নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

ছোট সময় একবার ক্রিকেটে ডিভিশনাল টিমে চান্স পাইছিলাম। বাপে কইল এইসব বাদ দিয়া পড়াশোনা কর। পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই।



একবার ফুটবল টিমে গোলকিপারের দায়িত্ব পাইলাম। বাপে কইল এইসব বাদ দিয়া পড়াশোনা কর। পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই।



একটা চরম ব্যবসায়ীক বুদ্ধি আইছিল ক্লাশ নাইনে থাকে। বাপে কইল এইসব বাদ দিয়া পড়াশোনা কর। পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই।



এখন সামনে সাকিব আল হাসান'রে দেখি, লিওনেল মেসি'রে দেখি, আর ও অনেকরে দেখি। তারা পোলাও খায়, রোষ্ট খায়, পিজ্জা খায়, আরো কত কি খায়। ভাত খাওয়ার টাইম নাই তাদের। খাইলেও শখে খায়।



আর আমার মত যারা লেখাপড়া করছে তাদের ও দেখি। ছাপোষা চাকরি কইরা তাদের কপালে খালি ভাতই জুটে। বাকি সব স্বপ্ন।



বাপে আসলে ঠিকই কইছিল। এই দুনিয়াতে পড়াশোনা ছাড়া আসলেই আর কোনো কিছুতেই ভাত নাই।

মন্তব্য ১৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০০

দায়িত্ববান নাগরিক বলেছেন: বাপে আসলে ঠিকই কইছিল। এই দুনিয়াতে পড়াশোনা ছাড়া আসলেই আর কোনো কিছুতেই ভাত নাই।

সহমত।

২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

বিজয় বেষ্ট বলেছেন: :-B :-B :-B :D :D :D :D

৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও সহমত।

৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

ইউসুফ আলী রিংকূ বলেছেন: পড়াশোনা ছাড়া এই দুনিয়াতে আর কোনো কিছুতেই ভাত নাই =p~ =p~ =p~ =p~ =p~


বাপে ভুল কইছিল কারন - আমার একটা কলিগ আছে বেতন ১০০০০/=

সে নিজের নাম ছারা কিছু লিখতে পারে না :-P :-P :-P :-P

৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~ =p~ =p~

৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৮

ডি মুন বলেছেন:
ভাত খাইতাম চাই না; লেহাপড়া অক্ষন থাইক্যাই বাদ দিলাম =p~ =p~ =p~ =p~

৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৪

পেন্সিল স্কেচ বলেছেন: মন বসে না পড়ার টেবিলে :-B |-) |-)

৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১২

নিকোটিন বলেছেন: +

৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪০

সায়মন এ শুভ বলেছেন: হা হা হা ।

১০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১১

হ্যাজাক বলেছেন: পড়ালেহা বাদ দিয়া আম্রিকা যামু মালিহার লগে দেহা করতে

১১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

কালোপরী বলেছেন: হুম

১২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

রিফাত হোসেন বলেছেন: কথা ভুল বলে নাই আপনার আব্বা , ঐ টা মন দিয়ে করলে, কুলিরও সর্দার হইতে পারবেন । :)

এইরকম সাকিব তামিম কোটি আছে , কয়েকজন সুযোগ পায় বা হয় !

কিন্তু সেই রকম তো সবাই প্রতিভাবান হয় না,সবাই তো সেই হাতছানি পায় না ।
আর শুনেন পিতজা পুতজা, তেহারী তুহারী ছাড়েন, এইগুলা স্বাস্থ্যের জন্য খারাপ ।
মাসে একবার বা দুই ৩ মাস পর খাইতে পারেন । :)

জাংকফুড খুবই খারাপ । :)

আামার বাপ কোন দিন খাইতে উতসাহ দেয় নাই, নিজেও খায় নাই .. তাই তো ৮৫ বছরের মাশাল্লাহ ! তাগড়া বাংলা টাইগার ;)

আমি যদিও খাইতাম তারঁ কথা না শুনে :(

সময়কে সঠিক কাজে লাগান, অবসর থাকলে কাউকে হেল্প করেন, কাজের সময় মন দিয়ে কাজ করেন, মনে করবেন ইবাদত করতেছেন. আর বিলাসীতা কম করবেন, দুনিয়া বেশী দিনের না ।

আমারও অনেক কিছু ইচ্ছা করেন, পূরন হবার পর, ফাকা ফাকাঁ মনে হয় !

অপরকে সাধ্যমত খুশি রাখি । :) তাতে সুখ পাই । :)

আমারে যদি কন রিফাইত্তা আজ থেইকা খানা দানা ফ্রি তুমি কি খাইবার চাও ! আমি কইতাম ভাই একমুঠো শাক , যেইডাই হোক ১ টা ফলের টুকরা, গ্যালন ভর্তি পানি আর এতদ্দূর চাল বা রুটি বা মাংস যাই হোক , যতটুকু হলে শরীরের উপযোগী !

রোগ টোগ কম হবে,আপনার ভোগান্তিও কম হবে । কেন সাহেব বৃদ্ধ বয়সে বার বার সাকিবের মত রোগী হইবেন ?

সাকিব যদিও এখন দৌড় ঝাপের মধ্যে আছে কিন্তু একটা সময় সে থেমে যাবে আর পয়সা যখন বেশী বসে বসেই খাইতে পারবে ! এইটা শরীরের জন্য + জীবনের জন্য খারাপ !

সুতরাং আপনে অনেক ভাল আছেন, ভাত কম খান , ভাল থাকবেন । ঘরে সবজি চাষ করেন, ছোট্ট পরিসরে, মন ভাল থাকবে । :)

আমার বউ টউ নাইক্কা, থাকলে তাকেও বলতাম তথা অনুরোধ করতাম চাষ করতে, সে সময় পাইত আর কি =p~

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৫

গ্রীনলাভার বলেছেন: জটিল এক জিনিস উপলব্ধি করছেন ভাই। B-)) B-)) B-)) B-))
তবে এইটাও ঠিক কয়জন সাকিব আর মেসির মতো চান্স পায়? কেন্ডিডেট তো অনেকেই। /:) /:)

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

ঘূণে পোকা বলেছেন: :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.