নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

কেমন আছো!!

১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৯



(১)

কী অধিকার তোমার,
কথা হলেই জিজ্ঞেস কর "কেমন আছো?"
কী অভিমান আমার,
চুপ করে সত্য গিলে বলি "ভাল আছি" ।

(২)

তোমার কেমন আছ?প্রশ্নের......
জটিল জবাব "যেমন রেখেছ"
সরল উত্তর "ভাল আছি"
কষ্টকর প্রতুত্তোর "ঘাড় কাত"

তিনটে সাম্ভব্য উত্তর থাকার পরো
যখন উত্তর পেলে "ভাল নেই"
বুঝে নিও,চন্দ্রকথা!

"ত্রিশ বছরের যুবক কখনো ভাল থাকে না"


নোটঃ এই "কেমন আছ" শব্দটা আমার মাথায় গেঁথে গেছে,ইচ্ছে আছে এই সিরিজের আরো একটি কবিতা লেখার। প্রথম কবিতাটি ইতিপূর্বে সামুতে প্রকাশিত।একজায়গার করার জন্য আবার দেয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০০

সুমন কর বলেছেন: হুম ! ১ ভালো লেগেছে।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

রাজসোহান বলেছেন: কথোপকথনটা সুন্দর হয়েছে। গাব্রিয়েল গার্সিয়া মার্কেস নিঃসঙ্গতার একশ বছর লিখে গেছেন, এখন সময় নিঃসঙ্গতার ত্রিশ বছর লেখার। /:)

৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,



"কেমন আছ" কবিতা কেমন হয় দেখা যাক ।
প্রথমটা ভালো হয়েছে ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: "ত্রিশ বছরের যুবক কখনো ভাল থাকে না"


লাইনটা অনেক না বলা / বলা কথার কথা বলে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লেগেছে!

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার বয়স মাত্র ত্রিশ ?

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

হাসান মাহবুব বলেছেন: ত্রিশ বছরের যুবক কখনো ভাল থাকে না

ঠিক ঠিক!

৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: 'কেমন আছো' এর উত্তর দারুণ টুইষ্টিং ! ভাল লেগেছে লেখায় ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

১০| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন:
ভাল্লাগলো !
কেমন আছো ? ;)

১১| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:০০

শায়মা বলেছেন: কেমন আছো ভাইয়া?

কেমন আছো কবিতারা কেমন আছে?:)

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৮

ডট কম ০০৯ বলেছেন: আমি ভাল নেই এইটুকু জানি।

কবিতারাও ভাল নেই এইটুকু মানি।

১২| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: :(

১৩| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক সুন্দর কবিতা, ভাল লাগার মধ্যে একটা।
কবির প্রতি রইল অফুরন্ত শ্রদ্ধা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.