নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় এর আনস্মার্ট, ক্ষেত, গেঁয়ো, চাষার ছেলেরাই এনেছিল \'৫২,৭১

৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয় এর আনস্মার্ট, ক্ষেত, গেঁয়ো, চাষার ছেলেরাই এনেছিল '৫২, এনেছিল '৭১।
.
.
ছাত্রাবস্থায় নিউ মার্কেটের ৪০০ টাকা দামের শার্ট, ১৫০ টাকা দামের চটি স্যান্ডেল পরা গরীব ছেলেগুলাই দেশের পলিসি মেকার ছিল, আছে এবং থাকবে। এই এরাই প্রশাসন চালায়, এরাই কমার্শিয়াল কর্পোরেট সেকশনের বড় বড় পদগুলা হোল্ড করে; দেশসেরা আইনজ্ঞ, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, সাহিত্যিকরা এদের ভেতর থেকেই জন্মায়।
.
.
ও হ্যা, ভালো কথা- এদের ঘরের বউরাও কিন্তু আপনার থেকে কম সুন্দরী, কম স্মার্ট না; আর শিক্ষা দীক্ষায় আপনার থেকে সুপিরিয়র তো অবশ্যই। খোজ নিয়ে দেখতে পারেন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *ধন্যবাদ,। শহুরে মেয়েদের ফুটানি বেশি। গ্রামের মেয়েদের সরলতা বেশি । শহুরে ছাত্ররা আড্ডা মারে বেশি। গ্রামের ছাত্ররা পড়াশুনা আর টিউশনি করে বেশি । শহুরে বধূঁরা সাজগোজ করে বেশি,গ্রামের বধূঁদের সংসারে মতি বেশি ।* দুই পক্ষেই শুধু বেশি আর বেশি .*

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

প্রামানিক বলেছেন: আপনার কথার সাথে যেমন সহমত প্রকাশ দা’র কথার সাথেও সহমত।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

আল ইফরান বলেছেন: ভাইরে, বিসিএস এর হাইপে আমাদের ছেলেপেলেরা এখন আর দেশ নিয়ে ভাবে না।
৫২ আর ৭১ কে ইতিহাসের যায়গাতেই থাকতে দেন।
এই সিস্টেম খুব বেশী দিন টিকবে না যদি এইভাবে আমার ক্যাম্পাসে পড়াশুনা সব বিসিএস কেন্দ্রিক হয়ে উঠে।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

ঘূণে পোকা বলেছেন: ভাই কি শ+ নাকি ???

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: শুধু ৫২, ৭১ বললে ভুল হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আনস্মার্ট, ক্ষেত, গেঁয়ো, চাষার ছেলেরা যখনি জেগেছে বাংলাদেশের রাজনীতিতে/রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন এসেছে , ১৯৯০ এ এরশাদ এবং সর্বশেষ মউনুদ্দিন-ফক্রুদ্দিনিরে পতনও শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

রানার ব্লগ বলেছেন: সবই তো বুঝলাম, তা সমস্যা টা কি ? সেটাই তো বললেন না।তবে এটা বুজচ্ছি আপনার শহুরে পোলাপাইনদের ব্যপারে চুলকানি আছে।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২

আল ইফরান বলেছেন: কেমনে কি B-)) :-B :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.