নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

#ব্যালন ডি-অর দুর্নীতি#

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১

ম্যাসিডোনিয়া ক্যাপ্টেন পানডেভ জানিয়েছেন যে তিনি ভোট দিয়েছিলেন মরিনহোকে এবং সেটাই লজিক্যাল; কারণ তারা একসঙ্গে কাজ করেছিলেন ইন্টার মিলানে। কিন্তু পরে দেখা যায় ফিফা তার ভোট কাউন্ট করেছে দেল বস্কের জন্যে। এমনকি বাকি দু'টি ভোটেও ছিল না মো-র নাম — ২য় এবং ৩য় ভোট দু'টি দেখায় মানচিনি এবং ইয়ুর্গেন ক্লোপের নামে।



পর্তুগিজ টিভি প্রোগ্রাম 'লা সেক্সতা দেপোর্তেস'-এ দেওয়া ইন্টারভিউটিতে তিনি আরও বলেন:— “আমি জানিনা এই স্ট্রেইঞ্জ ব্যাপারটা কিভাবে ঘটল! এমনকি আমি বসকে ফোন করে জানিয়েছিলামও যে আমি তাকে ভোট দিয়েছি।”



গতকাল মরিনহো অভিযোগ তুলেছিলেন যে কিছু লোক তাকে জানিয়েছিলেন যে তারা তাকে ভোট দিয়েছেন। অথচ ভোটিং পাবলিশড হওয়ার পর দেখা গেল যে তাদের ভোট অন্য কারও নামে কাউন্ট করা হয়েছে। পরে এক অফিশিয়াল স্টেইটমেন্টে ফিফা জানায় তাদের ভোটিং সিস্টেম কমপ্লিটলি কারেক্ট ছিল। ঠিক এর পরপরই মরিনহোর অভিযোগের প্রমাণস্বরূপ পানডেভ এ চাঞ্চল্যকর তথ্য জানান।



এখানেই শেষ নয়। গ্যাবনের পর্তুগিজ কোচ পাওলো দুয়ার্তে জানিয়েছেন যে ফিফা তার কাছে ভোটিং পেপার পৌঁছায় ভোট কাস্টিংয়ের টাইম শেষ হয়ে যাবার পর; ফলে তিনি ভোট দিতে পারেননি।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

হাসান মাহবুব বলেছেন: এইসব ফাউল কথা কৈত্থিকা যে পান, আবার গেলেনও!

২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

নূরূল ইমরান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: এইসব ফাউল কথা কৈত্থিকা যে পান, আবার গেলেনও!

ব্রাদার, যাহা রটে তাহার কিছুটা হলেও বটে। ডিজিটাল যুগে গুগল মামারে কইলেই তো কয়া দেয়, কই পায়। লেখকের সাথে সহমত।

৩| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

ঘূণে পোকা বলেছেন: ভাই ফাউল কথা না ..

৪| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

ঘূণে পোকা বলেছেন: সহমত পোষন করার জন্য ধন্যবাদ @ নূরূল ইমরান ভাই

৫| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ড. জেকিল বলেছেন: মরিনহোর ভাব খানা এমন যে, সারা দুনিয়া ওর বিরুদ্ধে লেগেছে। থিয়াগো সিলভার নাম দিয়েও এমন লেখা ছাপানো হয়েছিলো যে তার ভোট ভূল যায়গায় পড়েছে, কিন্তু পরে থিয়াগো নিজেই বিষয়টি অস্বীকার করে। দেখা যাক এবার কি ঘটে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.