নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অগোছালো মেয়ে ০৩

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩





চারিদিকে এত আনন্দ,রুপোলি আলো,নীলাভ সন্ধ্যা

আজ এই অষ্টমীর দিনে কেউ বলল না "এসো" ......পূজো দেখতে যাব

বলেনি দেবী রুপে সেজেছি,সিদুর মেখেছি সিথিতে





অথচ কত কাল, কত দিন,কত সন্ধ্যে প্রত্যাশায় ছিলাম

আজ বুঝি প্রত্যাশা উপেক্ষায় রুপান্তরিত হবে



আসলে জীবনে কেউ বলে না "এসো"

"এসো" টা মনেই থাকে,কারো না কারো জন্য তোলা থাকে।



প্রত্যাসিত সময় এলো,"এসো" শোনা হল না

দাবীটা কি খুব বেশী ছিল অগোছালো মেয়ে? আর জানা হল না।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

মামুন রশিদ বলেছেন: হুম, সুন্দর কবিতা । ছবিটাও সুন্দর ।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২

ডট কম ০০৯ বলেছেন: হ ছবিটা অনেক সুন্দর হইছে আমি বুঝতাছি।

অগোছালো মেয়ে তো।মেয়ে না।

২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

মাহতাব সমুদ্র বলেছেন: মামুন রশিদ বলেছেন: হুম, সুন্দর কবিতা । ছবিটাও সুন্দর । বানান ঠিক করে নেন।

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৩

ডট কম ০০৯ বলেছেন: মাপ চাই ভাই বানান ফানানের ভুল ধইরেন না।

মনের ভাব প্রকাশিলেই আমি খুসি।

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




ভাবী জানে :| :| :|

১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৩

ডট কম ০০৯ বলেছেন: জানানোটা কি উচিত হবে বলিয়া আপনার মনে হয়।

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

প্রত্যাশিত সময় এলো, ‘এসো’ শোনা হল না


জীবনে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর হয় না। আমি পরম করুণাময়ের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, একদিন যেন হঠাৎ করে ভাবী ডেকে ওঠেন - ‘এসো’। তারপর তাঁর হাত ধরে আমিন জুয়েলার্সে গিয়ে ভাবীর ডিমান্ড অনুযায়ী ৭ ভরি সোনার একটা হার বানিয়ে দেন। আমিন।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪১

ডট কম ০০৯ বলেছেন: "এসো" এই এসো কোন এসো বুঝতে পারছেন তো ফারিহান ভাই।

৫| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না। আমি ‘এসো’ বুঝতে পারি নি ;) তবে বয়স হলে আরো ভালোভাবে বুঝতে পারবো ;)

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

ডট কম ০০৯ বলেছেন: এসো এসো এসো আপনার জন্যও এত্তগুলা এসো এসো এসো।

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৯

নেক্সাস বলেছেন: দাবীটা কি খুব বেশী ছিল অগোছালো মেয়ে? আর জানা হল না।


বাহ বেশ সুন্দর কবিতা

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৪

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই। কেমন আছেন।

৭| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অবিনাশী অন্ধকার বলেছেন: সুন্দর কবিতা B:-/

১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ অবিনাশী অন্ধকার ভাই।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।
স্নিগ্ধ কবিতা মন জুড়িয়ে যায়।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: তাহার মন কেন যে জুরায় না।তাইলেই ত হইত।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০

মায়াবী ছায়া বলেছেন: বাহ্....খুব সুন্দর ।।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: ধইন্যাপাতা এক কেজি! মায়াবী ছায়া।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫

আরজু পনি বলেছেন:
সেটাই...দাবীটা খুব বেশি ছিল না তো...

ভালো লাগলো অভিমানি কবিতা পড়ে ।।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯

ডট কম ০০৯ বলেছেন: আপনার এই ছোট্ট মন্তব্য পড়িয়া যারপর নাই আনন্দিত হইলাম

সুখী হোন।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কবিতা ও ছবি দুটোই সুন্দর

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১

ডট কম ০০৯ বলেছেন: কান্ডারী অর্থব ভাই আপ্নারেও অনেক ধন্যবাদ ভাই।

সালাম জানবেন।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

অস্পিসাস প্রেইস বলেছেন:

সুন্দর কবিতা, ছবিটা পুরো কবিতায় এক চমৎকার আবেশ তৈরি করল।

আমার পোষ্টে আপনার কমেন্ট মনে আছে। আপনাকে খুঁজে পেতে একটু দেরী হয়ে গেলো। কেমন আছেন আপনি?

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অস্পিসাস প্রেইস ভাইডি

খুব ভাল আছি ভাই।আপনি কেমন!

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
এইতো ভালো আছি। আপনার নতুন নতুন পোস্টের অপেক্ষায় রইলাম :)

শুভ কামনা ভাইডি :)

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

ডট কম ০০৯ বলেছেন: শুভ কামনা ভাইডি।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: আমিনুর রহমান বলেছেন:

ভাবী জানে
:| :| :|

;) ;) B-) B-) =p~ =p~ =p~

হাহহাহা!!
কবিতায় অনেক ভাললাগা!

১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪১

ডট কম ০০৯ বলেছেন: হ বাসায় জানে ভাবী জানে কিনা কইতারি না!! হে হে হে হে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.