নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন..

ভাবী জিওলজিস্ট

Back to the pavilion

ভাবী জিওলজিস্ট › বিস্তারিত পোস্টঃ

একটি ছায়া সংলাপ ........................ বিষয়ঃ সাকিব আল হসানের ডেঙ্গু জ্বর ও রাজনৈতিক ভাবনা।

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১:০০

একটি ছায়া সংলাপ ........................

বিষয়ঃ সাকিব আল হসানের ডেঙ্গু জ্বর ও রাজনৈতিক ভাবনা।

বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ সাকিব আল হাসানের জ্বর কে তাদের রাজনৈতিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন । তা নিম্নে তুলে ধরা হল



শেখ হাসিনাঃ আসলে বিরোধীদলীয় মশার আক্রমনে সাকিব আল হাসান অসুস্থ, তাই আজ আমি তাকে দেখতে অ্যাপলো হস্পিটালে দেখতে যাই।



খালেদা জিয়াঃ প্রিয় দেশবাসি আপনারা জানেন এই মশালীগ সাকিব আল হাসান কে কামড় দিয়েছে ,তাই সাকিব আজ অসুস্থ এর প্রতিবাদ সরুপ আগামী ৪ থেকে ৬ নভেম্বর সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল আহব্বান করছি।



জামায়েত ই ইসলামঃ ভারতীয় মশার আক্রমনে সাকিবের এই অবস্থা ,তাই ভারতীয় মশা দমানোর জন্য এই সরকার কে ক্ষমতা থেকে সরাতে হবে ।



বিভিন্ন বাম সংগঠনঃ এটা সুনিশ্চিত ভাবে বলা যায় ডান পন্থী মশারাই সাকিব আল হাসান কে কামড়িয়েছে।



গণজাগরণ মঞ্চঃ আমরা দৃঢ ভাবে বলতে চাই জামাত-শিবির-রাজাকার মশার আক্রমনে সাবিকের এই বেহাল দশা, তাই এই মশাদের বিচার না হওয়া পর্‍্যন্ত আমরা মশারির নিচেই রাত্রি যাপন করব"""



হেফাযতে ইসলামঃ নাস্তিক মশাদের আক্রমণে সাকিব আল হাসান আজ অসুস্থ এই নাস্তিক মশাদের ফাঁসি চাই।



এদিকে বিভিন্ন বুদ্ধিজীবি তাদের মত ব্যাক্ত করেছেন তাদের কথা জানা যাক



শাহরিয়ার কবিরঃ এটা জ্বঙ্গী -তালেবান মশাদের কাজ এ ব্যাপারে কোন সন্দেহ নাই



সুলতানা কামালঃ এটা যে মশারা করেছে তারা চরম মৌলিক মানব অধিকার লঙ্ঘন করেছে ,এর সুষ্ট তদন্ত প্রয়োজন ।



আসিফ নজরুলঃ যে মশাই করে থাকুক না কেন তার সুষ্ঠ তদন্ত ও নিরপেক্ষ বিচার দাবি করছি ।



এদিক পুলিশ কমিশানার বেঁজির আহাম্মদ বলেছেন, আমরা ঐ দ্বায়ী মশাদের ধরতে এরোসল অভিজান চালাব...।।



সুধি পাঠক এই মাত্র খবর পাওয়া গেল রাজনৈতিক মারপ্যাচে সাকিব আল হাসান এখন মাইঙ্কা চিপায় অবস্থান করতেছে , এখান থেকে সাকিব আল হাসান কে বের করে আনার জন্য আমরা যথাযত কর্তিপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।



পুরাই ফান পোষ্ট (৪/১১/২০১৩, ১২:২৬)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৪

ভিটামিন সি বলেছেন: আমি হাইকোর্ট থেকে রুল জারি করলাম, "আগামী ৪৮ ঘন্টার মধ্যে দায়ী মশাদের কেন ধরে আনা হবে না এই মর্মে রুল জারি করা হলো। প্রতি: সাবেক স্বরাস্ট্র মন্ত্রী, বর্তমান স্বরাস্ট্র মন্ত্রী, স্ব-রাষ্ট্র সচিব, ঢাকা উত্তর পুলিশ কমিশনার, বিসিবি সভাপতি ও সাকিবের বউ শিশির।"

০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

ভাবী জিওলজিস্ট বলেছেন: ভাই আপনি কি মঞ্জুর মোরশেদ.।.।।।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

সোহেল রনি বলেছেন: :D :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.