নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

ভাষার মাস কে শ্রদ্ধা রেখে "বাংলাদেশ আওয়ামিলীগের" নাম পরিবর্তন করা জুরুরি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

১৯৫২ সালে বাংলা ভাষা রক্ষাকরতে গিয়ে প্রান হারান সালাম,বরকত,রফিক,জব্বার আরোও অনেকে। যাদের প্রানের বিনিময়ে আমরা পেয়েছি এই সুমধুর ভাষা তাদের প্রতি সন্মান দেখিয়ে আমরা ২১ শে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই আর ভুলে যাই আমাদের রাজনৈতিক অঙ্গনে এই ভাষার প্রতি শ্রদ্ধার কথাটা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নামের দিকে খেয়াল করলেই বুঝা যায় তারা কতটুকু এই ভাষাকে শ্রদ্ধা প্রর্দশন করেন। প্রথমেই আসা যায় আমাদের বৃহৎ রাজনৈতিক দল "বাংলাদেশ আওয়ামীলীগ" এর নামের দিকে । "আওয়ামী" শব্দটি এসেছে উর্দূ ভাষা হতে আর "লীগ" শব্দটি এসেছে ইংরেজি ভাষা হতে । তাহলে "আওয়ামীলীগ" শব্দটি উর্দূ ও ইংরেজি এই দূটি বিদেশী ভাষা থেকে অর্থাৎ এখানে নামকরনের ক্ষেত্রে বাংলাভাষাকে প্রাধান্য না দিয়ে এই দুই বিদেশি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে । অপর দিকে আরেক রাজনৈতিক দল "বিএনপি" তাদের পূরো নামটিই ইংরেজিতে তারাও ঐ একই অবস্থা । "বাংলাদেশ জামাত-ইসলামী" এদের কথা নাই বললাম এর পূরোই আরবীতে বাংলার কিছুই নাই। আরেক রাজনৈতিক দল "জাতীয় পার্টি" এর এক অংশ বাংলাতে আর অপর অংশ ইংরেজিতে এরাও বাংলা ভাষার প্রতি সন্মান দেখাই নি। সব রাজনৈতিক দলের একই অবস্থা ।বাংলাদেশ আওয়ামীলীগ এই দেশেরপ্রথম এবং প্রধান রাজনৈতিক দল হিসেবে বাংলা ভাষাকে সন্মান দেখিয়ে তার নাম পরিবির্তন করে একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা রাখি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

সরল মানুষ৭ বলেছেন: আমার এই নিকটি কেন ব্যান করা হইছে ?click this link

মডারেটরদেরকে আমি অনুরুধ করবো আমার নিকটি আবার রিবিউ করতে।
আমার মনে হয় মডারেটর ভুলে আমার নিকটা ব্যান করেছে , কারন আমার জানামতে আমি ব্লগের কোন আইন ভংগ করি নাই।
আমি এই ব্লগের একজান নিরিহ ব্লগার

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

বিপদ সংকেত! বলেছেন: নাম পরিবর্তন না করে সংক্ষেপ করলে হয় না? বাংলাদেশ আলওয়ামী লীগ (BAL)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

ভাবী জিওলজিস্ট বলেছেন: আপনিতো আওয়ামীলীগ রে বিপদ সঙ্কেত দিলেন

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

মদন বলেছেন: বাসদ, জাসদ মনে হয় বাংলা শব্দ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

ভাবী জিওলজিস্ট বলেছেন: মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.