নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

ইন্দুরের সাহস দেখছেন বাঘ রে কি কয় !!!!

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

ক্রিকেট জগতে সদ্য আগত হংকং ও আমাগো হারানোর কথা কইছে!এই কথাটা শুনে অসম্ভব রকমের খারাপ লাগা নিজের ভিতর অনুভূত হল। রয়েল বেঙ্গল টাইগার কাঁদায় পড়ছে, হংকং নিজেরে কিংকং মনে করা শুরু করছে! ওরে আবালরা তোরা বেশি লাফাইশ না তোরা হয়ত জানস না পিপীলিকার পাখা গজায় মরিবার তরে :) :) :)

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

দালাল০০৭০০৭ বলেছেন: দলের যে অবস্থা তাতে এই কিটগুলা অনুরুপ বলেছে। সো স্যাড X( X( X(

২| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৮

এন ইউ এমিল বলেছেন: আফগানিস্তানের কথা মনে আছে?

৩| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫

ঘূণে পোকা বলেছেন: থাকবেনা কেন ? তবে ঘূর্ণি ঝড় কিন্তু বছরে প্রত্যেক দিন হয় না এটুকু মনে হয় বোঝার ক্ষমতা আপনার আছে । @এন ইউ এমিল

৪| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

nurul amin বলেছেন: খারাপতো কিছু বলে নাই। বাংলাদেশ যে জিতবে এটা কিভাবে বিশ্বাশ করি।

৫| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

পৃথিবীর আলো বলেছেন: বাংলাদেশ যেমন মাঝে সাঝে অষ্ট্রেলিয়া, সাউথ আফ্রিকারে হারাইয়া নিজেদেরকে টপ দল মনে করে তেমন হংকংও তো বাংলদেশরে হারানোর স্বপ্ন দেখতেই পারে। আর বাংলাদেশের বর্তমান যে ফর্ম তাতে, যে কোন দল এমনকি পাড়ার পোলাপানও চ্যালেঞ্জ করতে পারে, বাংলাদেশ যদি ভালো খেলতে পারে তবে মাঠে প্রমাণ করে দিক, আমি আপনি তর্ক করে লাভ কি?

৬| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

ভিটামিন সি বলেছেন: হংকং ডা আবার কিডা? ওরা কোনহানে থাহে? বেশি লাফাইলে হংকংরে থাপড়ায়া মুতায়ালবাম।

৭| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

ঘূণে পোকা বলেছেন: বাংলাদেশ একটা ম্যাচ হারছে আর আপনারা এতেই হতাশ হয়ে পরলেন। এর জন্যই কি বাংলাদেশ কে ক্রিকেট প্রেমি জাতি বলে কিনা আমি জানি না যদি বলে থাকে তাইলে মনে করব এইডা একটা ডাহা মিথ্যা কথা। একটা দেশ এক যুগ ধরে ক্রিকেট খেলছে তাদের ২ দিনের বৈরাগী আইসা ফাপর দিতাছে আর এতেই আপনার ভয় পেয়ে বইসা আছেন। এইডা তো বাঙ্গালিদের স্বভাব বলে আমার মনে হয় না @ all

৮| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০

ঢাকাবাসী বলেছেন: দলের এখন যা অবস্থা আফগানিস্থানের সাথে যা খেললো তাতে হংকং তো এসব বলতেই পারে! আমাদের খেলোয়াররা্ও বলে!

৯| ১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

ঘূণে পোকা বলেছেন: আপনাদের কমেন্টস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি হায়রে আমদের ক্রিকেট দলের প্রতি মানুষের বিশ্বাস কোথায় গিয়াই ঠেকেছে :(

১০| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

হেডস্যার বলেছেন:
জাষ্ট ওয়েট এন্ড সী......মাঠে দেখা যাবে কে কি ফালাইতে পারে।
এইসব হংকং, আফগানিস্তান, নেপালরে বাংলাদেশ ইয়ে করে না।

আফগানিস্তান ভাবছে বাংলাদেশরে একবার চামে হারাইছি মানে সারাজীবনই সেই সুযোগ আসতে থাকবে....

বিশ্বকাপে বাংলাদেশ স্কটল্যান্ডের কাছে ও হারছিলো, কেনিয়ার সাথে ও বাংলাদেশ হারছে.....
তো সেইসব দল এখন কই?

এখন কিছু বলব না.....আগে খেলাটা শুরু হোক.....তারপর যারা বাংলাদেশের আফগানিস্তানের সাথে হারা নিয়া ইয়ার্কি মারতেছে সবগুলারে.....বালু দিয়া B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

ঘূণে পোকা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ.. আপনার কমেন্টস পরে মনে হল এরকম আপনাদের মত ২ ১ জনের জন্যই বাংলাদেশের ক্রিকেট টিকে আছে থাকবেই

:) :)

১১| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

হেডস্যার বলেছেন:
nurul amin বলেছেন: খারাপতো কিছু বলে নাই। বাংলাদেশ যে জিতবে এটা কিভাবে বিশ্বাশ করি।



তুমার বিশ্বাসের দরকার নাই ছাগুর বাচ্চা....
তোমরা পাইক্কারা ফাকিস্তান জিতার আশা নিয়া বাইচা থাকো।

নিমক হারামের দল।

১২| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৩

মামুন রশিদ বলেছেন: নাকবোচা চাইনিজগো ডরাই! এরা ক্রিকেট খেলাকে সিরিয়াসলি নিলে ব্যাটিং-বোলিংয়ে কি যে নতুন স্টাইল বানাইয়া ফেলবে আল্লাহ জানে! অলিম্পিকে এদের সাফল্য খেয়াল করেন । আর হংকংয়ের চাইনিজরা অনেক আগে থেকেই ক্রিকেট খেলে, ব্রিটিশ উপনিবেশ ছিল যে!

১৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

ঘূণে পোকা বলেছেন: এন ইউ এমিল ভাই ... বাংলাদেশের খেলা দেখে কি মনে হল । আমাকে তো আপনারা মেরেই ফেলেন এই লেখটা লেখার জন্য এইবার বুঝছেন আমরা কি পারি :)

১৪| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫২

মামুন রশিদ বলেছেন: পোস্ট টার কথা খুব মনে পড়ছিল । হংকং বাংলাদেশকে হারাতে পারবর না, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের পক্ষে সব কিছুই সম্ভব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.