![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়োজনে মেইল করুন [email protected] । অথবা ফেসবুকে আসুন https://www.facebook.com/projonmo.chiyashi আমি একজন দর্শক মাত্র।কিছু দেখলে বাকি সবাই কে দেখাতে ইচ্ছে জাগে তাই ব্লগ লেখার ইচ্ছা
স্যালুট সাকিব আল হাসান!!!
বাংলাদেশী হয়ে আন্তর্জাতিক মানের কথা বলার জন্য আপনাকে স্যালুট!। নো ভনিতা, নো ভংচং! একেবারে পরিষ্কার জবাব!
সাকিবের সাক্ষাৎকারের নিচে দেখলাম বিরাট সমালোচনা! আমি যার সরাসরি বিপক্ষে। যা সত্য সাকিব তাই বলেছে। জনগণ চায় একজন 'গড' খুঁজে বের করে পুজা করে নিজের ব্যাক্তিজীবনের ব্যার্থতা-হতাশা ঘুচাতে।
কিন্তু সাকিব তাদের মনোবাসনা পুরনে কাল্পনিক চরিত্র না হয়ে পরিষ্কার ভাষায় বলেছে, "আমি অমন বোলার না যে ৫ উইকেট নিয়ে প্রতিদিন ম্যাচ জিতিয়ে দেব। কোনো দিনই ওই বোলার ছিলাম না, এখনো নই, হবও না। আমি সাঈদ আজমলও না, সুনীল নারাইনও না, যে ম্যাচ ঘুরিয়ে দিতে পারব। হ্যাঁ, আমি এমন বোলার যে, দলের জন্য একটা ভালো ওভার দরকার, ওটা করে দিতে পারব। উইকেট নিব, সেই গ্যারান্টি দিতে পারব না। শেষ ওভারে ১০-১২ রান লাগবে, তখন যদি আমাকে বোলিং দেয় আমার আত্মবিশ্বাস আছে যে, আমি জিতিয়ে দিতে পারব।"
আর যেসব বাংলাদেশী খালেদা জিয়া-শেখ হাসিনার কাছ থেকে দিলে চোট পেয়ে সাকিব-তামিম-মাশরাফিদের কাঁধে দেশ ও জাতি'র সকল প্রত্যাশার বোঝা উঠায়ে দেন তারা যে আসলেই কোন লেভেলের দেশপ্রেমিক সেটাও সাকিব বলে দিছে এভাবে,
"আর যদি দেশপ্রেমের কথা বলি, বাংলাদেশের অনেক মানুষের মধ্যেই সেটা নেই। অনেকেই মুখে অনেক কথা বলতে পারে। কিন্তু যদি তাকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেন, যখন আপনি প্রমাণ করতে বলবেন দেশপ্রেম আছে কি নেই, তখন দেখবেন ৯০ শতাংশ লোক সরে গেছে। "
সাকিবের সাক্ষাৎকারের যেই বিষয়টা ভাল লাগছে তা হলো, ও ঠিক তাই বলছে যা একজন মানুষ সততা'র সাথে বলতে পারে। দেশ কি দিল আর দেশরে খেলোয়াড়েরা কি দিল তার জবাবে সে বলছে, "দেশ আমাকে যা দিয়েছে...সবচেয়ে বড় কথা এই নামটা যে দিয়েছে, এই নাম কোনো দিন কেউ আমাকে দিতে পারত না। এখানেই কথা শেষ।"
আসলেই কিন্তু কথা শেষ! অযথা আবেগের প্লাস্টিকে চেতনার ফুঁ দেয় নাই সাকিব আল হাসান!
আর সাক্ষাৎকারের মূল সুর, যেটা ছিল, প্রত্যাশার সীমাটা বোঝা উচিত। আমি তার সাথে শতভাগ সহমত!
