নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় ধ্বনি

ধাবমান

আমি নিরপেক্ষ নই , আমি স্বাধীনতার পক্ষে

ধাবমান › বিস্তারিত পোস্টঃ

আসিফ আর আমার কিছু কাল্পনিক ভাবনা -১

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

আসিফ , তুই করে বলছি কিছু মনে করিস না ।আগেও তোকে তুই করে বলতাম । তবে সেই আসিফ আর এই আসিফ অনেক দূর। আজ তুই খবরের পাতায়, টিভির পরিচিত চেহারা । । আমি তোর মত অত শিক্ষিত নই । তুই আমার স্বপ্নে পাওয়া এক কলঙ্ক আমার জন্য । তোর সাথে যেদিন আমার পরিচয় সেই দিন বুঝতে পারিনি । তুই এত টা ভালো কথা বলতে পারিস । তোর লোভ যে কত বেশী টা তোর হাসি হাসি চেহারা দেখে বুঝার কোন উপায় নেই ।তুই এত কথার মার প্যাঁচ কি করে শিখলি তা অবশ্যই ভাবার বিষয় । তোর কথার অনেক ভক্ত দেখলাম , তুই যখন কিছু বলিস না , না বুঝেই তোর নাম সর্বস্ব ভক্তরা চারদিকে হর্ষ ধ্বনি দেয় । আমি দেখি আর পুলকিত হই বারে বারে । আমার কিছুটা হিংসাও হয় । ইস আমি যদি পারতাম , তোর মত করে , ভালো কথা কে পেঁচিয়ে খারাপ কিছুতে নিয়ে যেতে । চোরকে কে ভালো আর ভালো কে চোর বানাতাম । এক দিন এক নারী বলেছিল 'আমি নাকি ভালই কথা প্যাঁচাতে পারি , সেই নারীর সাথে যদি কোন দিন দেখা হয় , আমি মাপ চেয়ে বলব, আসিফ কে এক বার দেখে নিও '।শুনলাম তুই নাকি ইতিহাস লিখা শুরু করেছিস স্বাধীনতা যুদ্ধের । মুক্তি যুদ্ধের নতুন ইহিহাস । মুক্তির নামে তোর এত খারাপ রাগ কেন , নাম শুনলেই ফেটে পড়িস। নাকি তুই এখন মুক্তি কে ভুলে পারলিনা । আমরা ও ভাবিনি মুক্তি তোকে এই ভাবে ছেঁকা দিবে ।কিছু দিন আগে মুক্তির সাথে দেখা ভালই নাকি ঘর করছে । মুক্তি কথায় কথায় বলল তুই নাকি এখন ও ওকে মিস কল দিস । আসিফ এক মুক্তি তোকে ঘরে ঠাই দেয়নি বলে সব মুক্তির নামে তুই এভাবে মিথ্যাচার করবি । তুই যে সেই গেলি আর তো খবর নিলিনা ।একটা ফোন কল তো করতে পারতি । তুই তো ভালোই কামাছিস এত দলের সাথে যে তোর হাত । আমার জন্য না হয় একটা কিছু করতি বন্ধু বলে । মুক্তি পক্ষে কথা বলতাম বলে আমার উপর আজ রাগ আছে আমি জানি । আমি ভুলিনি সেই কথা । আমার কি করা বল । তোর মনোভাব ভালো ছিল না মুক্তির প্রতি । অনেক বার চেষ্টা করেছি কিন্তু তুই এত আলতু -পালতু কিছুতে তখন জড়িয়ে পড়লি যে । দূরে সরে যাওয়া ছাড়া আর উপায় কি । আমি এখন আসছি পরে কথা বলছি .................. -----------------------------------------------(চলবে) .

সব পাত্র পাত্রী কাল্পনিক , কারো সাথে মিলে গেলে , আমরা দুঃখিত

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬

মেনন আহমেদ বলেছেন: ভান করেন কেন ভাই?? লিখছেন তো মিলে যাওয়ার জন্য তাই না???

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

ধাবমান বলেছেন: মিলে গেলে লেখক দায়ী নয় , :-P :-P :-P :-P
=p~ =p~ =p~ =p~

২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০

পাঠক১৯৭১ বলেছেন: আপনি যদি আসিফ নজরুলের কথা বলে থাকেন, তবে আমি বলবো, "এত ইডিয়ট বাংগালী কখনো বাংলায় আমি আর দেখিনি!"

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯

ধাবমান বলেছেন: সহমত :-P :-P :-P :-P :-P :-P :-P

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৫

েফরারী এই মনটা আমার বলেছেন: নব্য রাজাকার আচিপ। ;) ;)

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:০০

ধাবমান বলেছেন: :P :P :P :P :P

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

মেনন আহমেদ বলেছেন: আমাকে ব্লক করেছেন কেন ভাই? আমার সত্যি কথা গুলো শুনতে বুঝি খুব কষ্ট হয়??
আমার কথায় কি আপনার ভাওতাবাজি গুলো প্রকাশ পেয়ে যায়???

এভাবে মুসলমানের ভিতরে বিভেদ ছড়াবেন না,আপনি জামাতের থেকেও খারাপ।
আপনি নিশ্চয় কোন মিশন নিয়ে নেমেছেন এ পথে।@েফরারী এই মনটা আমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.