্ত্বাবধায়ক/ নির্দলীয় সরকারের বিধান নিয়ে গণভোট করলেই হয়ে যেত, খালি খালি মাঝখানে এতগুলো ধ্বংস, সন্ত্রাস-নিরাপত্তাহীনতা, এতো অশান্তি! ঠিকই দেখা যাবে জাতিসংঘ এসে চাপ প্রয়োগে নিরপেক্ষ নির্বাচন করতে চাইবে। তখন জাতি হিসেবে আমাদের সমঝোতার অক্ষমতা লুকাব কি করে!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

প্রজন্ম৮৬ বলেছেন: নির্বাচন বানচাল হলো বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্রে পরিনত করার এবং আওয়ামী রাজাকারদের রক্ষার লংটার্ম ষড়যন্ত্রের ফল

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩২

মেনন আহমেদ বলেছেন: হাসিনার বেয়াই সাব আর মখা আলমগীররে ক্ষমতায় রেখে যদি এখন বিচার হয় তাহলে বিএনপি ও পারবে।

এটা তো একদম সহজ হিসাব।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

প্রজন্ম৮৬ বলেছেন: জ্বী, খুবই সঠিক বলেছেন

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

লেজারবিম বলেছেন: বি এন পি র মধ্যে যেগুলা রাজাকার ছিল তার অনেক টাই তো সাফ ।বাকি থাকলো আওয়ামিলেগের মধ্যে যে গুলা থাকলো সেগুলা শেষ করতে তো আর বি এন পি র হাত কাপার কথা না । কারণ সেগুলা হবে অন্য দলের।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৫৮

প্রজন্ম৮৬ বলেছেন: এটা বুঝতে পেরেই তো আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্র আরম্ভ করেছে

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

দখিনা বাতাস বলেছেন: ভালই কইছেন ভাই। বিএনপি করবো রাজাকারের বিচার?

বিএনপি বিচার করা দুরের কথা। যেই গুলার ফাসি রায় হইছে, ঐগুলা ঐদিন কার্যকর করবো, যেইদিন টাকার অভাবে বিল গেটস মোটা ইরি চাইলের ভাত খাইবো

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০০

প্রজন্ম৮৬ বলেছেন: যারা নিজেদের বিশ্বাসকে অপরের কাঁধে চাপিয়ে তাকে দোষ দেয় তারা দলান্ধ এবং বিবেকহীন, তাদের কিছু বলা বৃথা তাই বৃথা চেষ্টা করলাম না।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২

মাজহারুল হুসাইন বলেছেন: আওয়ামীলীগের হাম্বাগুলার বিন্দুমাত্র লজ্জা নাই । জয়স্টিক তাদের যোগ্য নেতা হতে যাচ্ছেন । আরাফাত নুরুকে মেরে ডিফেন্ড করতে গিয়ে ধরা খাইছিল । এখন যতই মোচরা মুচরি কর, বেয়াই, নুরু, নুলা, ফজলু আর পাঁচ কমিটির জীবিত বাকি ২ জন সহ সকল হাম্বা রাজাকারের বিচার হবে । বাঁচাতে পারবা না ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০১

প্রজন্ম৮৬ বলেছেন: চরম বলছেন "এখন যতই মোচরা মুচরি কর, বেয়াই, নুরু, নুলা, ফজলু আর পাঁচ কমিটির জীবিত বাকি ২ জন সহ সকল হাম্বা রাজাকারের বিচার হবে । বাঁচাতে পারবা না ।"

এটাই ফ্যাক্ট, এজন্যই বিএনপি'র তরফ থেকে রাজাকারদের বিচারের ঘোষনায় আঁতে লাগছে ওদের

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৭

মামুন হতভাগা বলেছেন: লেখাটা পড়ে হতবাক,নির্বাক,বাকবাক
আপ্নার কাছ থেকে এতটা মাথা আউলানো লেখা আশা করিনা।
প্লিজ লেখাটা আরও কয়েকটা বার পড়েন কারণ লেখাটা হইছে "ডেমোক্রেসি ফর মার্চ" টাইপ হয়ে গেছে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০২

প্রজন্ম৮৬ বলেছেন: আপনি আপনার নিজস্ব বিশ্বাসের শেকল থেকে বের হতে পারছেন না বলে সবার একই অসুখ করেছে ভাববেন না।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

নিয়েল হিমু বলেছেন: জ্বীনা নিজের ইচ্ছা মত সমাধান বানায়া আঙ্গুল চুষলে তো হবে না /:) /:)
BNP খুব স্পষ্ট ভাবে বলছে এই ট্রাইবুনাল ভেংগে কাঁচ দিয়ে ট্রাইবুল বানাবে (মানে সচ্ছ যেটা আরকি) ট্রাইবুনাল ভাংগার মানে কি ? যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা খাল্লাশ নয় কি ? আর তখন থাকবে তারাই ক্ষমতায় । খুব খিয়াল কৈরা ।

O:T: ৯২এ জাহানারা ইমামের দোষ কি আছিল ?