বাঙালী জাতটার বড় সমস্যা হলো কোন এ্যাচিভমেন্ট না পাইতে পাইতে এমন হয়ে গেছে যে একটা ছুতা পাইলেই ওটা ধরে মহাকাশ বিজয়ীর ভাব ধরে। বাংলাদেশ ক্রিকেট টিম আন্তর্জাতিক লেভেলে'র অন্যতম খারাপ দল, এই সত্যটার উপর আবেগের সুগার কোট পড়ায়ে বাংলাদেশের চেয়ে ভাল ভাল টিমের সাথে জিতে জাতি'কে গর্বিত করার যেই চাপ আমরা দেই সেটা শুধু অন্যায়ই না বরং লজ্জাজনকও বটে!
তবে, সাক্ষাৎকারটা একটু এ্যারোগেন্ট লাগতে পারে অনেকের কাছে। কারন আমাদের সংস্কৃতি হইলো শামীম ওসমানও পাবলিকলি কথা বললে বিনয়ের অবতার সেজে মিঠা বানী দেয়। আমরা একটা মিথ্যা বিনয়ের সংস্কৃতির ভেতর থাকি বলেই খেলোয়ার সাকিব আল হাসানের মুখ থেকে সত্য ভাষন শুনলে টের পাই ছেলে বেয়াদব!
আমি বলি, এটারই দরকার। আজকের বিশ্বে মিথ্যা বিনয়ের বিঁষ না বরং সত্যের কুঠারাঘাতই দরকার বাংলাদেশকে উন্নত করার জন্য।
সবশেষে বলবো, সাংবাদিক তারেক মাসুদ প্রায়ই খেলোয়ারদের তথাকথিত বিব্রতকর সাক্ষাৎকার ছাপে। আমি নিশ্চিত না যে সেকি অন দ্যা রেকর্ড/ অফ দ্যা রেকর্ডের বিষয়গুলো আসলেই বিবচেনা করে নাকি আনএথিকালি সব ছেপে দেয়। এই সাংবাদিকটার উপর নজর রাখা দরকার।
তবে, সাকিবের সত্য ভাষন আমার খুবই ভাল লাগছে। অত্যন্ত খাঁটি কথা বলছে যা কল্পনার ফানুসে উড়তে থাকা ক্রিকেট প্রেমীদের মাটিতে নামানোর জন্য দরকার ছিল, তাই সবকিছু'র জন্য তারে একাধিকবার স্যালুট!!!
আর আমি আরো যা কিছু বলতে পারলাম না, সেই কথাগুলো সাকিবের ব্যাট থেকে এতক্ষনে নিশ্চয়ই শুনে ফেলছেন প্রিয় ক্রিকেটদর্শকস
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫
প্রজন্ম৮৬ বলেছেন: আন্তর্জাতিক মান বলতে সেই স্ট্যান্ডার্ড যেটা দল-মত-জাতি নির্বিশেষে সবার কাছে গ্রহনযোগ্য
২| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আন্তর্জাতিক মান বলতে সেই স্ট্যান্ডার্ড যেটা দল-মত-জাতি নির্বিশেষে সবার কাছে গ্রহনযোগ্য
না। সেই মান হিসাবে তার কথা যথেষ্ট নয়। বরং লজ্জাজনত পারফরমেন্সের পরও হামভরা ভাবে পূর্ণ।
জনগন অবশ্যই অতিরিক্ত কিছূ চায় নি। এত বছর টেষ্ট মর্যাদা পাবার পর প্রথম প্রথম হারকেও তারা বছরের পর বছর মেনে নিয়েছে - শিখতে সময় লাগবে।
আর যখনই পেরেছে সেই আনন্দে পুরা জাতি ভেসেছে-কোন আশায় নয়। আনন্দে। উৎসাহ দিতেই।
কিন্তু তাদের পাও ভারী হয়ে গেছে। তারা বিমানে করে বউ নিয়ে যায় বাড়ী!
আর খৈলায় না পরলে বলে জনগণের এক্সপেক্টেশন বেশী!!!!
আর বেয়াদবের মতো টিভিতে যা করছে তার জন্য গুরু পাপে লুঘু শাস্তিই হয়েছে শুধূ জাতির ক্ষমাশীল মনোভাবের কারণে!
আর এই বারের দুই সেশনে- এশিয়া আর টি২০তে তাদের পারফমেন্সের পর তো নিজেদের যদি কোন বোধ বলে কিছূ অবশিষ্ট থাকত-স্বেচ্ছায় লজ্জ্বায় দায়বোধে নিজ থেকেই পদত্যাগের ঘোষনা দেয়া সমীচিন ছিল।
তা দেবেনা। কারণ সোনার ডিম পারা হাস হল ঐ পদ। এই দলে থাকা!
