নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

মাওয়া ঘাট এবং আমার ঢাকায় ফেরা....

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

গত পরশুদিন মাদারীপুর থেকে ঢাকা এসেছি। হায় কি যে মজা পেলাম তা না বলে বোঝানো যাবে না...৪ ঘণ্টার পথ আসতে সময় লেগেছে মাত্র ৯ ঘন্টা সাথে ঢাকা শহরের মত মধুর জ্যাম তো ছিলই তখন আমি নস্টালজিক হয়ে পরেছিলাম ঢাকার চিরচেনা জ্যামের কথা মনে করে... এটুকুই তে শেষ না আরও আছে, ফেরি পারাপারের টিকেট না পাওয়াতে লঞ্চ পারাপারের গাড়ীতে আসতে হচ্ছিল এরপর হঠাৎ লঞ্চ ঘাট থেকে মাত্র ৬ কিলোমিটার দুরে নামিয়ে দেয়, কি আর করা হাটা শুরু করলাম হাটছি আর হাটছি ২ ঘন্টা একনাগাড়ে হাটার পর লঞ্চ ঘাটে পৌঁছলাম ...তারপর লঞ্চ এ উঠে এক ভদ্রলোকের মুখে শুনি উনি ৬০০ টাকার ভ্যান ভাড়া দিয়ে কিভাবে যেন লঞ্চ ঘাটে এসেছেন কথাটা শুনে মনে মনে বললাম ভালই হইছে বউ বাচ্চা নাই নইলে আমারও...... তারপর দেখি লঞ্চ এর ও দেখি সেইরাম গতি পিছনের ফেরি লঞ্চকে ওভার টেক করে কচ্ছপের গতিতে এগিয়ে গিয়ে যাত্রীদের নামিয়ে দেয় আর আমরা তাকিয়ে রই কখন নামতে পারব ...যাই হোক এবারের জার্নিটা সেইরাম পুরাই সেইরাম হইছে...কোনোদিনও ঐ দিনের কথা ভুলতে পারব না ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৬

অর্ফিয়াস বলেছেন: তাওতো নিরাপদে পৌছাতে পেরেছেন।অনেক মানুষতো ভাই সেই যে গেছেন আর ফিরতে পারেননি।

২| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ১৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ঢাকাবাসী বলেছেন: শুকুর করেন পৌছেছেন, বহু মানুষ পুরো দিন পরেই ঢাকা পৌছেছেন। হতেই হবে, ২ কোটি মানুষের জায়গাতে ২২ কোটি মানুষ হলে এটাতো হবেই! সমস্যা কমার কথা ভুলে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.