নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ আর নেই!

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১৬



সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ আর নেই। রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।


আইএসপিআর-এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন, রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে এরশাদ সিএমএইচে মারা যান।

এর আগে ৪ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ওই দিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না। তাকে বিদেশে নেয়ার অবস্থাও নেই।

এরশাদকে গত ২২ জুন সকালে হাসপাতালে ভর্তির পর কয়েকদিন অবস্থার দৃশ্যমান কিছুটা উন্নতি মনে হলেও গত রবিবার ভোর থেকে তার অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ফুসফুসে পানি জমেছে, ফলে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। চিকিৎসকরা কৃত্রিম উপায়ে তাকে অক্সিজেন দিয়ে রেখেছিলেন।

মঙ্গলবার বিকাল থেকে এরশাদের প্রচণ্ড কাঁপুনি দিয়ে দফায়-দফায় জ্বর আসে। অবস্থা খারাপের দিকে গেলে বুধবার সকালে তাকে সিএমএইচের ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়।

সূত্রঃ ইত্তেফাক

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সবাইকেই একদিন যেতে হবে।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০১

ঘূণে পোকা বলেছেন: তা বটে ভাই!

২| ১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: ইন্না ইন্না-লিল্লাহে ওইন্না ইলাহে রাজিউন।

১৪ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০২

ঘূণে পোকা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

৩| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাইকে চলে যেতে হবে তারি ধারাবহিকতা। আল্লাহ য়ারহাম।

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪

ঘূণে পোকা বলেছেন: হুম তা বটে!

৪| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৫

ঘূণে পোকা বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

৫| ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৯

আপেক্ষিক মানুষ বলেছেন: যেখানেই থাকুক ভাল থাকুক তিনি...

১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫৫

ঘূণে পোকা বলেছেন: সেটাই!

৬| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৬

নীল আকাশ বলেছেন: প্রথমে ইন্না লিল্লাহ পড়তে চাইছিলাম না। এর মতো একজন পাপিষ্ঠ ব্যক্তির জন্য দোয়া করাটা ঠিক হবে কিনা সেই সন্দেহ ছিল। পরে পড়লাম যে কোন মুসলিম মারা গেলেই পড়তে হয়, তাই নিতান্তই বাধ্য হয়ে পড়লাম।
সারা জীবন যা আকাম কুকাম করেছে এখন তার বিন্দু বিন্দু করে হিসাব দিতে হবে।
মানুষ ভুলে যায় প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহন করতে হবে।

১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৪

ঘূণে পোকা বলেছেন: মানুষ ভুলে যায় প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ একদিন গ্রহন করতে হবে। এটা চিরন্তন কিন্তু যতদিন পৃথিবীতে থাকে মানুষ বেমালুম এই অমোঘ সত্যটাই বেশী অবহেলা করে :(

৭| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৭

মৃন্ময়ী শবনম বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

৮| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৪

মা.হাসান বলেছেন: চারিদিকে মাতমের শব্দ। বাংলাবাজার থেকে প্রকাশকরা শোক করছেন, আর কে এমন কবিতা লিখবে। পল্লীতে ঘরে ঘরে কান্না , এমন পল্লী বন্ধু আর কে হবে। জিনাত, বিদিশা সহ হাজারো মহিলার চোখে জল, এমন প্রেমিক আর আসবে না। ওনার উকিলও কাদছে, এমন মক্কেল আর হবে না। নূর হোসেনের বাবাও কাদছে, হায়রে লোকটা আমাকে একটা রিকশা কিনে দিয়েছিল।
ব্লগে কালো ব্যানার রাখার প্রস্তাব দিলাম।

৯| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩০

রিফাত হোসেন বলেছেন: শিরোনামটি হবে এমন, ''সাবেক স্বৈরশাসক, রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা এইচএম এরশাদ আর নেই!

১০| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ২:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মৃত্যুর পর মানুষ সবকিছুর উর্ধে চলে যায় ... একথা সত্য | তবে জাতি হিসাবে যদি আমরা নিজেদেরকে উত্তম বলে মনে করতে চাইলে আমাদের এবং আমাদের নেতাদের কিছু নূন্যতম নৈতিক গুণাবলী থাকা উচিত |

একটি জাতির শীর্ষ নেতাকে শ্রদ্ধা করার আগে প্রত্যেকেরই চিন্তা করা উচিত ওই নেতা কি :
- একজন লম্পট যিনি অন্যের স্ত্রী সহ একাধিক নারী নিয়ে পরকীয়ায় লিপ্ত থাকেন ?
-চরম দুর্নীতিবাজ যিনি নিজে ও তার স্ত্রী দুর্নীতিতে লিপ্ত থাকেন ?
- প্রতিবাদী ছাত্র জনতাকে পোষা বাহিনী দিয়ে গুলি করে অথবা ট্রাক চাপা দিয়ে হত্যা করেন ?
- ভন্ড বকধার্মিক যিনি মসজিদের মতো পবিত্র স্থানে গিয়ে চরম মিথ্যা কথা বলতে পারেন ?
- চরম লোভী ও মিথ্যাবাদী যিনি বিরোধী দলের নেতা হিসাবে ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য ফেইক অসুস্থতার ভান করে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতে পারেন ?

জাতি হিসাবে নৈতিকতার অনেক অধঃপতন হয়েছে বলেই আমরা আমাদের শীর্ষ নেতাদের মধ্যে উন্নত চারিত্রিক গুণাবলী আছে কিনা তার ধার ধারি না |

১১| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০২

নীল আকাশ বলেছেন: @স্বামী বিশুদ্ধানন্দঃ I salute you man!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.