নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

পাপ বাপকেও ছাড়ে না!!! পার্ট -২

২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৫



সাবেক স্বরাষ্ট্র-প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর...একটা সময় প্রচুর ক্ষমতার মালিক ছিলেন!
এতো বেশি আতিশয্য যে এক শার্ট ২য় বার পড়তেন না,
ওয়ারড্রপে ২০০০ শার্ট রিজার্ভ ছিল!
আজ তার ১ শার্টে মাস পার হয়, জেলখানার কয়েদির পোশাক পরে থাকতে হয়।
মাছ, মাংসের বদলে জুটে রুটি সবজি।
প্রত্যেকের শিক্ষা নেয়া উচিৎ।
ক্ষমতা কারোরই চিরস্থায়ী নয়,
পাপ কারো বাপরে ছাড়ে না!!!

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৫

রায়হান চৌঃ বলেছেন: "রাজনীতি" শব্দ টা কে যদি পায়খানা বা টয়লেট ধরি তবে রাজনৈতিক নেতা গুলো হলো যাষ্ট "গু".... "গু" বুঝেন তো ? "গু" এর গুনগান যতই করেননা কেন র্দূগন্ধ ছাড়া কিছুই আশ করা যায় না

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১২

ঘূণে পোকা বলেছেন: ভাল বলেছেন।

২| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: এখনও বহু পাপী আছে, তারা বেশ ভালোই আছে। তাদের কি কিছু হবে না??

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৩

ঘূণে পোকা বলেছেন: ভাই প্রকৃতি কাউকে ছাড় দিবে না। অপেক্ষা করুন।

৩| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বোকা পাপীরা ফাইসা যায় / চালু পাপীরা হাইসা যায়।

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৪

ঘূণে পোকা বলেছেন: আপনার তাকে বোকা মনে হয় ? শুধু সে চিপায় পরে গেছে এই যা!

৪| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২২

নতুন বলেছেন: এতো বেশি আতিশয্য যে এক শার্ট ২য় বার পড়তেন না,
ওয়ারড্রপে ২০০০ শার্ট রিজার্ভ ছিল!


এইটাও অতিরন্জিত খবর....

প্রতিদিন ঐ ওয়ারড্রপের শাট পরলেও তার ৫.৫ বছর লাগতো শেষ করতে???

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৫

ঘূণে পোকা বলেছেন: ভাই অতিরঞ্জিত কিনা জানি না, তবে বিভিন্ন নিউজে এটাই জেনেছি।

৫| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩১

ইসিয়াক বলেছেন: কি বলবো?

২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৬

ঘূণে পোকা বলেছেন: আপনি আপনার ইচ্ছা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে!

৬| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রকৃতি কাউকে ছাড় দেয় না

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৭

ঘূণে পোকা বলেছেন: আমার চোখের সামনে প্রকৃতির নিদারুণ শাস্তি দেয়ার মতো ঘটনা অবলোকন করেছি।

৭| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বোকা না হলে লোকটা ধরা খাবে কেন? হারিছ চৌধুরী চালু মাল, আজ পর্যন্ত ধরা খায় নাই। খোকা সময় মতো পালিয়েছে। এরা চালু পাপী। হাঃ হাঃ হাঃ।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯

ঘূণে পোকা বলেছেন: তা হতে পারে তবে যখন তার সময় ছিল সবচেয়ে বড় আস্ফালন কিন্তু তিনিই দেখিয়েছেন তার ফল ও পেলেন বটে!

৮| ২২ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


বাবরদের বিচারের দরকার আছে; তবে, বাবরের মতো লোকগুলোই বাবরের বিচার করছে

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২১

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না, তাই বাবরের বিচার যদি বাবরের মত কেউই করে থাকে তাহলে তার ও নিস্তার নাই। অপেক্ষা করুন, দেখতে পাবেন।

৯| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা বাবরের বিচার করছে তারাও বিচারের অযোগ্য নয়।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২২

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না, তাই বাবরের বিচার যদি বাবরের মত কেউই করে থাকে তাহলে তার ও নিস্তার নাই। অপেক্ষা করুন, দেখতে পাবেন।

১০| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৯

নাসির ইয়ামান বলেছেন: চাঁদগাজী ঠিক্কইছেন!

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২২

ঘূণে পোকা বলেছেন: ঠিক বলেছেন জনাব!

