নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

হায় স্কটিশ জাঁতি !!!!! তোমাদের জন্য আফসোস লাগে :( :( :(

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৭

স্কটিশ.......

কি করলে তোমরা?????



আমরা বাংগালী জাতি আজ বলতে পারি আমরা আমরা তোমাদের চেয়ে আত্বসম্মানবোধ সম্পন্ন জাতি।



তোমাদের সেই লেখক নেই যে বলবে ""কুড়ে ঘরে থাকি করি শিল্পের বড়াই""



তোমাদের সে বিদ্রোহি নেই যে বলবে ""বিদ্রোহি, আমি রনক্লান্ত,আমি সেই দিন হব শান্ত.......""



তোমাদের সেই নেতা নেই যে বলবে ""এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"""

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

তামিম ইবনে আমান বলেছেন: আমরা নিজেরাই কতই বা ভালো আছি

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

আমার পথ চলা ১ বলেছেন: স্কটল্যান্ডের যে গণভোট হলে তাকে কী 'স্বাধীনতা'র জন্য বলা যায়? স্কটল্যান্ড কি এখন স্বাধীন নয়? আমার মনে হয়, এখানে 'স্বাধীনতা' শব্দটি ভুলভাবে বা ভুল অর্থে ব্যবহৃত হচ্ছে। একটি দেশ যখন স্বাধীন থাকে তখন তার অন্তর্ভূক্ত সকল এলাকা বা অঞ্চলই স্বাধীন বলেই ধরে নিতে হবে। উদাহরণ হিসেবে যদি বলি ভারত একটি স্বাধীন দেশ, তাহলে এই দেশের অভ্যন্তরে যত এলাকা বা অঞ্চল আছে সবটাই ওই স্বাধীন সত্ত্বার অংশীদার। ভারত স্বাধীন মানেই মাদ্রাজ, অন্ধপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, আসাম, ত্রিপুরা সবাই সেই স্বাধীনতার অংশীদার, তবে এরা কেউ আলাদা দেশ নয়। একইভাবে স্বাধীন যুক্তরাজ্যের অংশ হিসেবে স্কটল্যান্ডও স্বাধীন। তবে তারা আলাদা দেশ নয়।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

তিক্তভাষী বলেছেন: এটা কি ফান পোস্ট?

স্কটদের ব্রিটেনের অংশ হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত কারা নিয়েছে সেটা কি খেয়াল করেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.