নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

জাপানীরা বুদ্ধিতে সেরা হলেও বোঝা উচিত দাদার ও দাদা থাকে :D :D

০৭ ই মে, ২০১৪ ভোর ৪:৩৭

আমি খাওয়ার জন্য কিছু কিনতে গিয়ে দুশ্চিন্তায় পড়ি।



কি খাব?



কলা খাব? কার্বাইড আছে।



অন্য কোন ফল? নিশ্চিত ফর্মালিন দেওয়া।



চা???



ক্যাম্পাসের চা পাতা গুলো অধিকাংশ আজিমপুর গোরস্থান থেকে আসা। (নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া)



পেপে? তাও কার্বাইড।



মুড়ি? ইউরিয়া দিসে। চানাচুর? পোড়া মবিল দিয়ে ভেজেছে।



ডিম?



ইদানিং অধিকাংশ ডিম চায়না থেকে আসে যা রাসায়নিক প্রক্রিয়ায় তৈরী হুবহু ন্যাচারাল ডিমের মত।



ক্যান্টিনের খাবার??



# বাজারের যত পঁচা মাছ

# মাঝে মাঝে কোন ফার্মের সস্তা দামের মরা মুরগী।

# গরুর মাংসের নামে মহিষের মাংস।

# ডাল তো না যেন ড্রেনের পানি!



ক্যাম্পাসের বাইরের লোকজন ‪#‎মুচকি‬ হাইসেন না!!!!



আপনারা ই বা কি এমন আরবের খোরমা খেজুর খান??



যে খেজুর খান তাও আরবের রাস্তা ঘাটে পড়ে থাকে মানুষ পা দিয়ে মাড়ায় সেগুলো।



এ দেশটাতে অরিজিনাল বলতে কিসসু নাই। সব দুই নম্বর।



আমি Havoc ব্রাণ্ডের বডি স্প্রে ইউজ করি পরিচিত দোকানি আমাকে বলে ভাই এটা দুই নম্বরের মধ্যে সবচেয়ে ভালটা নিয়ে যান।



একটা গল্প বলি!



এক জাপানী বাংলাদেশে মধু কিনতে গেলেন। দোকানী জিজ্ঞেস করল এক নম্বর না দুই নম্বর লাগবে??



জাপানীজ ভোদাই হয়ে গেল! মধু তো মধুই এক নম্বর আর দুই নম্বর কি?



জাপানীরা বুদ্ধিতে সেরা হলেও বোঝা উচিত দাদার ও দাদা থাকে।



এটা সোনার বাংলা!



এখানে পিতলের ক্রেস্টও সোনা হয়ে যায়। খালি প্রথম আলো কোত্থেকে জানি রিপোর্ট করে,



" ক্রেস্টের ষোল আনাই নাকি মিছে!!!!



পাদটীকাঃ



সোনা সোনা সোনা লোকে বলে সোনা!

সোনা নয় তত খাটী তার চেয়ে খাঁটি

আরও যত খাটী

বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি!

আমার জন্মভূমির মাটি!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: :( :( :(

২| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:২২

আজীব ০০৭ বলেছেন: হা হা হা.............

১২ ই মে, ২০১৪ রাত ২:৩৯

ঘূণে পোকা বলেছেন: ভাই এখানে হাঁসার মত কি পাইলেন :)

৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:২১

রাতুলবিডি৫ বলেছেন: সোনা সোনা সোনা লোকে বলে সোনা!
সোনা নয় তত খাটী তার চেয়ে খাঁটি
আরও যত খাটী
বাংলাদেশের মাটিরে আমার বাংলাদেশের মাটি

৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

সোহানী বলেছেন: সেটাই.........

১২ ই মে, ২০১৪ রাত ২:২৬

ঘূণে পোকা বলেছেন: আসলেই কি আর বেশিবা বলব :(

৫| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬

মাথা ঠান্ডা বলেছেন: ভাইরে কই যামু।

৬| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:২৩

মুহাই বলেছেন: মাটি ছাড়া সব ভেজাল!

৭| ১২ ই মে, ২০১৪ রাত ২:২৩

ঘূণে পোকা বলেছেন: মুহাই ভাই আপনার লেখা টা পড়ে আমার মনে নতুন একটা খাবারের আইটেম তৈরির চিন্তা মাথায় আসল যেহেতু মাটি ছাড়া সবই ভেজাল তাই ভেজাল থেকে বাঁচতে মাটি ভেজে মাটির খাবার বানান যেতে পারে :(

৮| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৬

মুহাই বলেছেন: (`_^)@ঘূণেপোকা

৯| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

নীদ্রাহীন বলেছেন:
মুহাই বলেছেন: মাটি ছাড়া সব ভেজাল! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.