নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সাইবার বিভ্রা্টের ভোগান্তিতে

০৪ ঠা জুলাই, ২০১৯ বিকাল ৩:৫১



গত সাতদিন ধরে ফেইসবুক ও ব্যবহার করতে পারতেছি না সাথে জ্বালা হিসেবে যোগ হয়েছে সামুতে ঢুকতে না পারা। ৫-৭ দিন আগে রাত ১ টার সময় হঠাৎ করে ফেইসবুক লগ আউট হয়ে যায়, পরে লগ ইন দিতে গিয়ে দেখি আমার ১২ বছরের পুরানো আইডি ডিজেবল করে দিয়েছে ফেইসবুক। আমার গত ১২ বছরের যত ছবি, মূল্যবান ইনফরমেশ সব ওখানে জমা ছিল কারণ ভেবেছিলাম আর কিছু গেলেও এটা যাবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এটাও চলে গেল। গত এক যুগের অনেক স্মৃতিও মুছে দিল।

অন্যদিকে গত ৭ দিনে অন্ততপক্ষে ১০০ বার সামু তে ঢুকতে চেষ্টা করেছিকিন্তু সেখানেও বিফল। এই ডিজিটাল যুগে এসেও এভাবে ইন্টারনেটের থেকে বাইরে থাকাটা চরম মেজাজ খারাপ ও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়!

এর থেকে মুক্তির উপায় আমার জানা নাই, কেউ কি জানেন??

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে!

সেকি এমন তেমন ভোগান্তি!

একবার সামুতে তো একবার সামুব্লগ গ্রুপে!!! এইইদৌড়ের উপরই সব্বাই!!

সাব্বে সাত্তা সুখিতা ব্লগন্ত ;)

ব্লগের সকলে সূখে শান্তিতে থাকুক :)

২| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: ঘূণে পোকা,




জায়গা মতো ঘূণ পোকায় ধরলে যা হয় .................
সামুর বেলাতে মুক্তির কোনও উপায় জানিনে। একমাত্র সৃষ্টিকর্তা যদি সামুকে মুক্তি দেন!

৩| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: এই ভোগান্তি সমস্ত ব্লগারদের'ই হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৬

ঘূণে পোকা বলেছেন: আমি ভেবেছিলাম আমার আইএসপি বন্ধ করে দিল কিনা!

৪| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৩০

করুণাধারা বলেছেন: উপায় জানা নেই। কিন্তু আপনার ছবি দেখে মনে হচ্ছে খুব সুখে আছেন। B-)

০৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৫৫

ঘূণে পোকা বলেছেন: ছবিটা কি সুখ প্রকাশ করে, মাথা ঠিক নাই, আমি তো ভাবলাম এইটা কিছুটা এবনরমাল ফটো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.