নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের কবিতা

৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯




অসম্ভব মন খারাপের দিন গুলিতে হাটতে মন চায়
খোলা মাঠে,অচেনা পথে,
উদ্দেশ্যহীন সেই হাঁটা
যেন আমার কেউ নেই,আমি পৃথিবীর কেউ নই।

মন খারাপের সময়কে,
বারান্দায় বসে প্রকৃতি দেখেও পার করা যায়
ডিঙ্গিয়ে যাওয়া যায়, কানে এয়ারফোন রেখেও
নিকোটিনকে সময় দেয়া যায়।

আর
নিজেকে ঠকানোর শ্রেষ্ঠ চেষ্টা করা যায়।

এতগুলো উপায় থাকতেও আমি নিরুপায়
বসে থাকি বিধাতার নির্ধারন করা স্থানে।

মন খারাপ হলে,সময়গুলি দীর্ঘ হয়ে যায়
আজ বিধাতার মন খারাপ,সময় ধার নেবে কেউ?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

বর্ষন হোমস বলেছেন: মন উল্টো ভাল হয়ে গেল

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

ডট কম ০০৯ বলেছেন: সারা বছর মন ভাল থাকুক এই শুভ কামনা।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: মন খারাপ হলে, সময়গুলো কেউ ধার নিতে চায় না !!!

ভালো লাগল। নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

ডট কম ০০৯ বলেছেন: হুম সেটাই সত্য। কেউ কারো মন খারাপ নিতে চায় না।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: দুঃখ কষ্ট নিপাত যাক ।

ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

হ্যাপি নিউ ইয়ার ।
ভালো থাকুন।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই ভাল থাকুন।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: ডট কম ০০৯ ,



কেন হে খারাপ তব মন ?
সময় যে কেউ দেয়না দাদন
এ তো জীবনেরই সাতকাহন..................

মোটামুটি হয়েছে কবিতা ।
শুভেচ্ছা বিদায়ী বছরের ।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস ভাই। খুব ভাল থাকুন।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর হয়েছে,

তবে শেষ লাইনটা, বিধাতার মন খারাপ, কথাটা না হলে ভালো হতো।


ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০

ডট কম ০০৯ বলেছেন: বিধাতা বলতে যে ব্যাক্তি কেবলি আল্লাহ বোঝেন তাদের সেই ভুলটা ভেঙ্গে যাক।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: তবে শেষ লাইনটা, বিধাতার মন খারাপ, কথাটা না হলে ভালো হতো।
সামিউল ইসলাম বাবু ভাইয়ের মন্তব্যে একমত,,

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০০

ডট কম ০০৯ বলেছেন: বিধাতা বলতে যে ব্যাক্তি কেবলি আল্লাহ বোঝেন তাদের সেই ভুলটা ভেঙ্গে যাক।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

আলোরিকা বলেছেন: বিদায়ী বছরের সাথে মন খারাপও বিদেয় হোক --------হ্যাপি নিউ ইয়ার :)

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: শুভ ইংরেজী নববর্ষ আলোরিকা। ভাল থাকবেন।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

একজন আরমান বলেছেন: দুঃখের কবিতায় ভালো লাগা মিতা। :)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই মন খারাপের সময়গুলো খুব দীর্ঘ হয়, শেষ হতেই চায় না।


কবিতা ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.