দেশের মান যায় যাক। তারতো পেলেনে বউ নিয়া ঘোরাঘুরি ঠিকাছে।!!!!
তার ব্যাখ্যা তার ভ্যার্থতাকে ঢাকার অপকৌশল বই নয়। এবং তার পিছেন সেই লোভের হাতছানি।
বরং দেশপ্রেমের শিক।সা না দিয়ে নিজে্র ভব্যতাকে আরও শানিত করতে তার এবং ব্যর্থ সকলের পদত্যাগ করা উচিত। আমরা পরপর ২টা আন্র্তজাতিক ম্যাচ নিজের মাটিতে পেয়েও এত বাজে ফলাফল তাই আমরা দু:খিত। জাতির কাছে ক্ষমাপ্রার্থী বরেই মানে মানে কেটে পড়া উচিত।
কল্পনার ফানুস নয়। বাঙালীর প্রত্যাশা যথাযথ ছিল। কিন্তু তাদের পারফর্মেন্স বরং বাংলাদেশের টেষ্ট ষ্ঠ্যাটাসকেই ঝুকির মধ্যে ফেলে দিয়েছে- যেখানে ৩ কুতুবেরা অলরেডি বহু আন্র্তজাতিক কুটচালে ব্যাস্ত!
তাই সাকিবের সাথে একম হতে পারলাম না। দু:খিত।
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
প্রজন্ম৮৬ বলেছেন: বাংলাদেশ টেস্ট খেলা দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ। এবং আমাদের ধারাবাহিকভাবে ভাল খেলার মত খেলোয়ার নাই। সাকিব ভাল কিন্তু এত ভাল না যে সব ম্যাচ জিতাবে।
সব মিলায়ে ও যা বলছে, খুবই সত্য এবং বাস্তব।
ও বিমানে চড়ে নাকি স্কুবা ডাইভ দেয় এসব না দেখলে ও এবং আমাদের, সবার জন্যই ভাল। ও খেলোয়ার, ওর খেলা দেখেন
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫
সামুরাই০০৮ বলেছেন: ধুর মিয়া!!!!!মাথায় কি ঘাস নাকি অন্য কিছূ? যে লোক আপনার পাছায় লাথি দিল আপনে তারে সমর্থন দিচ্ছেন?
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
প্রজন্ম৮৬ বলেছেন: আমার কোথাও লাথি লাগে নাই। যারা পাছা আগায়ে দিছিল তাদেরই লাগছে। আমি বলি, পাছা সামলায়ে রাখা উচিত সবার। নাইলে ভাল লোক পথে নামলেই লাথি লাগবে
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
হতাশ নািবক বলেছেন: বাংলাদেশের সেরা ব্যাটস্ ম্যানের রান করার গড় সক্ষমতা কত?
