| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আজ বিশ্ব নারী দিবস। সকল নারীর প্রতি সম্মানার্থে আমরা এবারের ম্যাগাজিন জার্মান প্রবাসে সাজিয়েছি শুধুমাত্র নারীদের লেখা দিয়ে। জার্মানিতে অবস্থানরত নারীদের মধ্যে অনেকেই বহু বছর যাবৎ জার্মানিতে অবস্থান করছেন, নিজ নিজ ক্ষেত্রে কাজের মাধ্যমে সুনাম অর্জন করেছেন আবার কেউ বা সদ্য পাড়ি জমিয়েছেন। কিন্তু বিসাগের প্ল্যাটফর্মে তাঁদের পদচারণা তুলনামুলকভাবে অনেক ক্ষীণ। তাই আমাদের চেষ্টা তাঁদের চোখ দিয়ে আরেকবার জার্মানিকে আপনার কাছে তুলে ধরা।
এবারের আয়োজনে আছেঃ
# নিজ নিজ ক্ষেত্রে উজ্বলতার ছাপ রেখে চলা তিনজন জার্মান প্রবাসি বাংলাদেশী নারীর সাক্ষাৎকার নিয়ে রইল উত্তরণে নারী।
# এছাড়া শর্মিষ্ঠা চৌধুরী, তানজিয়া ইসলাম, সাঈদা জাহান বৃষ্টি এবং রত্না রায়ের লিখায় থাকল প্রত্যেকের নিজ নিজ অনুভবে নারীদিবসের ভাবনা এবং জার্মানি।
# রূপবতী শহর প্রাগ ভ্রমণকাহিনীতে শ্রাবস্তী ধর তুলে ধরেছেন তাঁর ব্যক্তিগত অভজ্ঞতায় প্রাগ শহরের মনোরম বর্ণনা।
# জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সংক্ষিপ্ত জীবনাবলী এবং নারীদিবস উপলক্ষে তাঁর দেওয়া একটি অনুবাদিত সাক্ষাৎকার নিয়ে রইল আইরন ফ্রাউ।
# এছাড়াও আমাদের প্রতিবারের আয়োজন কুইজ তো থাকলই। সবশেষে অভিনন্দন আমাদের এবারের কুইজ বিজয়ী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বাংলাদেশ থেকে রাশেদ আল আমিনকে।
এবারের সংখ্যাটি পৃথিবীর সেই সমস্ত নারীদের প্রতি উৎস্বর্গ করা হল কালে কালে যুগে যুগে অত্যাচারের শিকার হয়ে যারা প্রাণ হারিয়েছেন এবং প্রতিকূল পরিবেশে থেকেও মানুষের জন্য কাজ করে স্মরণীয় হয়ে আছেন।
*********************************
জার্মান প্রবাসে – নারী দিবস বিশেষ সংখ্যা – মার্চ, ২০১৪
পড়তে চাইলেঃ http://goo.gl/2oUlCO
*********************************
©somewhere in net ltd.