১১| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫৪

রাকু হাসান বলেছেন:

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বোকা পাপীরা ফাইসা যায় / চালু পাপীরা হাইসা যায়।
চাঁদগাজী বলেছেন:
বাবরদের বিচারের দরকার আছে; তবে, বাবরের মতো লোকগুলোই বাবরের বিচার করছে
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যারা বাবরের বিচার করছে তারাও বিচারের অযোগ্য নয়।
--একমত আমিও । ছবিটা দেখে অনেক কিছুই মনে পড়ে যায় । এটাই জীবন । কখনও আর্শীবাদ ,অভিশাপ হয়ে আসে।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৩

ঘূণে পোকা বলেছেন: আমিও তাই বুঝাতেই চেয়েছি।

১২| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:২০

Borhan Sorkar বলেছেন: বর্তমান পাপীদের নিয়ে লিখবেন কখন, অপেক্ষায় আছি, নাকি এই পাপীয়া আপনার কাছে মহান জানিয়ে বাধিত করবেন??

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৪

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না, তাই বাবরের বিচার যদি বাবরের মত কেউই করে থাকে তাহলে তার ও নিস্তার নাই। অপেক্ষা করুন, দেখতে পাবেন।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:২৪

Borhan Sorkar বলেছেন: অতিরঞ্জন কাকে বলে, কত প্রকার ও কী কী, এই লেখায় আপনি তার সব সীমা ছাড়িয়ে গেছেন, বাহবা দিতেই হয় আপনাকে, চালিয়ে যান এই সরকার থেকে পুরস্কার পাবেন আশা করি।।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৪

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না, তাই বাবরের বিচার যদি বাবরের মত কেউই করে থাকে তাহলে তার ও নিস্তার নাই। অপেক্ষা করুন, দেখতে পাবেন।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: রায়হান চৌঃ বলেছেন: "রাজনীতি" শব্দ টা কে যদি পায়খানা বা টয়লেট ধরি তবে রাজনৈতিক নেতা গুলো হলো যাষ্ট "গু".... "গু" বুঝেন তো ? "গু" এর গুনগান যতই করেননা কেন র্দূগন্ধ ছাড়া কিছুই আশ করা যায় না।
-
জনাব চৌঃ দেশ কিভাবে চলে?! দুনিয়া কিভাবে চলছে?! "পায়খানা" তত্ত্ব ছাড়া নতুন বা বিকল্প কোন তত্ব জানা থাকলে জানায়েন।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫

ঘূণে পোকা বলেছেন: হা হা হা

১৫| ২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বোকা পাপীরা ফাইসা যায় / চালু পাপীরা হাইসা যায়।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না ভাই

১৬| ২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২০

নতুন নকিব বলেছেন:



চাঁদগাজীর মন্তব্যটিতে লাইক। দারুন।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না ভাই।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:২৭

নতুন নকিব বলেছেন:



পোস্টে উল্লেখিত বাবরের ২০০০ শার্ট বিষয়ক তথ্য প্রথমত: অযৌক্তিক এবং দ্বিতীয়ত: অযৌক্তিক হওয়ার কারণেই অসত্যও মনে করা যেতেই পারে।

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৭

ঘূণে পোকা বলেছেন: আমি বিভিন্ন নিউজে দেখেছি বলেই লিখেছি।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১০

নীল আকাশ বলেছেন: পাপ বাপকেও ছাড়ে না!!! পার্ট ২
-লেখকের সাথে পূর্ণ সহমত। আমরা মানে আম জনতা খুব গভীর আগ্রহ নিয়ে এর পরের পার্টগুলির জন্য অপেক্ষা করছি। বিডিআর, শাপলা চত্তর ইত্যাদি ঘটনার কাছে বাবর তো দুধভাত মাত্র।
এইদেশের মানুষ ১৯৭১ থেকে অনেক কিছু, অনেক পাপীর শাস্তি হতে দেখেছে। তাই বাবর আর নতুন কিছু না।
দারুন পোস্টের জন্য অভিনন্দন রইল!!!

২৪ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮

ঘূণে পোকা বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না, তাই বাবরের বিচার যদি বাবরের মত কেউই করে থাকে তাহলে তার ও নিস্তার নাই। অপেক্ষা করুন, দেখতে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.