![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।
সুচিত্রা সেন , বাংলা সিনেমার এক কালজয়ী নায়িকা। ১৭ জানুয়ারী ২০১৪ সালে মারা যান কলকাতার বেলভিউ হাসপাতালে ৮২ বয়েসে । সারা বিশ্বের তার অগনিত ভক্তগন হয়ে পড়েন শোকাহত ।শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার বাড়ির সামনে ভক্তের লম্বা ভীড় তার জনপ্রিয়তাকেই আরেক বার প্রমাণ করে।
পাবনার মেয়ে রমা দাশগুপ্ত কলকাতায় গিয়ে বিয়ের পর সুচিত্রা সেন নাম নিয়ে সিনেমার জগতে পা রাখেন আর উপহার দিতে থাকেন একের পর এক কালজয়ী চলচিত্র।
চলুন আজকে দেখে নেই তার কিছু আলোকচিত্র।
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
১৯৭৮ সালে শেষ দেখা যায় পর্দায়, এরপরই নিজেকে নেন ঘুটিয়ে। তার এই আড়ালে চলে যাওয়া নিয়ে আছে নানা গল্প।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
উত্তম-সুচিত্রা জুটি ছিল বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় জুটি এবং তাদের নিয়ে অনেক গুজব থাকলেও তাদের সম্পর্ক ছিল গভীর বন্ধুত্বের।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
তিনি ছিলেন অনেক সাহসী অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে যেকোন ঝুঁকি নিতে রাজী ছিলেন।
২০।
২১।
২২।
২৩।
অসাধারণ দৈহিক সৌন্দর্যের সাথে যোগ হয়েছিল সহজাত অভিনয় করার ক্ষমতা, আর এটাই তাকে করেছে অনন্য সুন্দর । সুন্দরের; আন্দদের প্রতিমূর্তি হয়ে জেগে রবেন প্রতিটি বাজ্ঞালী মনে।
২৪।
কৃতজ্ঞতাঃ সকল ছবি নেট থেকে সংগৃহিত।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ অন্যমনস্ক শরৎ ভাইয়া
২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
সেলিম আনোয়ার বলেছেন: দারুণ।
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ
৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: দারুণ। দারুণ। আর দারুণ।
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ । ধন্যবাদ । ধন্যবাদ আর ধন্যবাদ ।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬
স্পেলবাইন্ডার বলেছেন: ভাল লাগা।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ স্পেলবাইন্ডার
৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: কালজয়ী নায়িকা। ১৭ জানুয়ারী ২০১৩ সালে মারা যান কলকাতার বেলভিউ হাসপাতালে ৮২ বয়েসে । !!!!!!!!!!!!!!!!!!
দেহেনদি ভাই কল্লেন কি? মাত্র ৩ দিন আগের বিষয়রে একবছর ৩ দিন বানাই দিলেন?????? তারিখটা ১৭ জানুয়ারী ২০১৪ হবে নয় কি?
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪০
একজন ঘূণপোকা বলেছেন: এক বছরের অভ্যাস কি ২০ দিনে যায়???
ঠিক করে দিলাম।
অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই, ভুল ধরিয়ে দেয়ার জন্য
৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯
ইমরান হক সজীব বলেছেন: চমৎকার
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ ইমরান হক সজীব
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
একজন ঘূণপোকা বলেছেন: আপনারটার লিঙ্কও দিয়ে দিতেন
৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন।
২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ আশরাফুল ইসলাম দূর্জয়
৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: সুন্দর!! শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ সুমন কর
৯| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
লিখেছেন বলেছেন: she was hot
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৩
একজন ঘূণপোকা বলেছেন:
হট না হইলে কি এত জনপ্রিয় নাইয়িকা হয়
১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বাহ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
একজন ঘূণপোকা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৯
শরৎ চৌধুরী বলেছেন: বেশ তো।