নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

অবাক করা কিছু অজানা তথ্য

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯



☞ আমরা সাধারণত মেসেজ, বা চ্যাটিং এর সময়
ইংরেজি you কে ছোট করে U লিখি। এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you
এরপরিবর্তে U ব্যাবহার শুরু করে।

☞ ১৮৯৮ সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো " টাইটানিক জাহাজ একটি বরফের
টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।"
আর তাই তো হলো।

☞ হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।

☞ জর্জ ওয়াশিংটন ১৮০০ শতাব্দীর শেষ বছরের, শেষ মাসের, শেষ সপ্তাহের শেষ দিনে মৃত্যুবরণ করেন।

☞ ভালোবাসা আসলে মানুষের হৃদয় থেকে অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে।

☞ apple কোম্পানির মালিক স্টিভ জবস এর মৃত্যুর আগে তার শেষ কথা ছিলো - "oh wow, oh wow, oh wow "

☞ ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ
যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির
সাথে মিশে যাবে।

☞ আইসক্রিম মূলত চাইনিজ খাবার।

☞ মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।

☞ ফেইসবুকে এখন কিন্তু facebook.com এর
পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়। এই fb.com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার।

☞ পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও
বেশী ভূমিকম্প হয়ে থাকে।

☞ পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ ফুটবল
(football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল খেলাকে সকার (soccer) নামেই জানে।

☞ সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে। তাছাড়া খুলবে না।

☞ ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়। এইডা তো কিছুই না... জাস্ট কিছু নমুনা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

গেম চেঞ্জার বলেছেন: সেক্সপিয়ার < শেক্সপীয়ার

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

ঘূণে পোকা বলেছেন: ভাই আমি এত জ্ঞ্যানী না, তাই হয়তোবা বানানের ভুল হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুশি হব :) :)

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

সাহসী সন্তান বলেছেন: আসলেই বেশ কিছু তথ্য সত্যিই অবাক করার মত!



শেয়ার করার জন্য ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

ঘূণে পোকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ :) :)

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

নতুন বলেছেন: '' অবাক করা কিছু অজানা তথ্য'' ব্লগটি ৫৪ বার পঠিত হবার পরে নতুন নামক ব্লগার প্রথম এই পোস্টে লাইক দিয়েছিলো।

২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

সুমন কর বলেছেন: সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে। তাছাড়া খুলবে না। --

ভালো তো !! শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০০

ঘূণে পোকা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.