নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অভিমানী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৯





কেমন করে যেন আমার ভাবনাটা কেড়ে নাও নিজের কাছে

অদৃশ্যে নিরালায় আমি কেবলি কেঁদে যাই,ডুবে যাই অনন্তর প্রান্তে

আমার ভাবনাকে তুমি ছেলেখেলা করে এমনিভাবে কাঁদালে

তোমাকেও কাদতে হবে একদিন ঠিক এমনি করে



আমার এই জীবনে আর কত সয়

কেন সময়ের এত মিথ্যে অপচয়



আজ রজনী মিথ্যে হল বল কার অভিমানে,

যেথায় আমি ছিলেম তুমি ছিলেনা সেইখানে



আমি আমার হতে চাইনে চেয়েছিলাম অন্য

হাতের সেই গোলাপখানি ছিল কার জন্য?



অভিমানী জানতে চাই ভাল আছ তো?

নাকি অভিমান আর অবজ্ঞায় আবারও সেই পুরনো রাস্তায় হেঁটে যাচ্ছ

ভুলে গিয়ে জীবনের সব প্রাপ্তি।



নোটঃ পৃথিবীর একপ্রান্তে যদি তুমি কাঁদ তবে জেনে রেখো তোমার জন্য অন্য প্রান্তে কেউ না কেউ কাঁদে।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

আমিনুর রহমান বলেছেন:




এত কান্দাকাটি কেনু :P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

ডট কম ০০৯ বলেছেন: আমি তাহারো দুঃখে কাঁদি তুমি কি জাননা বন্ধু।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২

আমিনুর রহমান বলেছেন:




শুভ জন্মদিন +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

ডট কম ০০৯ বলেছেন: হেহহীহহেহেহহেহ

জন্মদিনেও পিলাস দিলেন।ভালা ভালা।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নোটের কথাটা কোন মনীষী বলছে?
আর এতো কান্নাকাটি কেন কবি?

কবিতা সেইরাম হইতেছে।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

ডট কম ০০৯ বলেছেন: কয় কি কবি আমার লেখা কখনোই কবিতা হয় না।

সে আমি জানি তারপর ও লিখি মনে যা আসে।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর কবিতা।

++++


শুভ জন্মদিন। !:#P !:#P ( আমিনুর ভাইর কমেন্ট থেকে জানলাম)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভ জন্মদিন, কবি।।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই।

আসেন কেক খাইয়া যান। জানি আসবেন না তাই বল্লাম।লোল

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১০

স্বাধীনচেতা মানবী বলেছেন: প্লাস দিলাম ++++++++++++++্ :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩

ডট কম ০০৯ বলেছেন: প্লাস নিলাম।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পৃথিবীর একপ্রান্তে যদি তুমি কাঁদ তবে জেনে রেখো তোমার জন্য অন্য প্রান্তে কেউ না কেউ কাঁদে।[/sb


আর জন্মদিনে এতো কান্দাকাটি কেন????????

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

ডট কম ০০৯ বলেছেন: না কাদিলে হাসিব কী করিয়া।

হাসির মজা পাইতে চাইলেন কাদিতে হইবে আগে। বর্ষন ভাই।

ভাল আছেন তো?

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

একজন আরমান বলেছেন:
নোটঃ পৃথিবীর একপ্রান্তে যদি তুমি কাঁদ তবে জেনে রেখো তোমার জন্য অন্য প্রান্তে কেউ না কেউ কাঁদে।


শিওর কচ্চেন তো মিতা? B:-) B:-) B:-)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬

ডট কম ০০৯ বলেছেন: শিউর

ওভার শিউর

তবে এইখানে একটা কথা আছে। অন্য প্রান্তে যে কাঁদে সে আপনার কাঙ্খিত মানুষ নাও হতে পারে।তার জন্য আপনি কাঙ্খিত কিন্ত ঠিক ই।

বুঝবার পারছুইন মিতা।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

হৃদয় রিয়াজ বলেছেন: জীবনের এই অদ্ভুত নিয়মে একমাত্র কান্নাই কেবল একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী। লেখা ভাল লাগল। শুভ কামনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ হৃদয় রিয়াজ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভাল থাকুন।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

টুম্পা মনি বলেছেন: নোটঃ পৃথিবীর একপ্রান্তে যদি তুমি কাঁদ তবে জেনে রেখো তোমার জন্য অন্য প্রান্তে কেউ না কেউ কাঁদে।

সত্যিই কি তাই! আমি তো জানতাম কাঁদতে হয় শুধু একা।

কবিতা ভালো লেগেছে। শুভকামনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

ডট কম ০০৯ বলেছেন: তবে এইখানে একটা কথা আছে। অন্য প্রান্তে যে কাঁদে সে আপনার কাঙ্খিত মানুষ নাও হতে পারে।তার জন্য আপনি কাঙ্খিত কিন্ত ঠিক ই।


ভাল লাগার জন্য ধন্যবাদ।টুম্পা মনি।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

একজন আরমান বলেছেন:
এইখানেই তো গণ্ডগোল বাইধা গেলো। /:) /:)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৪

ডট কম ০০৯ বলেছেন: সহজ পাইবেন না খুজলে সহজে!!

সহজ কথা কইবে না কেউ সহজে।

বুঝতে হইবে।জগত এত্ত এত্ত সোজা না।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫

অনির্বাণ প্রহর বলেছেন: কবিতার ছবিটা ভাল লাগল কবি।
জন্মদিনের শুভ কামনা রইল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ অনির্বাণ প্রহর।

আপনার ব্লগীয় নামটাও সুন্দর হইছে।লাইকড ইট।

ভাল থাকবেন।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

ৎঁৎঁৎঁ বলেছেন: সরল অকপট প্রকাশের কবিতা!

শুভ জন্মদিন!

ভালো থাকুন!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ খন্ডিয়াত্ত টু দি পাওয়রা কিউব।

আপনি ও ভাল থাকুন।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

অদৃশ্য বলেছেন:





০০৯

লিখাটি পড়তে গিয়ে মনে পড়লো যে লিখাটি দু'দিন আগেই আমি পড়েছিলাম... হয়তো পরে মন্তব্য করবো ভেবে দেরি হয়েছে...

লিখাটি খুব ভালোলাগলো...

শেষ কথাগুলো ভাবতে শেখায়...

শুভকামনা...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭

ডট কম ০০৯ বলেছেন: খুব সুন্দর মন্তব্য আপনাকে ধন্যবাদ অদৃশ্য। আপনি ও অনেক সুন্দর লিখেন।

আসলেই এই কবিতার শেষের লাইনের মাঝেই আমার কথা গুলিল নিহিত।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

ডার্ক ম্যান সুজা বলেছেন: via apnar mail/contact num ki deya jabe?

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

ডট কম ০০৯ বলেছেন: আমার ফেসবুক আইডি দিয়া দিলাম।

https://www.facebook.com/syed.haque.92

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.