অঃটঃ হেফচুর পোগ্রামের আগে আগে বেঃজিয়া ভাষণে স্পষ্ট করে বলেছিল এসব মঞ্চ ফঞ্চ ভেংগে দেওয়া হোক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল ভেংগে দেয়া হোক...............

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

প্রজন্ম৮৬ বলেছেন: আপনিই সত্যিটা বলে দিয়েছেন যে, "নিজের ইচ্ছা মত সমাধান বানায়া আঙ্গুল চুষলে তো হবে না"

আমি বিএনপি'র ভাইস চেয়ারম্যানের বক্তব্য উল্লেখ করে প্রমান দেখিয়েছি আর আপনি অযৌক্তিক কথা বলছেন।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২২

উপপাদ্য বলেছেন: বিএনপির এই স্পষ্ট অবস্থান অনেক আগে থেকেই।

বরং বিএনপি যদি জাতিসংঘের সরাসরি সহযোগীতায় এই বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে যায় তাহলে শুধু দেশের সম্মানই উঁচু হবে না বরং পাকিস্তানি যুদ্ধাপরাধীদেরও বিচারের আওতায় আনার পথ প্রশস্থ হবে।

জোট জোটের মতোই থাকবে। কিন্তু দেশের প্রশ্নে যতই জোট থাকুক না কেন জামায়াত যদি ঝামেলা করে তাহলে জামায়াতকে জোট থেকে বের করে দেয়া কোন ব্যাপার নয়। জোটের চেয়ে দেশ অনেক বড়।

দেশের উন্নয়নের প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না। মানুষের পেটে যারা লাত্থি মেরে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে তাদেরকেও বিচারের আওতায় আনার স্পষ্ট ঘোষনা আছে। বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে পার্থক্য এখন অন্যখানে। এবার ক্ষমতায় আসলে, হাসিনার পরিবার পরিজন পদ্মাসেতু দূর্নীতি, হলমার্ক কেলেঙ্কারী, শেয়ার বাজারের ৩০ হাজার কোটি টাকা, শাপলা চত্বরের গনহত্যা, সারাদেশে গুম খুনের সাথে জড়িত এমনকি মহানবী (স) কে যারা ব্লগে ও গনমাধ্যমে গালাগালি করেছে তাদের সবাইকে যে বিচারের আওতায় আনা বিএনপি নিশ্চিত করবে, যা আওয়ামীলীগ করবে না কারন তারাই এসব অপকর্মের মুল হোতা।

এখন উপরোক্ত কর্ম কান্ডের সাথে জড়িতরাই অপপ্রচার চালাচ্ছে। বিএনপি যুদ্ধাপরাধির বিচার চায় না। এটা একটা রাজনৈতিক স্ট্যান্টবাজি। এর আগে মির্জা ফখরুল সহ সকল সিনিয়র নেতারা যুদ্ধাপরাধীদের বিচারে বিএনপি'র অবস্থানক্লিয়ার করেছেন। বেগম জিয়াও স্পষ্ট করে বিভিন্ন সভা সমাবেশে বলেছেন বিএনপি যুদ্ধাপরাধির বিচারের বিরুদ্ধে নয়।

তো জল ঘোলা করছে কারা। এরা হচ্ছে ধূতির নিচে থাকা মগজ বেচা বেশ্যা লেন্দুপ দর্জির জারজেরা।

বরং প্রশ্ন তোলা যেতে পারে আওয়ামীলীগ ই সঠিক বিচার করছে না। যেখানে কোথাকার কোন কাদের মোল্লার ফাঁসি হয় আর শাবাগীদের মতে মাস্টারমাইন্ড গোলাম আজমের জেল হয় তাহলে তারাই বলুক আওয়ামিলীগ কি সঠিক বিচার করছে?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

প্রজন্ম৮৬ বলেছেন: চমৎকার মন্তব্য উপপাদ্য ভাই। আওয়ামী লীগ এবার ক্ষমতায় এসে জামাতের কিছু রাজাকারের বিচারের উছিলায় রাজাকারদের বিচারসহ অন্যান্য সকল ক্ষেত্রে চুড়ান্ত অবিচার করেছে।

এই ম্যালফাংশন ফিক্স করবে এবার অন্যরা।

আর ওদের কথা বাদ দেন ওরা গোপালী!

