নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুনে পোকা

এই পোলা ব্লগিং করা ও শুরু করল......কোন কিছু আর বাদ দিব না!!!!!!!!!

ঘূণে পোকা

লিখতে পছন্দ করি তাই যা মনে আসে তাই লিখি

ঘূণে পোকা › বিস্তারিত পোস্টঃ

নিজ গুনে সবাই মহীয়ান!

০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮

কবি নির্মলেন্দুগুনের কবিতা পড়লে মনে হয় কামই ধর্ম !
বস শামীম ওসামনের বক্তৃতা শোনলে মনে হয় খেলাই জীবন!
হিটলারের জীবনী পড়লে মনে হয় যুদ্ধই সার্বজনীন!
বাপ্পারাজের সিনেমা দেখলে মনে হয় ছ্যাকা খাওয়া একটা শিল্প!
জসিমের সিনেমা দেখলে মনে হয় লটারী জেতা খুব সহজ!
শাবানার সিনেমা দেখলে মনে হয় জীবন মানে শুধু কষ্ট আর কষ্ট!
আনোয়ার কাকুর সিনেমায় মনে হলো হার্ট অ্যাটাক যেকোন সময়!
মোশারফ করিমের নাটক দেখে মনে হয় এই দেশ ফইন্নিতে ভরা!
আ.ছফা-হূ.আজাদের লেখা পড়ে মনে হয় - তারাও চটি লেখত!
রাব্বানী-শোভন কে দেখে মনে হলো- পতন যেকোন সময় হতে পারে
বশেমুরবিপ্রবি ভিসিকে দেখে মনে হলো যোগ্যতা না থাকলেও ভিসি হওয়া যায়!
আমলাদের দেখে মনে হলো দুর্নীতি হচ্ছে অধিকার, বাপের ওয়ারিশ!
সুুলেমান সুখনরে দেখলে মনে হয় যার যত বড় চাপা সেই তত বড় বিদ্বান!
হায়মানকে দেখে মনে হলো ১০ মিনিটের স্কুলেই তথ্যপ্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন

লিখেছেন তরুন কবি জাহিদ!

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: :)

২| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যের লেখায় নাম না দেন অন্তত তো সংগৃহীতও লিখতে পারতেন। শুধরে যান ঘূনে পোকা।

এ লেখা আপনার না

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

ঘূণে পোকা বলেছেন: আপা আমি লেখাটা পোস্ট হয়েছে কিনা তাও গত একমাসে দেখতে পারি নাই আর লেখাটা সংগৃহীত লিখেই দেয়ার কথা ছিল কিন্তু অফিস শেষ করে পোস্ট টা করতে গিয়ে হয়তো ভুলে গিয়েছিলাম! অনেকের লেখাই আগে কারটেসি সহই পোস্ট করেছি। আমি লেখাটা মুছে দিতে পারতাম! কিন্তু আমি তো আর মহাভারত অশুদ্ধ করে ফেলিনি তাই রেখে দিলাম!

৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

বিজন রয় বলেছেন: হা হা হা .....

৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: #বিজন দা লেখাটা উনার না। উপরের মন্তব্যে লিখেছিলাম । দেখলেন না যে :(

৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৩

বিজন রয় বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যের লেখায় নাম না দেন অন্তত তো সংগৃহীতও লিখতে পারতেন। শুধরে যান ঘূনে পোকা।

এ লেখা আপনার না

কাজী ফাতেমা ছবি বলেছেন: #বিজন দা লেখাটা উনার না। উপরের মন্তব্যে লিখেছিলাম । দেখলেন না যে :

মানে কী??

এটা কপি পেস্ট??

তো ঘুণে পোকা, তাই যদি হয় তাহলে সুত্র/লিংক/মুল লেখকের নাম ইত্যাদি দেওয়ার জন্য অনুরোধ রইল।
সেটাতে আপনার সন্মান বাড়বে বই কমবে না।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

ঘূণে পোকা বলেছেন: আপা আমি লেখাটা পোস্ট হয়েছে কিনা তাও গত একমাসে দেখতে পারি নাই আর লেখাটা সংগৃহীত লিখেই দেয়ার কথা ছিল কিন্তু অফিস শেষ করে পোস্ট টা করতে গিয়ে হয়তো ভুলে গিয়েছিলাম! অনেকের লেখাই আগে কারটেসি সহই পোস্ট করেছি। আমি লেখাটা মুছে দিতে পারতাম! কিন্তু আমি তো আর মহাভারত অশুদ্ধ করে ফেলিনি তাই রেখে দিলাম!

৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: #বিজন দা

জি এটা কপি পেস্ট পোস্ট ।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

ঘূণে পোকা বলেছেন: আপা আমি লেখাটা পোস্ট হয়েছে কিনা তাও গত একমাসে দেখতে পারি নাই আর লেখাটা সংগৃহীত লিখেই দেয়ার কথা ছিল কিন্তু অফিস শেষ করে পোস্ট টা করতে গিয়ে হয়তো ভুলে গিয়েছিলাম! অনেকের লেখাই আগে কারটেসি সহই পোস্ট করেছি। আমি লেখাটা মুছে দিতে পারতাম! কিন্তু আমি তো আর মহাভারত অশুদ্ধ করে ফেলিনি তাই রেখে দিলাম!

৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যের লেখায় নাম না দেন অন্তত তো সংগৃহীতও লিখতে পারতেন। শুধরে যান ঘূনে পোকা।

এ লেখা আপনার না

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

ঘূণে পোকা বলেছেন: আপা আমি লেখাটা পোস্ট হয়েছে কিনা তাও গত একমাসে দেখতে পারি নাই আর লেখাটা সংগৃহীত লিখেই দেয়ার কথা ছিল কিন্তু অফিস শেষ করে পোস্ট টা করতে গিয়ে হয়তো ভুলে গিয়েছিলাম! অনেকের লেখাই আগে কারটেসি সহই পোস্ট করেছি। আমি লেখাটা মুছে দিতে পারতাম! কিন্তু আমি তো আর মহাভারত অশুদ্ধ করে ফেলিনি তাই রেখে দিলাম!

৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বশেমুরবিপ্রবি ভিসিকে দেখে মনে হলো যোগ্যতা না থাকলেও ভিসি হওয়া যায়!

কথাটা ঢাবির ভিসির জন্য বেশী প্রযোজ্য

৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

রোকনুজ্জামান খান বলেছেন: দ্বিতীয় বারের মত পড়লাম তবুও ভালো লেগেছে। লেখক ধন্যবাদ

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৬

বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যের লেখায় নাম না দেন অন্তত তো সংগৃহীতও লিখতে পারতেন। শুধরে যান ঘূনে পোকা।

এ লেখা আপনার না

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

ঘূণে পোকা বলেছেন: আপা আমি লেখাটা পোস্ট হয়েছে কিনা তাও গত একমাসে দেখতে পারি নাই আর লেখাটা সংগৃহীত লিখেই দেয়ার কথা ছিল কিন্তু অফিস শেষ করে পোস্ট টা করতে গিয়ে হয়তো ভুলে গিয়েছিলাম! অনেকের লেখাই আগে কারটেসি সহই পোস্ট করেছি। আমি লেখাটা মুছে দিতে পারতাম! কিন্তু আমি তো আর মহাভারত অশুদ্ধ করে ফেলিনি তাই রেখে দিলাম!

১২| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সংগ্রহীত লেখাটা পড়ে ভালই লাগছে। একেক সময় জীবন একেক রকম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.