নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

আয়না

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮



নারী,
প্রথম যেদিন শাড়ি পড়েছিলে,তাতে ভুল ছিল
টিপ পড়েতে গিয়ে,ভুল হল কাংখিত স্থান
প্রথম লিপস্টিক,অধরের বাইরে ছড়ালো

তাই,
তোমার প্রথম ভালবাসা টের পাওনি
আজো তুমি আয়নাকেই ভালবাস
কি দারুণ অপচয়!! নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদের।

আমার মত নিছক "নর" কে নেইকো প্রয়োজন
তোমার সকল ভুলের মত,এখানেও ভুল হোক
তোমার অপচয় শেষব্দি বহাল থাকুক।

পর জন্মে ঈশ্বরকে বলে, আয়না হব তোমার!!


নোটঃ সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৪

রাবেয়া রাহীম বলেছেন: বাহ ! নারীকে নিয়ে মননশীল কাব্য পড়ে অভিভুত হলাম। অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতার জন্য।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৫

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আপানাকেও রাবেয়া রাহীম। আমার ব্লগে আপনাকে স্বাগতম। ভাল থাকুন।

২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। শুভ সকাল।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১২

বিজন রয় বলেছেন: পর জন্মে ঈশ্বরকে বলে, আয়না হব তোমার!!

হা হা হা আপনার ইচ্ছা পূরণ হোক।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

ডট কম ০০৯ বলেছেন: সকল অভাগা নর এর ইচ্চা পূরণ হোক। আমীন।

৪| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন কবিতা।
দারুন ভাবনা।
++

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১০

ডট কম ০০৯ বলেছেন: দারুণ কমেন্টস!!

৫| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০০

ফেক রুধির বলেছেন: অনেক ভালো লাগলো

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ গ্রহণ করুণ।

৬| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৪

গীতবিতান কাফকা বলেছেন: সুন্দর

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ০৮ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
পর জন্মে ঈশ্বরকে বলে, আয়না হব তোমার!!

ভালো লাগলো কবিতা এবং তিশার ছবি :)

৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ফারিহান ভাই।

১০| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

মায়াবী রূপকথা বলেছেন: দারুন কবিতা ভাইয়া! অনেকগুলো + :)

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মায়াবী রুপকথা।

১১| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

আলোরিকা বলেছেন: অসম্ভব সুন্দর মিষ্টি একটি কবিতা হয়েছে ! :)

১২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আলোরিকা।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

এহসান সাবির বলেছেন: নারী দিবসে নারীকে নিয়ে সেরা কবিতা।

শুভেচ্ছা।

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। কেমন আছেন।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩১

ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর কবিতা। খুব ভাল লাগল!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.