নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

জীবন্ত ভালোবাসার বিজ্ঞাপন

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১







এর চাইতে বরং তুমি আমাদের ভালোবাসার কপালে একটা টিপ একে দাও,

নজর কেটে যাক

আমি সেই টিপ পড়ে ঘুরে বেড়াই আমা হতে তোমা, তোমা হতে অন্যা ,অন্যা হতে অনন্যায়

ভালবাসা ছড়িয়ে পড়ুক

শুরু হোক তোমার আমার জীবন্ত ভালোবাসার বিজ্ঞাপন।



কি করবা নাকি?

এ কী বললে তুমি লুকিয়ে!!



ভালবাসা লুকানো যায় না রে পাগলী,ভালবাসা বর্ষার জলের মত বের হয়ে যায়,

চোখ আর মুখের অব্যয়ে

ভালবাসা শুরুই হয় প্রকাশের প্রত্যয়ে।

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শাওন৮৯০ বলেছেন: অসাধারণ, কিন্তু লেখাটা কি আপনার ???

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

ডট কম ০০৯ বলেছেন: কোন সন্দেহ শাওন৮৯০

আমার আগের ব্লগ পড়ার অনুরোধ রইল।

ধন্যবাদ আপনার সন্দেহিক মন্তব্যের জন্য। হাহহাহাহাহ

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৩

মায়াবী ছায়া বলেছেন: ভালবাসা লুকানো যায় না রে পাগলী,ভালবাসা বর্ষার জলের মত বের হয়ে যায়,
চোখ আর মুখের অব্যয়ে
ভালবাসা শুরুই হয় প্রকাশের প্রত্যয়ে।
........ বাহ্ অনেক সুন্দর ।।
শুভকামনা কবি ।।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকুন আসতেছি আপনার ব্লগে।শুভ কামনা।হাহহাহাহ

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

শাহীদুল বলেছেন: অনেক অনেক ভাল লেগেছে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ শহীদুল ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভাল থাকুন সবসময়।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!!!


:) :) :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৬

ডট কম ০০৯ বলেছেন: ইমো ভাই ভালা আছুইন।কিরাম আছেন।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:



ব্যাপার ভালো ঠেকছেন না B:-/

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

ডট কম ০০৯ বলেছেন: ব্যাপার ভাল

ভয় নাই জেসন ভাই।

আমরা আমরাই তো।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

হৃদয় রিয়াজ বলেছেন: অল্প কোথায় চমৎকার কিছুর ইঙ্গিত দিলেন। লেখককে ধন্যবাদ। ভাললাগা :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

ডট কম ০০৯ বলেছেন: খাইছে ইঙ্গিত ধইরালাইছেন নাকি!!

কাম সারছে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন!

কবি, কিসের যেন গন্ধ পাচ্ছি :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২০

ডট কম ০০৯ বলেছেন: হ কইছে আপনারে


যান আর ভালবাসার কবিতাই লিখুম না।

সেই দিন কইলেন দুঃখ কেন কবি আইজকা কন গন্ধ পাই

ইডা কিরাম কতা কন কবি।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

অপরাজিতা নীল বলেছেন: ভালবাসা লুকানো যায় না রে পাগলী,ভালবাসা বর্ষার জলের মত বের হয়ে যায়,,,,,


অসাধারণ লাইন!!!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ অপরাজিতা নীল আপনার সুন্দর মন্তব্যের জন্য।সালাম।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
লিখবেন না কেন, লিখবেন।
খালি আমাদের জানান দিলেই হয় :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

ডট কম ০০৯ বলেছেন: জানান দেয়া যাইবে না করলেও কমু না না করলেও কমু না

টেন্সে থাকেন।

নোট-আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায়।আকাশ পানে চাইয়া থাকেন।লোল

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

একজন আরমান বলেছেন:
শিরোনামটাই তো অস্থির।

আমি সেই টিপ পড়ে ঘুরে বেড়াই আমা হতে তোমা, তোমা হতে অন্যা ,অন্যা হতে অনন্যায়
এই লাইন পড়ে আমি মুগ্ধ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

ডট কম ০০৯ বলেছেন: বলেন কি মিতা!!

আফসুস আপ্নে কেন মাইয়া হইলেন না তাইলে তো পটায়ে ফেলতে পারতাম। হেহেহেহেহেহেহেহেহ

কিরাম আছেন আজকাল?

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

অদৃশ্য বলেছেন:





বেশ লাগলো লিখাটি...


শুভকামনা...

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ অদৃশ্য!!

দৃশ্যমান হইলে জানায়েন।আপনারে দেখতে যামু।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

একজন আরমান বলেছেন:
আহাহাহাহহাহা।

এইতো চলছে !
আপনাকে ফেবুতে দেখি না কেন? ব্যাস্ত নাকি?

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ভীষণ কাজের চাপে আছি ভাই।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কি করবা নাকি?
লাইন টা কেমন হল? কবিতার মান একটু কমাল মনে হয়।
এমনিতে ভাল লেগেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪০

ডট কম ০০৯ বলেছেন: নাজিম-উদ-দৌলা ভাই পাঠক একটি লেখাকে যেকোন ভাবেই নিতে পারে।এতে কবির কিছু করার থাকেনা।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।সামনের দিন গুলি তে খেয়াল রাখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.