নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

রাতের ঢাকার চিরচেনা চেহারা.........

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

রাতের ঢাকায় কত কী দেখার আছে। রূপহীনা কিছু তরুণী কেমন মাছের মত চোখে তাকায় চলমান পুরুষদের দিকে।



যদি কেউ তাকে পছন্দ করে, যদি কেউ এগিয়ে আসে। অর্থ দিয়ে অল্প কিছু আনন্দ যদি কিনে নিতে চায়।



সৃষ্টির কোন এক লগ্নে বিধাতা শরীর দিয়ে মানব- মানবীকে পাঠিয়েছিলেন। সেই শরীরে বপন করেছেন ব্যাখ্যাতীত ভালবাসা। সেই ভালবাসার একটি কদর্য অংশ টাকা দিয়ে কেনা যায়।



আমি দীর্ঘশ্বাস ফেলি।

কী অকাতরে মানুষজন ঘুমাচ্ছে। কেউ কেউ বিড়ি ধরিয়ে পাশের জনের সাথে গল্প করছে।

এদের দেখে মনে হচ্ছে এরা কত সুখী!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

ড্রীমার বলেছেন: ভাল্লাগতেছিল আপনার লেখাগুলো, বাট এখানে এসেই ধপ করে নিভে গেল আপনার সম্বন্ধে ভাল ধারণাটা.. বুঝতেই পারছেন কি ধারনা করছি... কাম্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.