নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

গোল্লা আর স্থির থাকতে পারে নি ও বসে বসে আঙুল চূষেণি তাই সুযোগ বুঝে সে পা জাপ্টে ধরেছে

১৪ ই মে, ২০১৩ দুপুর ২:০৬

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের পা জাপটে ধরে নিজের জন্য খাস জমি দাবি করে বসলেন গোল্লা পাগলা!



ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে এ বিব্রতকর ঘটনা ঘটে।



ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নব-নির্মিত থানা ভবনের উদ্বোধন শেষে শনিবার সুধী সমাবেশের মঞ্চে বসা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। সময় বিকেল সাড়ে ৪টা।



সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন যখন বিশেষ অতিথির বক্তব্য দিচ্ছিলেন ততক্ষণে মঞ্চ ঘিরে রাখা ৮ থেকে ১০ জন পুলিশের চোখ ফাঁকি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে গেছেন এক পাগল! তার নাম গোল্লা পাগল(৪৫)।



এ পাগল স্বরাষ্ট্রমন্ত্রীর পা জাপটে ধরলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পাগল তার কাছে খাস জমি দাবি করলে হাসি আটকে রাখতে পরেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরে ‘নিধিরাম সর্দার’ পুলিশ ওই পাগলকে ‘চ্যাংদোলা’ করে মঞ্চ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে আটক করে।



স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাওয়া ও পা ধরার অপরাধে যদি এই পাগলকে আটক করে রাখা হয় তাহলে সমাজে যারা বড় বড় অন্যায় করতেছে সরকার তাদের আটক না করে ফুলের তোড়া দিয়ে বরন করে নিচ্ছে এটা কোন ধরনের সভ্য সমাজে আমরা বাস করি ?

সেখানে সমাজ কল্যান মন্ত্রী ছিলেন ,তার কাজ এই সব পাগলদের চিকিৎসা করা সেটা না করে তিনি পাগল কে পুলিশের হাতে তুলে দিলেন আবার সাথে করে আরেক পাগল কে নিয়ে তিনি মঞ্চে ভাষন দিয়ে বেরাচ্ছেন । যদি গোল্লা পাগল কে জেলে রাখা হয় তাহলে যে পাগলটি কে নিয়ে তিনি মঞ্চে বসে আসছেন সেটাকে আগে জেলে পাঠানোর ব্যবস্থা কর উচিৎ। পাগল জাতির শিরোমনি কে দেখে গোল্লা আর স্থির থাকতে পারে নি ও বসে বসে আঙুল চূষেণি তাই সুযোগ বুঝে সে পা জাপ্টে ধরেছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.