![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।
/
/
/
/
/
এই দিন দিন না, আর দিন আছে
এই দিনেরে নিতে হবে সেই দিনেরও কাছে
ঘুঘু
১।
২।
৩।
৪।
ফাঁদ
১।
২।
৩।
৪
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
একজন ঘূণপোকা বলেছেন:
তুমি একটা আবাল। এত কস্ট কইরা পটু মারা দিয়া প্রেগন্যান্ট হইয়া গেলা, কিন্তা আবার পরিচয় আনতে গিয়া কি মাইরটাই না খাইলা।
দেখে আফসোস লাগছে।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৪
উপপাদ্য বলেছেন: পুলিশ বিক্ষোভকারীদের উপর হাত তুলে অবশ্যই খারাপ কাজ করেছে।
পুলিশ কে সমুচিত জবাব দেওয়া উচিত ছিলো।
যেহেতু দেয় নাই তার মানে শাহবাগীদের আসলেই বিচিতে সমস্যা আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
একজন ঘূণপোকা বলেছেন:
ওদের তো বিচিই নাই
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮
দখিনা বাতাস বলেছেন: কি আর করবা তোমরা। এগো কারনে তুমগো ম্যাডামের পেয়ারা লোকজনের একটা অলরেডি ফাসিতে ঝুইলা গেছে এখন মনের কস্ট কমাইতে আরেকজনে পিঠ চুলকাও বইয়া বইয়া