নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

ভাগ্যিস, আমি ক্লাস নাইন পাশ করে ফেলেছি......

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪

ক্লাস নাইনে থাকার সময় আমাদের কাজকর্ম ছিল এইরকম; স্কুলের পড়া ফাঁকি দেয়া যায় কিভাবে, স্কুলের কোন মেয়ে দেখতে কেমন, কোন মেয়ে কার দিকে কিভাবে তাকাচ্ছে, মেয়েদের নতুন বিবাহিতা পিটি ম্যাডাম উদ্ভট ভঙ্গিতে হাঁটছে কেন, আর ক্ষেত্রবিশেষে ফুটপাথের চটির দোকানে উঁকি মারা, এইসব কাজের মধ্যে আমাদের চিন্তা চেতনা সীমাবদ্ধ থাকতো। আর দিনের শেষে বিকেলে কিভাবে মাঠে গিয়ে খেলা যায়, মাঠে জায়গা করা বিষয়ক ফিল্ড পলিটিক্স। ব্যাস......



আর এখনকার ক্লাস নাইনের ছেলেরা, গিটার না পেয়ে ৭ তলা থেকে লাফ দেয়, আর মেয়েরা ইয়াবা না খেতে পেরে, ছেলে বন্ধুর সাথে চুদুরবুদুর না করতে পেরে, বাবা মাকে জবাই করে দেয়।



ভাগ্যিস, আমি ক্লাস নাইন পাশ করে ফেলেছি......

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১

শ্রাবণ নজরুল বলেছেন: ভালো লাগলো...

৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৫

ঘূণে পোকা বলেছেন: ধনযবাদ

২| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৬

মনিরা সুলতানা বলেছেন: খুব ই দুঃখ জনক ... :(

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

ঘূণে পোকা বলেছেন: :( :(

৩| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

অজানাবন্ধু বলেছেন: এসব কি বলছেন।
আমার ছোট ভাই বোন গুলা পড়াশুনা আমার চেয়ে অনেক গুন বেশী সিরিয়াস।
রেজাল্ট ও ভাল।
তাদের চিন্তা ভাবনা ও কর্মকান্ডও অনেক বেশী পজেটিভ।
আমি যেখানে পরিক্ষায় ফেল করে বাসা থেকে ৪/৫ দিনের জন্য পালিয়ে যেতাম।
তারা ৮০ জাগায় ৭৫ পেলে কেদে কেটে সবাইকে অস্তির করে ফেলে।
আমার মত অন্যদের ও নিশ্চয় একই মত।
এখন কার এস এস সি ও এইচ এস সির রেজাল্ট গুলির দিকে তাকান তাহলেই
আশা করি আপনার ভুল বুঝতে পারবেন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

খাটাস বলেছেন: খারাপ কি? দেশ আধুনিক হচ্ছে তো>>>> :-&

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৯

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: মনের কথা লিখছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.