নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

একশ একটা ইদুর মেরে বিড়াল যায় হজ্বে !!!!!!!!!!!!!!!!! =p~ =p~ =p~ =p~

২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

একটা প্রবাদ আছে "একশ একটা ইদুর মেরে বিড়াল যায় হজ্বে " এটা শুধু কথাই ছিল কিন্তু সেটা বুঝি এবার প্রমান করতে যাচ্ছে মহাজোটের বাম শরিক রা

হাসানুল হক ইনু, রাশেদ খান মেননসহ মহাজোটের শরীক বাম, আধাবাম দলের নেতারা সামনে হজে যেতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি থাইল্যান্ড থেকে ফিরে তাদেরকে ডেকে নিয়ে হজ করার পরামর্শ দেন। কমরেডরা তাই হজ মিশনে নামছেন! প্রধানমন্ত্রীর যুক্তি ছিলো, আওয়ামী লীগ বা মহাজোটের শরীক দলগুলো যে কতো ইসলামপ্রিয়, সেটা আগামী নির্বাচনের আগে জনগণকে আবার বুঝানোর জন্য আপনাদেরকে হজে যেতে হবে। ওই সময় মহাজোটের আরেক শরীক দলের নেতা ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াও উপস্থিত ছিলেন। তবে তিনি হিন্দু হওয়ায় বেশ বেকায়দায় আছেন। "আপনার কথা অনুযায়ী হজে যাচ্ছি"- এই বলে নিত্যদিনের রুটিনমাফিক সেদিন প্রধানমন্ত্রীকে খুশি করতে পারেননি দিলীপ বড়ুয়া।



রাজনীতির জন্য মানূষ কতটা নিচে নামতে পারে এটা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত

সূত্রঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬

মাহমুদুর রাহমান বলেছেন: X( X( X(

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৭

ভাবী জিওলজিস্ট বলেছেন: :P :P :P

২| ২৮ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: good

২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৮

ভাবী জিওলজিস্ট বলেছেন: ভালো না ভালো

৩| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১৩

জহির উদদীন বলেছেন: এতে অবাক হওয়ার কিছু নাই.....এটাতো শেখ হাসিনার পুরাতন খেল....নির্বাচন আসলে তজবিহ ও হিজাব পালন করা.....আর ভোট ভিক্ষা চাওয়া.....অবাক হই এইসব কপট লোকদের পিছনে আমরা যারা সমর্থান বা দালালি করি তাদের মানুষিকতা দেখে.....

২৮ শে মে, ২০১৩ দুপুর ১:০৬

ভাবী জিওলজিস্ট বলেছেন: এতে অবাক হওয়ার কিছু নাই.....এটাতো শেখ হাসিনার পুরাতন খেল....

৪| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১৪

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আমার কাছে একটা ভাল বুদ্ধি আছে। আম্লীগের সুরঞ্জিতরে মুসলমান বানাইয়া হজ্বে পাঠানি হোক। এক্কেরে খাপে খাপ। পাবলিক ঈমানি জোশে বিশাল খুশী হইয়া সুরঞ্জিতরে বিশাল ভোটে জয়ী করবো তো করবই, আম্লীগও এমন একটা পাবলিসিটি পাইবো যে জামাত-বিম্পির ইসলামী দাওয়া ফেল খাইবো। আম্লীগ তখন হইবো সহি ইসলামী দল আর ইসলামী জোশে পাবলিক ভোটও দিব ভালা। সুরঞ্জিত আর আম্লীগের তখন সাত খুন মাফ। হজ্ব কইরা আইলে আমাগো দেশে চোর বদমাইশ যে কাউরেই পাবলিক ভোট দেয়।

৫| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১৭

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ইসলাম নিয়ে নোঃরা রাজনীতির খেলা শুরু করেছে বিরোধী দলগুলো। আর এই নোঃরামী জবাব নোঃরামী দিয়েই দিতে হচ্ছে সরকারি দলকে। এটাই মূল কথা। খালেদাও হজ কাম সৌদি বাদশাকে খুশি করতে বছরে বছরে যান সেখানে। যার মেকআপ গেটআপও বয়স অনুযায়ী বেমানান। এখানে কাওকেই সাধু বানানোর কিছু নেই। বিরোধী দল এই নোঃরা খেলা না খেলে মারজিত খেলা দেখালে বুঝতাম। ভোটও মেরে দিতাম। এখন তো কোনো বিকল্প নেই।

৬| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:১৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: সব শালা ভণ্ড। জানতে হলে পড়ুন। মজা পাবেন

ভণ্ড ভণ্ড ভণ্ড
Click This Link

৭| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১:১৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমাদের নেতারা যদি লোক দেখানোর জন্যেও হজ্জ্ব ওমরাহ করে কিছু পুণ্য আদায় করতে পারে, তাহলে দোষ কি ?

আল্লাহ র কাছে একটা ই ফরিয়াদ, যারা লোক দেখানো র জন্য হজ্জ্ব বা ওমরাহ করে দেশে এসে গাড়ি পোড়ানোর মানুষ মারার নির্দেশ দেয়, তাদের প্রকৃত বিচার মানুষ হয়ে এই পৃথিবীতে আমরা হয়ত করতে পারব না, কিন্তু হাশরের ময়দানে তুমি কর ।

৮| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:২৫

মায়াবীনি৬৫৪ বলেছেন: যতই হজ্ব করো ভোট আর পাবোনা । পাবলিক মুলা নিয়ে বসে আছে । তারেক জিয়া এগিয়ে চল

৯| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৪:১২

একাকী বাংলাদেশি বলেছেন: ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: আমার কাছে একটা ভাল বুদ্ধি আছে। আম্লীগের সুরঞ্জিতরে মুসলমান বানাইয়া হজ্বে পাঠানি হোক। এক্কেরে খাপে খাপ। পাবলিক ঈমানি জোশে বিশাল খুশী হইয়া সুরঞ্জিতরে বিশাল ভোটে জয়ী করবো তো করবই, আম্লীগও এমন একটা পাবলিসিটি পাইবো যে জামাত-বিম্পির ইসলামী দাওয়া ফেল খাইবো। আম্লীগ তখন হইবো সহি ইসলামী দল আর ইসলামী জোশে পাবলিক ভোটও দিব ভালা। সুরঞ্জিত আর আম্লীগের তখন সাত খুন মাফ। হজ্ব কইরা আইলে আমাগো দেশে চোর বদমাইশ যে কাউরেই পাবলিক ভোট দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.