| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডট কম ০০৯
থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক
![]()
অগোছালো মেয়ে,
সেই যে গেলে আর এলে না,
এলেই না যখন,তখন কিসের জিজ্ঞাসা!
কেন ভাবনাকে উলট পালট কর
কেন ভুল ভাবো!!
কেন ভুলে থাকো!!!
কেন প্রশ্ন রাখ?
আমি কার?
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৮
ডট কম ০০৯ বলেছেন: হাসেন ক্যারে!! ![]()
২|
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: কেন প্রশ্ন রাখ?
আমি কার?
ভয়াবহ প্রশ্ন !
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৩৯
ডট কম ০০৯ বলেছেন: আসলেই প্রশ্ন!! কঠিন প্রশ্ন আমি কার?
৩|
১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কঠিন প্র্শ্ন আমি কার?
আরো কঠিন প্রশ্ন কে আমার ?
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১
ডট কম ০০৯ বলেছেন: আমি কার?
কে আমার?
জগতে কে কাহার?
ভাবতে থাকুন।
৪|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জানিনা ।
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪১
ডট কম ০০৯ বলেছেন: কে জানে তবে?
কে মিটাবে প্রশ্নের এই উত্তর কান্ডারী ভাই। ![]()
৫|
১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৪২
ইমিনা বলেছেন: যে চলে যায়, তার সাথে কোন কথা নাই
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৫
ডট কম ০০৯ বলেছেন: চলে গিয়েও যে প্রশ্ন রাখে তারে কি কইবেন সেইটা বলেন?
ইমি না।
৬|
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৮
মামুন রশিদ বলেছেন: কি কমু !!
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩
ডট কম ০০৯ বলেছেন: উত্তর দেন। আমি কার? ![]()
৭|
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭
ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদের সহিত পিলাস গৃহীত হইল।
৮|
২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭
আরজু পনি বলেছেন:
চলে গেলেও হৃদয়ে থেকে যায় বলেই যতো সমস্যা !
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭
ডট কম ০০৯ বলেছেন: হুম্ম!! কেউ পোড়ে কেউ পোড়ায়।
আমার ব্লগে আরজু পনি কে স্বাগতম।
আপনার দেয়া এই কমেন্টস আমার প্রেরণা হয়ে রইল।
৯|
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৯
জুন বলেছেন:
জটিল কুশ্চেন ডট কম
কেন প্রশ্ন রাখ?
আমি কার
একবার রিমান্ডে নিয়ে পুছপাছ করেন দেখি
মিনি কবিতায় ম্যক্সি ভালোলাগা
+
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪২
ডট কম ০০৯ বলেছেন: রিমান্ডে তো আমারে নিছে জুন আপ্পি।
আপনার ম্যাক্সি ভাললাগায় আমি ধন্য।
১০|
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৬
সুমন কর বলেছেন: এটা কোন প্রশ্ন হলো, আমি কারোর না ।।।
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০
ডট কম ০০৯ বলেছেন: হুম্ম
তাই তো দেখতাছি। আফনে কারোর না। আপনি কেবলি আপনার নিজের।
ভাবীরে কথাটা জানাইতে হইব।
১১|
৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১
কালের সময় বলেছেন: কেউ কার না
৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৩
ডট কম ০০৯ বলেছেন: অতীব চিরন্ত সত্য কথা। আমি স্বীকার করি।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: