নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অগোছালো মেয়ে-০২

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৩





আমি একেছি কাজল নিপুন,সাজানো টিপ, তোমার মুখের ক্যানভাসে

তুমি দিয়েছ ব্যাথা,হরণ করেছ ভালবাসা,আমার প্রতিটি শ্বাসে



অগোছালো মেয়ে

এই দেখ চেয়ে



আজো আছি ,চেয়ে আছি ,আসবে বলে আমার পাশে

সীমানা পেরিয়ে,রেল জংশন ধরে,সীমাহীন স্বপ্নের কাছে।



অগোছালো মেয়ে

আমি আছি চেয়ে



তোমার প্রতিটি মুহূর্তে,খুব কাছাকাছি,জীবনের পাশাপাশি

যাপিত জীবন,কাটছে ভীষন,আমার দিবা নিশি



অগোছালো মেয়ে ০১

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
ছবিটাও সুন্দর হয়েছে !

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আরেকটা সুন্দর কবিতা।
বেশ লাগলো।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১১

ডট কম ০০৯ বলেছেন: আপনার কমেন্টস ও আমার খুব ভাল লাগলো

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাবছি, ওরা দুজন ছাদের ওখানে উঠলো কীভাবে, আর ফটোগ্রাফার ছবি তুললো কোথায় দাঁড়িয়ে ;) গতকাল চ্যানেল আইয়ে স্লামডগ মিলিয়নিয়র দেখালো- মেয়েটার ছবি দেখে তো ভাভছিলাম ফ্রিদা পিন্টো বুঝি, কিন্তু ওর নায়ক দেব প্যাটেল এতো মোটা নয় ;) ছবিতে এমন দৃশ্যও ছিল না মনে হয়।

যাই হোক, ছবিটা যেমন খাসা, কবিতাও আবেগে ঠাসা ;)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৩

ডট কম ০০৯ বলেছেন: াহাহহাহ
এত গভীর চিন্তা নিয়া থাকেন কেমনে ফারিহান ভাই।

আপনারে ধইন্ন্যা আমারো প্রশ্ন ছবি তুল্ল কোথা থেকে।

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:




সেইরাম ভালুবাসা কোবতে +++

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: ভালুবাসার কমতি নাই তো জেসন ভাই।

ভালুবাসা চির অমর যতই ঝড় ঝঞ্জা আসুক।

৫| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সিম্পল, সুন্দর ||

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: এমন্টাই হতে চাই ইমরাজ কবির মুন ভাই।

সাথেই থাকুন।পাশে থাকুন।

৬| ০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

টুম্পা মনি বলেছেন: মিষ্টি কবিতা।

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি। আপনার নাম দেখে কার কথা যেন মনে পড়ে গেল।

৭| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৪

মাহবু১৫৪ বলেছেন: +++

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৬

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মহবু ভাই।

৮| ০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।

আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সব সময়।

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

মায়াবী ছায়া বলেছেন: তোমার প্রতিটি মুহূর্তে,খুব কাছাকাছি,জীবনের পাশাপাশি
যাপিত জীবন,কাটছে ভীষন,আমার দিবা নিশি ।
চমৎকার একটা কবিতা !
শুভকামনা ।।

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:১১

ডট কম ০০৯ বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা মায়াবী ছায়া।

ভালথাকবেন।

১০| ০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭

টুম্পা মনি বলেছেন: কার কথা????!!!!!! B:-) B:-) B:-)

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

ডট কম ০০৯ বলেছেন: সেইটা বলতে হইলে বল্গে বলা যাইবেক না।ফেসবুকে আসিতে হইবেক।

https://www.facebook.com/syed.haque.92

চইলা আসেন ইনবক্সে কই। হাহহাহাহহা

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!

সুন্দর সুন্দর সুন্দর!!!


ছবিতা ও কবিতা!!!!

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ শায়মা হক

আপনার মূল্যবান মন্তব্যের জন্য।ভালা আছুইন।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর, মুগ্ধতা রাশি রাশি

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

ডট কম ০০৯ বলেছেন: আপনার প্রতি ও আমি মুগ্ধ যে লেখা লিখেন।মারাত্নক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.