আমার সাথে একমত হবেন নিশ্চয় ৩০ / ৪০
সেরা বোলার এর উইকেট নেওয়ার গড় সক্ষমতা? ২/৩
ওয়ানডে তে ব্যাটিং রাংকিং: সাকিব -২৯, তামিম -৩৩,মুসফিক-৩৫,নাসির-৪০,মাহমুদল্লাহ-৬৯,আনামুল -৭৫ বাকিরা ১০০ লিস্টের বাহিরে।
বোলিং রাংকিং: আব্দুর রাজ্জাক-১৭,সাকিব-২১,মাসরাফি-৪৬,রুবেল-৫৫,মাহমুল্লাহ-৫৬,সোহাগ গাজি-৬৬ বাকিরা ১০০ লিস্টের বাহিরে।
এখন অস্ট্রেলিয়া , দক্ষিন আফ্রিকা, শ্রীলংকা, ভারত, পাকিস্তান এই সব দলের
সেরা ব্যাটস্ ম্যান, বোলার এর গড় সক্ষমতা বিচার করলেই তো বাংলাদেশের স্ট্যার্ন্ডাড বোঝা যায়।
হ্যাঁ , এখন আমাদের দেশ যেকোন দেশের সাথে খেলতে নামলেই আমরা কল্পনার ফানুস উড়াতে থাকি,
প্রথমে ধরেই নেই যদি আমাদের কেউ খুব ভাল খেলে তাহলে আমরা জিততে পারব।
কিন্তু দুর্ভাগ্য আমাদের যে প্রায়শই সেই বিশেষ কাউকেই ভাল খেলতে দেখিনা তাই আমরা হারি।
ফলে হতাশাগ্রস্থ হই,আবেগের বশে যা ইচ্ছা তা্ই বলি।
তাই সাকিব যা বলেছে ১০০% সত্যি, এবং এটাই বাংলাদেশের বাস্তবতা। যারা পরিসংখ্যান বিশ্বাস করে না তাদের কথা আলাদা।
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন: পুরোপুরি সহমত। আবেগ দিয়া পরিসংখ্যান ঠেলা বন্ধের সময় আসছে।
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মেংগো পিপোল বলেছেন: আমি বলি, এটারই দরকার। আজকের বিশ্বে মিথ্যা বিনয়ের বিঁষ না বরং সত্যের কুঠারাঘাতই দরকার বাংলাদেশকে উন্নত করার জন্য।- এই কথাটায় এক মত।
তবে আমরা আশা করবোনা! মানে বিশটা খেলায় একটাও জিত বেন না, আর ২০০ টাকার টিকিট ২২০০ টাকায় কেটে আমরা খেলা দেখতেই থাকবো, এটা কোন যুক্তি না।
মানি আমাদের অনেক লিমিটেশন আছে, তবুও আপনি জানেনকিনা- জানিনা, বাংলাদেশে যত প্রকারের খেলা প্রচলিত আছে তার মধ্য কেবল ক্রিকেটাররাই ভি আই পি মর্যাদা পান এবং দলে নাম থাকলেই ১ লক্ষ বা ততোধিক টাকা বেতন নেন। এই টাকাটা কিন্তু আমাদের মতন সাধারন মানুষের পকেটের টাকা। যে কোন খেলোয়ার কে তার সমর্থকদের সম্মান করতে হবে। আশ্রাফুল কে দেখেছিলাম লাইভ এক দর্শক কে ঘুষি মারতে- আশ্রাফুল শেষ হয়ে গেছে।
সাকিব কে অনেক পছন্দ করি সে র্যাংকিংয়ের সেরা, যে দলের একজন অন্যতম সেরা অলরাউন্ডার তৈরি করতে পারে সেই দল নিয়ে উচ্চাকাংক্ষা করাটা অমুলক কিছু না।
সাকিব স্পষ্ট ভাষি। সে সত্যটা সরাসরি বলে। কিন্তু দলের ধারাবাহিক হারে পাব্লিকের উচ্চাকংখ্যা দায়ী, এই কথাটা কতোটা সততা নিয়ে বলেছেন সেটা আমাকাছে একটু প্রশ্ন বিদ্ধ লাগছে।
যা হোক সাকিব আজকে ভালো খেলেছে ওকে শুভেচ্ছা।
০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
প্রজন্ম৮৬ বলেছেন: পাবলিক তো না শুধু, বোর্ড-মিডিয়া এবং পাবলিক মিলায়ে যেই চাপটা ক্রিকেটারদের উপর, সেটা আপনি একটু নিজেই ভেবে দেখেন তো কি পরিমানের?
