নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

চাই না তোমায়

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৪





আমাকে এড়াতে চাও,শুধু মুখ ফুটে বলল্লেই হবে "চাইনা তোমায়"

আমি কারাগারের কয়েদীর মত পালিয়ে যাব তোমার জমিন থেকে

অদৃশ্য কোন সুতার টানে,কোন এক সন্ধ্যেয় এসেছিলাম কয়েদী হয়ে

আজ দিনের আলোয় না হয় পালিয়েই গেলাম,হারিয়েই না হয় গেলাম



ক্ষতি কার?আমার না তোমার

তুমি কার?তোমার না আমার

আমি কার?তোমার না আমার



হেরে যাবে প্রশ্নগুলি করোনা নিজেকে!

মানুষ কি আর পারে নিজেকে দেখতে অন্যের আলোকে?



আমাকে আবার ভালোবাসতে চাও,শুধু চোখের একটি পলক ফেল

আমি সব ভুলে আবার পারব তোমার নিঃশ্বাসে আমার নিঃশ্বাস ফেলতে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৭

নষ্ট কাক বলেছেন: ছবিটা চমইতকার !

কথা গুলি ও । :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪০

ডট কম ০০৯ বলেছেন: ধইন্ন্যা পাতা এক কেজি নষ্ট কাক ভাই

২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কি কাহিনী কবি?
আকুল জিজ্ঞাসার পোস্ট!
সুন্দরীর ছবি :)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: সংযম করতাছি তো তাই

৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

লিঙ্কনহুসাইন বলেছেন: কবিতার টানে নয় ছবিটা দেখেই এলাম ;) ;) ;) ;) ++++++

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: যাক মার্কেটিং ভালা হইছে কি বলেন। লিঙ্ক হুসাইন ভাই

৪| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

লিঙ্কনহুসাইন বলেছেন: হুম , আমার একটা কবিতা আছে , আর আমি বিশ্বাস করি আমার কবিতাটি হিট খেয়েছে সুন্দর একটি ছবির কারণে । তবে আপনার কবিতাও চর্ম হইছে । আর ছবির কথা কি কমু চর্ম

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

ডট কম ০০৯ বলেছেন: কবিতা তো ভালা লিখছেন লিঙ্ক হুসাইন ভাই।

দারুন ছন্দ।

৫| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

একজন আরমান বলেছেন:

আমাকে আবার ভালোবাসতে চাও,শুধু চোখের একটি পলক ফেল
আমি সব ভুলে আবার পারব তোমার নিঃশ্বাসে আমার নিঃশ্বাস ফেলতে।


দুর্দান্ত মিতা।

অবশেষে খুঁজে পেয়েছি আপনাকে। :)

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

ডট কম ০০৯ বলেছেন: আরে না আমি দূর্দান্ত তো দূরের কথা দ ও লিখতারিনা।

এমনি মাঝে মইধ্যে লিখতে মন চাইলে যা খুশি লিখি।লোল

৬| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

শতভিষা বলেছেন: 8-|

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯

ডট কম ০০৯ বলেছেন: কি কইলে বা কি বুঝাইলেন বুঝতারলাম না গো।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

শাহীদুল বলেছেন: ভাইজান, খুব মজা পাচ্ছি আপনার কবিতাগুলো পড়ে। কেমনজানি ভিন্নরকম স্বাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ শহীদুল ভাই

আপনার লেখাও অনেক ভাল আমি পড়ছি এবং কমেন্টস ও করছি।

কিপ ইন টাচ ম্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.