নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

আজকালকার "আপু সমাজের" কিছু কিছু আপুর অগ্রযাত্রা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

আজ বাসেউঠে বসার পর রামপুরা থেকে একটা মেয়ে বাসে উঠে আমার পাশে এসে বসলো... দেখে বুঝলাম, এ মেয়ে বড়জোর ক্লাস ৯/১০ এ পড়তে পারে... এর বেশী কেউ কল্লা কাইট্টা দিয়া বললেও বিশ্বাস করবো না...এরপর তার লাগাতার ফোন কনভার্সন থেকে বুঝলাম এ যুগের "আপু সমাজের" কেউ কেউ কতটা এগিয়ে গেছে !!!! - হ্যাঁ শুনো, আমি বাসে উঠে গেছি... আসতেছি।। তুমি দাড়াও... ( ওপার থেকে কিছু একটা বলেছে) - না না, একাই আসতেছি।। আর ২০ মিনিট লাগবে সর্বোচ্চ.....আর ­একটু ওয়েট করো প্লিজ ...(হটাত মোবাইল খানা চক্ষের সামনে ধরিয়া)... এই তুমি লাইন কাটো... তাড়াতাড়ি... বাসা থেকে ফোন দিছে... যাক বাবা, মনে করলাম-পরিবারের অনেক বাঁধা ধরা মেনে মনের মানুষের সাথে একটু দেখা করতে যাচ্ছে... ভালা মাইয়া... এরপরের কনভার্সন শুনিয়া কান গরম হইয়া গেলো... - এই, হটাত ফোন দিলা যে?? কৈ তুমি? - (ওপার থেকে মেবি) কৈ তুমি? - আমি তো প্রাইভেট এ যাচ্ছি... তোমাকে বলেছিলাম না, আজ থেকে প্রাইভেট শুরু হবে... সব বান্ধবীরাও আসতেছে... -( ওপার থেকে সম্ভবত দেখা করার অনুরোধ) - আরে না না, মাথা খারাপ?? আজ সম্ভব না... বান্ধবিরা আছে।। আর শুনো, তুমি এখন আর ফোন দিও না, স্যারের সামনে ফোন ধরতে পারবো না...... (কিছু খাজুইরা ও পারিবারিক আলাপের পর ফোন রাখা...) যাক বাবা মনে করলাম, এখানেই মনে হয় খ্যান্ত দিছে... ৫ মিনিট পর একটা বিটকালি মার্কা রিংটোনে আমার আধা ঝিমানু ঘুম ভেঙ্গে গেলো... কিশোরী হাসি মুখে ফোন রিসিভ করলো...আবার নতুন অতিথি...অতপরের কাহিনিসংক্ষেপেই লিখছি- - প্রাইভেটে যাচ্ছি... ওখানে ২ ঘণ্টার মতো লাগবে..... না তুমি আসতে হবে না... আমি৭টার দিকে অমুক রেস্টুরেন্টে আসবো... তুমি অপেক্ষা কইরো... আরে না, না... পাগল হইছো তুমি?? আমাকে ৯ টার মধ্যে বাসায় যেতে হবে...না বাবা, সম্ভব না... তাহলে থাক আজ দেখা করা দরকার নেই... অবশেষে ওপারের মানুষের অনেক অনুনয়-বিনয়ে হয়তো ৭টায় দেখা করতে রাজি হয়েছে... ৯ টা পর্যন্ত থাকার শর্তে... এর মধ্যে বাস মহাখালি এসে গেলো... জানিনা, মেয়েটি কোথায় নামবে কিংবা জানা হয়নি, এরপর নতুন করে আর কেউ ফোন দিয়েছিলো কিনা !!! এটাও জানা যায়নি, রামপুরাতে বাসে উঠার আগে কারো সাথে স্পেশাল মিটিং ছিল কিনা... তবে আজকালকার "আপু সমাজের" কিছু কিছু আপুর অগ্রযাত্রা দেখে থানণ্ডারড হয়ে যেতে হয়... ঘটনাটা চিন্তা করতেছি, আর মাথা হ্যাং হয়ে জাচ্ছিলো...এই হ্যাং মাথা নিয়েই মহাখালির ব্যাস্ত রাস্তা পার হচ্ছিলাম :)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪