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৮

বেঈমান আমি. বলেছেন: খালেদার মত একটা মুর্খ বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক আমি কোন ভাবেই চাইবো না।

হাসিনার সাথে তার টেলিফোন আলাপ দেখে প্রথমবার বুঝেছি উনি কেমন হতে পারে।কালকে টিভি ক্যামেরার সামনে উনার দমক শুনে বাকিটা বুঝলাম।এই ক্লাস এইট পাস প্রধান মন্ত্রীর জন্যে বাংলাদেশ স্বধীন হয়নাই।

আপনি কেমন মানুষ হে?একটা এইট পাস মহিলাকে মুর্খ মানুষকে দেশের প্রধান ভাবতে কেমন লগছে?আপনার পড়ালেখা করার কি দরকার?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩১

প্রজন্ম৮৬ বলেছেন: আপনে তো বুঝছেন খালেদা জিয়া কি করবে আর সারা দেশ দেখছে ১৩টা পিএইচডিওয়ালী শিক্ষিত শেখ হাসিনা কি করে।

সবারই উচিত নিজ নিজ সন্মান ধরে রাখা!

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

বেঈমান আমি. বলেছেন: ধমক হবে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৪২

প্রজন্ম৮৬ বলেছেন: আইটি খাতের উপদেষ্টা হয় গেছে অরিজিন্যাল ভারতীয় নাগরিক, সেই খবর আছে?

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩৩

বেঈমান আমি. বলেছেন: কেন মাইক্রোসফটে যখন ইন্ডিয়ানরা জব পায় তখন খারাপ লাগে?আপনে না আন্তর্জাতিক রাজনীতি নিয়া পড়েন?ছাগুদের মত কথা কি আপনারে মানায়?আমেরিকাতে কি টেলেন্টের অভাব যে তারা ইন্ডিয়ার বুলশিটরে জব দিবে?

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

একাকী বাংলাদেশি বলেছেন: একটু হেল্প নীডেড। অনেক তো কাজ করলেন এবার এরকম কিছু দালিলীক ভাবে কিছু করার চেষ্টা করুন প্লীজ।

Click This Link

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩

এ হেলাল খান বলেছেন: বিএনপি করবে রাজাকারদের বিচার!!!!

ভাইকি বাঁশের কেল্লার এডমিনের দ্বায়িত্ব পাইছেন নাকি? না মানে আপনার লেখা এবং চিন্তা ভাবনা ইদানিং বাঁশের কেল্লার সাথে মিলে যাচ্ছে তো তাই। আপনার পুরোনো লেখাগুলো যদি নতুন করে পড়েন তবে যদি আপনার একটু ......................... হয়।

আওয়ামীলীগে থাকা রাজাকারদের বিচারের বিষয়ে পূর্ন সহমত।

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২

রাফা বলেছেন: আপনি বুকে হাত দিয়ে বলুনতো যুদ্ধাপরাধীদের মূল দলের শক্তিকে কাজে

লাগিয়ে ক্ষমতায় গিয়ে বিএনপির পক্ষে বিচার করা কি সম্ভব?

আর প্রকাশ্যে ঐতিহাসিক সরোওয়ার্দি উদ্দ্যানে দাড়িয়ে যখন উনি বলেন সাইদি, মুজাহিদ, কদের মোল্লা, সাকা চৌধুরি সহ আরো অনেকের নাম ধরে যখন বলেন এরা যুদ্ধাপরাধী নয় রাজবন্দি তখন কোন মানুষের পক্ষে কি আস্থা রাখা সম্ভব?

২০| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

একজন ঘূণপোকা বলেছেন: কারন, আমি-আপনি-সে, আমরা সবাই জানি দেশের মানুষ একই সাথে চায় রাজাকারদের বিচার এবং নিরপেক্ষ নির্বাচন।

সত্যি কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.