সাকিব নিজেদের দূর্বলতার কথা মনে করায়ে দিয়ে বলছে যে এই চাপের কারনে এবং নিজেদের যোগ্যতার অভাবে সব মিলায়ে পরিস্থিতি খারাপ।
খুবই সত্য কথা বলছে ছেলেটে। এজন্য ওকে স্যালুট দিলাম
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫
সেফানুয়েল বলেছেন: সাকিব সত্য কথা বলেছে। অনেকের কাছেই তা তিতা লাগছে । সত্য কথা বরাবরই ধারালো এবং তা জায়গা মতো লাগে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
প্রজন্ম৮৬ বলেছেন: সঠিক বলেছেন
৭| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
রাজীব বলেছেন: একজন ত্যারা পন্টিং বা একজন আক্রমনাত্মক স্মিথ অস্ট্রেলিয়া বা দক্ষিন আফ্রিকাকে কোথায় নিয়ে গেছে দেখেছেন।
আর আমরা কোন আক্রমনাত্মক, ত্যারা বা পাগলা ক্যাপ্টেন চাই না। আমরা চাই বিনয়ের অবতার।
বিনয়ী শচীন টেন্ডুলকার ভালো খেলোয়ার কিন্তু ক্যাপ্টেন হিসেবে ব্যার্থ। খেলাটা একটা যুদ্ধের মতই। এখানে বিনয়ের চেয়ে, আক্রমন, পাগলামি, ত্যারামী বেশী দরকার।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
প্রজন্ম৮৬ বলেছেন: বিনয় বা আক্রমন, কোনটার পক্ষেই স্থায়ী সমর্থন দিতে পারি না, তবে সবসময় সত্য বলুক সবাই।
৮| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সাকিব তার কথাই বলেছেন।
ক্রিকেট বলতেই হতাশ। পুরো ক্রিকেট ব্যবস্থাপনায় ঘাফলা আছে। ঢেলে সাজাতে হবে। শুধু খেলোয়াড়দেরকে দোষ না দিয়ে এদের পেছনের দিকে তাকাবার সময় এসেছে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১
প্রজন্ম৮৬ বলেছেন: বোর্ড থেকে পাপন আর ফারুক, এই দুজনকে বের করা উচিত শীঘ্রই
৯| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১
কাকপাখি ২ বলেছেন: সত্যকথা ভন্ডদের কাছে তিতা লাগবেই।
ভন্দামি রোগে আক্রান্ত এই জাতিকে সত্যকথার তিতা কুঠার দিয়ে ক্রমাগত আঘাত করে যেতে হবে।
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন: তীব্র সহমত
১০| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১
একজন ঘূণপোকা বলেছেন:
সাকিব যে একটা আবাল তা এই সাক্ষাতকার পড়ার পর বুঝসি
যাই হক সে ই আমাদের সবে ধন নীল মনি
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
প্রজন্ম৮৬ বলেছেন: সাংবাদিকটার সমস্যা আছে
১১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: অযৌক্তিক কিছু বলেনি , সত্য কথা একটু তিতাই হয় !
১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১১
মনে নাই বলেছেন: ভালো লিখেছেন প্রজন্ম৮৬ ভাই।
অন্যরা নেগেটিভলি নিলেও সাকিবের বক্তব্য আমার অনেক ভালো লেগেছে।
তবে সাঈদ বা সুনীলের মত সাকিবও ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখে।
আচ্ছা ভাই আপনি কি জানেন সাকিবকে আমরা কত টাকা বেতন দেই? এবং সেই টাকাটা সে যতদিন দলে থাকবে নাকি একবার দেয়া শুরু করলে ৬০/৭০ বছর পর্যন্ত দিতেই থাকবো। লোকজনের ভাব দেখলে লজ্জাও লাগে- শত শত, হাজার হাজার কোটি টাকা চোখের সামনে দিয়ে অবৈধভাবে নিয়ে যাচ্ছে, তাতে কোন সমস্যা হচ্ছেনা, আর একজন বিশ্বসেরা খেলোয়ার দলের জন্য সার্ভিস দিয়ে (কয়েক লাখ টাকা হবে হয়ত) কিছু টাকা পান তাতেই আমাদের খুব কষ্ট লাগে, আজব জাতি আমরা।
সবাই দেখি সরকারী দলের মত হয়ে গেছেন, বিরোধীদল অল্প টাকার হিসেব না দিতে পারলে মামলা করো, আর সরকারীদল হাজার হাজার কোটি টাকা গায়েব করে দিলেও চুপটি করে বসে থাকো।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২
মিমায়িত জীবন বলেছেন: ভাই আন্তজার্তিক মানের কথা বলতে হলে আপনাকে কোন কোন দেশী হতেই হবে। বাংলাদেশী হয়ে বলুক আর ইন্ডিয়ান হয়ে বলুক।