প‌্যাপিলন বলেছেন: দেশে এহন প্রাইভেসী বইল্লা কিছুই নাই.... আফসুস :(

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

মশিকুর বলেছেন:
কইযেন পরছি আগে... যাই হোক এই ঘটনা মোটেও অবাস্তব কিছু না।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

মুগ্ধ মাহি বলেছেন: আরে পোকা বাবু আপনিতো কিছুই বুঝেন না দেখছি :-& :-&

এক ম্যানু রোজ রোজ ভালো লাগে নাকি ? তাছাড়া বিয়ের আগেই তো হরেক রকমের ছেলে আইটেম টেস্ট করার সময় , যেই আইটেম টা ভাল লাগবে তারে রেখে দিবে । কাঊকেঊ ভাল না লাগলে পড়ে না হয় অন্য কিছু :-B :-B :-B :-B

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

অজানাবন্ধু বলেছেন: আইচ্ছা কইনছেন দেহি কে/কারা বেশি বেকুব পুলাগুলা না মাইডা?

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তবে আজকালকার "আপু সমাজের" কিছু কিছু আপুর অগ্রযাত্রা দেখে থানণ্ডারড হয়ে যেতে হয়... ঘটনাটা চিন্তা করতেছি, আর মাথা হ্যাং হয়ে জাচ্ছিলো...এই হ্যাং মাথা নিয়েই মহাখালির ব্যাস্ত রাস্তা পার হচ্ছিলাম :)

কেন পৈতৃক প্রাণটা খোয়াতে চান :P ঐ সব না ভাইবা ইয়া নাফসি ইয়া নাফসি কইরা দেইখা শুইনা রাস্তা পার হইয়েন!
সাবধানের মাইর নাই।।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

মতিলাল বলেছেন: এরাই ঐশী জেনারেশন.........

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

খাটাস বলেছেন: সিনিয়ার জেনারেশন যখন হাসিনা খালেদা নিয়ে মহা উৎসাহে খোঁচা খুচি তে লিপ্ত, তখন দেশের নতুন জেনারেশন দাদাদের দেশের অপ আদর্শে আদরসিত হবে- এটাই স্বাভাবিক। কারন দেশের অনেক আদর্শ বান দের আদর্শ লাখ লাখ অনাদরসের মাঝে ছোট চোখে তারা খুজে পায় না। যত দিনে তারা দেসি আদর্শের সন্ধান পাওয়ার মত বয়সি হয়, তত দিনে তারা অপ আদর্শে প্রভাবিত হয়ে ওঠে, তখন দেশি আদর্শ কে ক্ষেত মনে হয়। দোষ কি শুধু তাদের? আমাদের নেই? শুধু জেনারেশনের বা তাদের বাবা মা কে এক তরফা ভাবে দোষ দিয়ে লাভ নেই। দোষারোপের চর্চা দিয়ে আমরা শুধু লীগ বা দল এর পাল্লা ভারি করতে পারব, একটা জেনারেশন কে চেঞ্জ করতে পারব না। নিজেদের পাল্টাতে হবে।
পোকা ভাই এর সাথে মনে হয় আমার আগে কথা হয়েছে। আপনি নিজেই আমার কথা বিচার করে মন চাইলে ট্যাগ দিতে পারেন।

তবে এ ধরনের ঘটনা নিয়ে আলোচনার প্রয়োজন আছে, সচেতনতা বাড়ে।
ভাল থাকবেন।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুধু আপু সমাজের অগ্রগতিই দেখলেন, ওপাশের ভাইয়া সমাজের অগ্রগতিটা দেখলেন না?

অবক্ষয় দু দিকেই হচ্ছে, অসচেতন বাবা-মা এবং সমাজের সবার দায়িত্ব পালনে ব্যর্থতাই আজকের এই অবস্থার জন্য দ্বায়ী...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.