নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

এ কেমন discrimination:((

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আমি এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এর নগণ্য ছাত্র। আমার বিশ্ববিদ্যালয় এর এক নামকরা শিক্ষক ক্লাস এ আমাদের গ্রুপ এর সবাইকে এমন ভাবে অপমান করল যে জেন আমরা উনার বাড়া ভাতে ছাই দিয়েছি...আমার ওই শিক্ষক এর ভাষ্যমতে ক্লাসে মেয়েরা কথা বলতেই পারে কারন মেয়েরা একটু বাঁচাল টাইপের হয়,...আর যদি ক্লাস এ ছেলেরা একটু কথা বলে তাহলে উনার ভাষ্যমতে আমরা ছেলেরা নাকি বিশ্ববিদ্যালয় এ ভর্তি হবার কোন যোগ্যতাই রাখি না।......অথচ টেকনাফ এ জাহাজে আমাদের আসল ধর্ম (কেউ ঝগড়া লাগিয়ে কখনও পার পেত না ) বাদ দিয়ে এই স্যার এর জন্যই অন্য মানুষের কাছে হাত জোর করে মাফ চেয়ে সমস্যার সমাধান করেছিলাম। আমার প্রস্ন হল তখন কোথায় ছিল তার নারী বাহিনী..... এখন মনে হচ্ছে ওনারে মাইরা নদীতে যদি ফেলে দিত তাই ভাল ছিল... তাহলে আর এরকম শিক্ষিত মানুশের আড়ালে তার গর্দভ চেহারা টা প্রকাশ পেত না...



আমি একজন নতুন ব্লগার তাই আমার লেখায় যদি কোন প্রকার ভুল খুঁজে পান ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন বলে আশা করছি...........

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

বোকামন বলেছেন: সুন্দর দৃষ্টি তে দেখলাম

২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

রীতিমত লিয়া বলেছেন: ঘটনা বুঝলাম না

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ঠোঁটকাটা বলেছেন: আমার পর্যবেক্ষণঃ ক্লাসে কিছু আতেল টাইপের ভাল ছাত্র থাকে যারা স্কুল কলেজে মেয়েদের সাথে কথা বলেনা কারণ আম্মু বকবে। তারপর বিশ্ববিদ্যালয়ে এসে মেয়েরা সুন্দর হাসি দিয়ে অনেক কষ্টের ফসল নোটগুলো নিয়ে যায় কিছু বলতে পারে না। বিনিময়ে কিছুই পায় না। এরাই একসময় টিচার হয়। তারপর সারাজীবন মেয়েদের থেকে দূরে থাকার অভাবটা টিচার হিসেবে ছাত্রীদের কাছ থেকে পুষিয়ে নেয়। মেয়েদের কাছ থেকে প্রশংসা শুনতে নাম্বার বাড়িয়ে দেয়, ছেলেদের অহেতুক বকাবকি করে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ঘূণে পোকা বলেছেন: ঘটনা টা হল আমি স্যার কে একটা প্রশ্ন করেছিলাম স্যার উত্তর দিতে তো পারেই নাই উলটো আমাদেরকে চেয়ারম্যান মাম এর রুম এ যায়।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ জনাব আপনার এই সুন্দর মন্তব্য টি করার জন্য @ ঠোঁটকাটা

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

কবি সাহেব বলেছেন: দু:খিত, ভাইয়া কিছু মনে করবেন না, আপনার বানানে কিছু সমস্যা আছে।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ঘূণে পোকা বলেছেন: না ভাইয়া রাগ করার কিছু নাই...আপনাকে ধন্যবাদ আমাকে আমার সমস্যা ধরিয়ে দেয়ার জন্য @ কবি সাহেব

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কবি সাহেব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

বাউন্ডুলে তিতাস বলেছেন: ঠোঁটকাটা বলেছেন: আমার পর্যবেক্ষণঃ ক্লাসে কিছু আতেল টাইপের ভাল ছাত্র থাকে যারা স্কুল কলেজে মেয়েদের সাথে কথা বলেনা কারণ আম্মু বকবে। তারপর বিশ্ববিদ্যালয়ে এসে মেয়েরা সুন্দর হাসি দিয়ে অনেক কষ্টের ফসল নোটগুলো নিয়ে যায় কিছু বলতে পারে না। বিনিময়ে কিছুই পায় না। এরাই একসময় টিচার হয়। তারপর সারাজীবন মেয়েদের থেকে দূরে থাকার অভাবটা টিচার হিসেবে ছাত্রীদের কাছ থেকে পুষিয়ে নেয়। মেয়েদের কাছ থেকে প্রশংসা শুনতে নাম্বার বাড়িয়ে দেয়, ছেলেদের অহেতুক বকাবকি করে।


সহমত

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সাদা কলো বলেছেন: আরে বুঝেন না কেন খালি কলসি ভাজে বেশি। দেখেন ওই ব্যটা খালি কলসি, তাই ধমক খাইছেন।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

ঘূণে পোকা বলেছেন: আমার কথা হইল এত ছোট মানসিকতার মানুষদের জন্যই দেশের এই অবস্থা...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.