![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছি পথের দেখা !! শেষ জানিনা তার!!
বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে জ্বালানি। বিজ্ঞানীরা নানান গবেষণা চালাচ্ছেন সহজলভ্য এবং দীর্ঘ সময় চলে এমন জ্বালানি তৈরি করতে, সেই ধারাবাহিকতায় এবার বিজ্ঞানিরা তৈরি করছেন থোরিয়ামের সাহায্যে চলবে এমন ইঞ্জিন।
ইতোমধ্যে Laser Power Systems (LPS) নামের মার্কিন কোম্পানি জানিয়েছে তারা এমন এক জ্বালানি ইঞ্জিন তৈরির দ্বার প্রান্তে যাতে একবার জ্বালানি ভরে প্রায় ১০০ বছর ব্যবহার করা যাবে! Laser Power Systems (LPS) হচ্ছে প্রকৃত পক্ষে একটি প্রতিষ্ঠান যাদের কাজ হচ্ছে এমন এক জ্বালানি খুঁজে বাহির করা যার মাধ্যমে পরিবেশ দূষণ কম হবে একই সাথে যা স্বল্প ব্যবহারে দীর্ঘ সময় ইঞ্জিন চালাতে পারবে। Laser Power Systems (LPS) গবেষণায় দেখা গেছে থোরিয়াম হচ্ছে তেমন একটি জ্বালানি যা খুবি অল্প পরিমাণে মেশিনকে নিয়ে যেতে পারবে চরম অবস্থায়। একই সাথে থোরিয়াম পরিবেশের জন্যও ঝুঁকি পূর্ণ নয়। থোরিয়াম জ্বালানি হিসেবে ব্যবহারের প্রচেষ্টা সেই ২০০৯ সাল থেকেই শুরু হয়েছে
থোরিয়াম ব্যবহারযোগ্য ইঞ্জিন তৈরির ক্ষেত্রে গবেষকরা নানান গবেষণা এবং অনেক ইঞ্জিন পর্যবেক্ষণ শেষে ৫০০ পাউন্ড ওজনের সাধারণ গাড়ির ইঞ্জিনের মতোই দেখতে একটি ইঞ্জিন তৈরি করেছেন যা সফল ভাবেই থোরিয়াম জ্বালানি ব্যবহার করতে পারে। এই ইঞ্জিনে মাত্র ৮ গ্রাম থোরিয়াম দিয়ে একটি গাড়ি প্রায় ১০০ বছর রাস্তায় চলতে পারবে মাঝে তাকে আর জ্বালানি নিতে হবেনা।
Laser Power Systems (LPS) এর প্রধান নির্বাহী Charles Stevens বলেন, “থোরিয়াম একটি উচ্চ ক্ষমতায় জ্বালানি এটির সামান্য পরিমাণ দিয়ে একটি গাড়ি অনেক পথ যেতে পারবে একই সাথে মাত্র ১ গ্রাম থোরিয়াম ৭৩৯৬ গ্যালন অর্থাৎ ২৮,০০০ লিটার পেট্রোলের সমান। “
ছবিতে কঠিন অবস্থায় থোরিয়াম।
এছাড়া থোরিয়াম ক্ষমতার দিক দিয়ে এবং নিরাপত্তার দিক দিয়ে পারমাণবিক শক্তি ইউরিয়াম থেকে অনেক নিরাপদ। ফলে জ্বালানি ইউরিনিয়ামের বিকল্প হিসেবে থোরিয়াম ব্যবহার করা যেতে পারে যাতে পারমাণবিক তেজস্ক্রিয়তাও নেই।
সূত্রঃ দিটেকজার্নাল,ইন্ডাস্ট্রি টেপ এবং কার এডভাইস
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
পথহারা নাবিক বলেছেন: দেখা যাক!!
২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০১
ননদালীনাজ বলেছেন: নাবিকের পথহারানোর ভয়,খরচ দুটোই বেছে গেল।
কিন্তু - পেট্রো-ডলারের রাজাদের কি হবে গো- ব্যাপক চিন্তনীয়!!
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
পথহারা নাবিক বলেছেন: কুচ্চু হপে না!!
৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৯
সিদ্ধার্থ. বলেছেন: আপনার তথ্যে একটু ভুল আছে ।
"থোরিয়াম জ্বালানি হিসেবে ব্যবহারের প্রচেষ্টা সেই ২০০৯ সাল থেকেই শুরু হয়েছে"
না অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে ।মার্কিন রা প্রথম এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে ।কিন্তু এটার বাই প্রোডাক্ট দিয়ে যেহেতু বোমা তৈরি করা যায় না তাই ১৯৭৮ সাল নাগাত এটা নিয়ে কাজ করা যায় না ।
আর একটা কথা এই ধরনের খবর গুলি আসলেই চমক ।দেখবেন এগুলো আর যাই হোক ফিসিবেল নয় ।
এই মুহুর্তে থোরিয়াম নিয়ে বিশ্বে কোনো সিরিয়াস কাজ হচ্ছে না ।যেহেতু এর বাই প্রোডাক্ট কাজে লাগে না(পারুন বাই প্রোডাক্ট দিয়ে পরমানু বোমা তৈরি করা যায় না ।তবে সারা বিশ্বে থোরিয়াম এর প্রায় অর্ধেক ভারতে সঞ্চিত আছে ।ভারতে বেশ কয়েকটা বিদ্যুত কেন্দ্র পরীক্ষা মুলুক ভাবে চালু হয়েছিল ।তবে কোনো এক অজ্ঞাত অঙ্গুলি হেলনে এই নিয়ে গবেষনার উপযুক্ত টাকা পাওয়া যাচ্ছে না ।
"ফলে জ্বালানি ইউরিনিয়ামের বিকল্প হিসেবে থোরিয়াম ব্যবহার করা যেতে পারে যাতে পারমাণবিক তেজস্ক্রিয়তাও নেই।"
এইটাও ঠিক নয় ।থোরিয়াম এর তেজস্ক্রিয়তা আছে ।
আপনাকে আরো একটা রোমাঞ্চকর তথ্য দি -সারা বিশ্বে যেসব মহৎ প্রাণ বিজ্ঞানী রা থোরিয়াম নিয়ে গবেষণা করছেন তাদের কে মেরে ফেলা হচ্ছে ।সবচেয়ে আশ্চর্যের বিষয় মিডিয়া এই ব্যাপার নিয়ে কোনো কথায় বলছে না ।আমি শুধু ভারতের বার্কের কথায় বলিছি যেখানে গত তিন বছরে প্রায় নয় জন বিজ্ঞানী মারা যান ।যারা থোরিয়াম নিয়ে কাজ করছিলেন ।আপনাকে একটা লিংক দিলাম
Click This Link
এই মুহুর্তে থোরিয়াম নিয়ে বিশাল রাজনীতি চলছে অথচ সাধারণ মানুষ কিছু জানতে পারছে না ।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
পথহারা নাবিক বলেছেন: হুম!!
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
চারশবিশ বলেছেন: এই সমন্ধে কিছুই জানতামনা
ধন্যবাদ আপনাকে ও সিদ্ধার্থকে
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
পথহারা নাবিক বলেছেন: ধইন্ন!!
৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
এহসান সাবির বলেছেন: চারশবিশ বলেছেন: এই সমন্ধে কিছুই জানতামনা
ধন্যবাদ আপনাকে ও সিদ্ধার্থকে।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
পথহারা নাবিক বলেছেন:
৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: নতুন চমকপ্রদ তথ্য জানালাম।
.....
নেগেটিভ স্বার্থ দুরে রেখে একে কাজে লাগালোর প্রচেষ্টা চলুক
এক্ষেত্রে এটাই প্রার্থনা।
..........
পোষ্টে ভাল লাগা রইল।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
ড. জেকিল বলেছেন: ৮ গ্রাম এর দাম কতো হবে ?
সিদ্ধার্থ ভাই এইটা কি শুনাইলেন? বিজ্ঞানী দের ও মেরে ফেলা হচ্ছে ? দুনিয়া কই গেলো রে!!!
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
পথহারা নাবিক বলেছেন: অই সব নিয়া আমগোর চিন্তা না করলেও চলবে!!
৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
নিজাম বলেছেন: কিন্তু তেল কোম্পানীগুলি কী এসব গবেষণার ফল আলোর মুখ দেখতে দেবে?
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
পথহারা নাবিক বলেছেন: সময় বলবে!!!
৯| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
শাহরিয়ার খান রোজেন বলেছেন: পৃথিবীতে যে তেল গ্যাস মজুদ আছে, তা দিয়ে আর বড়জোড় ৩০-৪০ বছর যাবে, এখনই বিকল্প কিছু বের করতে হবে।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
পথহারা নাবিক বলেছেন: ৩০/৪০ তো অনেক সময়!!
১০| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২১
নতুন বলেছেন: বিদুতের গাড়ীও কিন্তু এই করনেই জনপ্রিয় হতে পারেনাই....
প্রেটোলের ব্যবসা অনেক বড়....বড় বড় করপরেসান এর সাথে যুক্ত.... তারা তাদের ব্যবসা কমাবে এমন কিছু সহজে হতে দেবেনা....
এই আবিস্কার যখন তাদের ব্যবসা দেবে তখন তারা এর সাহাজ্য করা শুরু করবে....
It is just good business,
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
পথহারা নাবিক বলেছেন: হুম!!
১১| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা পোষ্ট! সেই সাথে ব্লগার সিদ্ধার্থ এর কমেন্ট এ অনেক কিছুই জানলাম। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে!! আমি নিশ্চিত এটার বাস্তবায়ন হলে অনেক কিছুই আবার নতুন করে শুরু হবে।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩০
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১২| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সিদ্ধার্থ জবর একটা কথা শুনাইলেন। আরো ৩০-বছর তেলের মজুদ নিয়ে উদ্বিগ্ন নয় তেল ব্যাপারীরা। তারা চাইবে বিশ্ব তেলের ওপরই নির্ভরশীল থাকুক। তেলের বিকল্প আসতে দিবে না তারাই।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
পথহারা নাবিক বলেছেন: হুম!!
১৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: I wanna research on this topics.... আমারে আবার মাইরা হালাইয়েন না...
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩১
পথহারা নাবিক বলেছেন: কইয়া দিমু!!
১৪| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৩
বোকা মিয়া বলেছেন: চমৎকার পোস্ট। সেই সাথে সিদ্ধার্থের মন্তব্যও চমৎকার। নতুন কিছু শিখলাম। পোস্টে +++++
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
পথহারা নাবিক বলেছেন: ধন্যবাদ!!
১৫| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
নতুন তথ্য জানলাম।
থোরিয়াম কে গাড়ির জ্বালানি হিসেবে ব্যাবহার করতে পারলে খারাপ হত না। এর দামের দিকেও নজর দিতে হবে।
কিন্তু সিদ্ধার্থ ভাইর কমেন্ট ও লিংক দেখে খুবি টাস্কিত হলাম
সুন্দর একটি পোষ্টে++++
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২
পথহারা নাবিক বলেছেন: হুম!!
১৬| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
আলাপচারী বলেছেন: যে কোনো উদ্ভাবন সহজলভ্য ও অর্থসাশ্রয়ী না হলে চলে না। থোরিয়াম যদি আকাশ চুম্বি দামের হয় তাহলে ......
আর নোংরা পলিটিক্সতো আছেই।
মনে পড়ে পাটের বিকল্প যখন তন্তু তথা ফাইবার বের হয় সত্তর দশকের শেষে তখন আমাদের পাটের উৎপাদন যাতে না হয় তার জন্য বিশ্বব্যাংক তৎকালীন জিয়া সরকারকে নাকে খৎ দেওয়ায়েছিল ।
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
পথহারা নাবিক বলেছেন: বলেন কি জানতাম না!!
১৭| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
রক্ত পলাশী বলেছেন: আমাদের কি লাভ? শুধুই তাকিয়ে থাকা....
১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
পথহারা নাবিক বলেছেন: আশাহত হবেন না!! আশাই আমাদের বাচিয়ে রাখে!!
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
ননদালীনাজ বলেছেন: পেট্রো-ডলারের রাজাদের কি হবে গো- চিন্তনীয়!!!