নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মুছে ফেলা অতীত

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮



শরীরে শাড়ি জড়াও নাকি ভুলে যাওয়া অভিমান
টিপটা বেশ যত্ন নিয়েই তুমি আঁক,খুঁত খুঁজে পাই না
আমার প্রতি পদে ভুলের পাহাড় আর অনর্থক রাত জাগার গল্প
তোমার সব মনে থাকে,আমি ভুলে যাই নিকটতম ভবিষ্যত
সেদিন হাত ফসকে পড়ে গেল বর্তমান।

আজ,
চড়া পারফিউমে অতীত মুছে ফেলেছি,এসো নতুন করে সাজাই দাবার গুটি।

মন্তব্য ৩১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩

ডট কম ০০৯ বলেছেন: কি উপলক্ষে শুভেচ্ছা ভাইজান?

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



সব কাল হারালে মানুষ কবি হয়ে যায়?

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

ডট কম ০০৯ বলেছেন: জি না চাঁদ গাজী ভাই। কেউ কেউ পূর্নতায়ও কবি হয়।হয়তো সংখ্যায় সামান্য।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১

হাসান মাহবুব বলেছেন: উপমার প্রয়োগ ইন্টারেস্টিং বেশ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই।

লেখাটা লিখে আমি নিজেও বেশ ভাল বোধ করেছি।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ জানবেন মারিয়া ফেরদৌসী। ব্লগে স্বাগতম।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

মার্কো পোলো বলেছেন:
চমৎকার। ভাল লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মার্কো পোলো। ব্লগে স্বাগতম। ভাল থাকুন।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২১

সম্রাট৯০ বলেছেন: আজ,
চড়া পারফিউমে অতীত মুছে ফেলেছি,এসো নতুন করে সাজাই দাবার গুটি।
দারুন বলেছেন

এসো মুছে ফেলি পুরাতন অনলাইন সংসার, নতুন করে সাজাই আবার ...... হাহাহাহাহাহাহাহ

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

ডট কম ০০৯ বলেছেন: হুম অনলাইন সংসার সাজানো হবে!!


ধন্যবাদ সম্রাট৯০। ভাল থাকবেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

মেহেদী রবিন বলেছেন: বেশ ভালো

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ মেহেদী ভাই। ভাল থাকুন।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে

আকো,খুত খুজে এদের মাথায় চন্দ্রবিন্দু লাগবে বোধয়

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ ফাতেমা। টাইপো গুলো ঠিক করা হয়েছে। ব্লগে স্বাগতম।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। কেমন আছেন?

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১:৫১

রক্তিম দিগন্ত বলেছেন:
টাইপো আছে কয়েকটা - তবে কবিতায় আমি ভিন্নতার স্বাদ পেলাম। অসাধারণ।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

ডট কম ০০৯ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রক্তিম দিগন্ত। ভাল থাকবেন।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেদিন হাত ফসকে পড়ে গেল বর্তমান।//

মুগ্ধতা।

টাইপো আছে।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র। ভাল থাকবেন।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

মা.হাসান বলেছেন: ইদানিং কিছু আঁতেলের কবিতা পড়ে মনে হ্য় আইএস এর সাথে যোগাযোগ কোরে কবিদের পেটানোর জন্য পয়সা দেই। অনেক দিন পর আপনার লাইন গুলো পড়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

ডট কম ০০৯ বলেছেন: মা। হাসান ভাই।
এমনভাবে বলবেন না। আপনার কাছে য উচ্চ মান বা ভাললাগার জিনিষ তা অন্যের কাছে উচ্চমান নাও হতে পারে। এটা নির্ভর করে ব্যাক্তির জ্ঞান,গভীরতার উপর।তাই কোণ সৃষ্টি কর্মই অমূলক নয়।অন্তত আমি এমনটাই ভাবি।আরো একটা কথা বলি মাঝে মাঝে আমিও আইসিস এর পিটানি খাওয়ার মত লেখা লিখি। হাহাহহাহাহ

সর্বোপরি কবিতা পাঠের জন্য ধন্যবাদ।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

অবনি মণি বলেছেন: সুন্দর !!!

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

ডট কম ০০৯ বলেছেন: কবিতা পাঠের জন্য ধন্যবাদ অবনি। ভাল থাকবেন।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন আপনার কবিতা পড়লাম -- এক কথায় অসাধারণ --- প্রতিটি বাক্যে মুগ্ধতা রেখে গেলাম

০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

ডট কম ০০৯ বলেছেন: আপনার এমন উৎসাহমূলক মন্তব্যের পরে আসলে কি লিখব বলে বোঝাতে পারছি না। ভাল থাকবেন। আমি অনুপ্রানিত।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,




চাইলেই কি অতীত মুছে ফেলা যায় ?
তোরঙ্গে তুলে রাখা শাড়ীর ভাজে ভাজে যে পুরোনো সৌগন্ধ লেপ্টে থাকে ন্যাপথালিনের তা চড়া পারফিউমে ও খাবি খায়না । ভাজ খুলতেই ঝাঁপিয়ে পড়ে দুদ্দার ......

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৪

ডট কম ০০৯ বলেছেন: আপনার লাইনগুলোর জন্য ধন্যবাদ জানবেন আহমেদ জী এস ভাই। দেরী হয়ে গেল উত্তর দিতে কিছু মনে করবেন না।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

গেম চেঞ্জার বলেছেন: এই কি তাহলে ঠিকঠাক ভাবনা!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.