![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।
আমাদের প্রানের খেলা ক্রিকেটকে নিয়ে শুরু হয়েছে নোংরা রাজনীতি, এই খবরটা এতক্ষনে সবাই জেনে গেছেন ক্রিকেট পাগল বাংলাদেশ এটা মেনে নিতে পারেনি। মানার কথাও না। বহুদা বিভক্ত আমাদের এই ক্রিকেটই নিয়ে আসে এক ছাদের নিচে। আর তাই ফুঁসে উঠেছে সারাদেশ। কিন্তু দুর্বল বিসিবি এতে কোন কর্ণপাতই করেনি। বরং বোর্ড সভাপতি নাজমুল আহসান পাপন আমাদের সামর্থ্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্যও করেন তারা আমাদের সামনে ঝুলিয়ে দিয়েছে আয় বাড়ানোর মুলা। যদি ক্রিকেটই ধ্বংস হয়ে যায় তাহলে আর আমাদের আয় বাড়িয়ে লাভই বা কী??? আর যেদিন ধ্বংস হয়ে যাবে ক্রিকেট সেদিন আয়ও হয়ে যাবে রুপকথার রাজহাঁস।
কিন্তু আমাদের কৃষকরা অর্থাৎ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের এসব নিয়ে মাথা ঘামানো সময় নেই। তারা দাদাদের চটাতে চান না। দুর্বল সরকারের সময় প্রশাসন দুর্বল হবে জানা কথা। আর তাই বিসিবি পাশ করিয়ে নিয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার প্রস্তাব। ক্রিকেট জমিদারদের সমর্থন করার প্রস্তাব পাশ হয়ে যায় ২০-৩ ভোটে আর প্রস্তাব নিয়ে যখন মিডিয়া নিন্দা জানায় তখন বিসিবি আবারও সেই মুলা ঝুলিয়ে দেয়, এটা ক্রিকেটের জন্য ইতিবাচক বলে বিবৃতি দেয়।
কি!! খুব জানতে ইচ্ছে করছে কারা সেই অকুতোভয় বীর। যারা সরকার - প্রশাসন - জমিদারদের বিরুদ্ধে যেতে পারে। কারা সেই বীর টাকা নয় দেশ প্রেমই যাদের কাছে বড় কথা।
তাদের মধ্যে দুজন হলেনঃ
<>শওকত আজিজ ও
<> তানজিল চৌধুরী
স্যালুট।
আরেকজন তো আরেক কাঠি সরেস। তিনি এটাকে বাংলাদেশ ক্রিকেটের মৃত্যু পরোয়ানা বলে ওয়াক আউট করেন বিসিবির সভা থেকে।
সেই বীরের নামঃ আহমেদ সাজ্জাদুল ববি।
আহমেদ সাজ্জাদুল ববি
স্যালুট
২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬
একজন ঘূণপোকা বলেছেন:
ইয়েস!! স্যালুট
২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭
প্রবাসী পাঠক বলেছেন: যে তিন জন বোর্ড সদস্য এই প্রস্তাবনার বিপক্ষে মত প্রদান করেছেন , তাঁদের জানাই স্যালুট । আর যারা অর্থ কিংবা অনৈতিক সুবিধা ভোগের জন্য এ রকম একটি কালো আইনের পক্ষে মত প্রদান করেন তাঁদের জন্য ধিক্কার। অবৈধ টাকা অর্জনের অনেক পথ খোলা আছে সেখান থেকে কালো টাকা বানান , দয়াকরে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করবেন না।
সঠিক ভাবে দায়িত্ব পালন করার মত মেরুদণ্ডের জোর যদি না থাকে দয়াকরে বোর্ড থেকে সরে দাঁড়ান।
২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
একজন ঘূণপোকা বলেছেন:
ওইগুলা জানোয়ারের বাচ্চা।
মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারবে না।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩০
পথহারা নাবিক বলেছেন: ঘটনা সত্য হলে তাকে স্যালুট।
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫
একজন ঘূণপোকা বলেছেন:
ঘটনা সত্যি।
আর তাই তাদের হাজার বার স্যালুট
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৫
উপপাদ্য বলেছেন: রাস্ট্র ক্রিকেটের ভবিষ্যতের মতো ছোট খাটো বিষয় নিয়ে চিন্তিত নয়।
আমি বলিনি, তবে খুব সম্ভবত রাস্ট্রের কর্তা ব্যাক্তিদের কাছ থেকে শীঘ্রই এমন কিছু শুনতে পাবেন।
একটা দেশ কিভাবে আরেকটা দেশের গোলামীর জিঞ্জিরে নিজেকে বেঁধে ফেলে ও নব্য মীর জাফরদের দেখে মোটেও টাস্কিত নই। বরং উদ্দীপিত হচ্ছি নিজের ও দেশের শত্রুদের চিনতে পেরে।
[অ.ট: আসুন পাকিস্তানী পন্য বর্জন আন্দোলনের ডাক দেই শাহবাগ মোড় কিংবা গানজাগরন মঞ্চ থেকে।]
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫
একজন ঘূণপোকা বলেছেন:
খুব সুন্দর মন্তব্য।
অনেক ধন্যবাদ
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪
রাজীব বলেছেন: ব্যবসায়ীরা যখন ক্রিকেট বোর্ডের পরিচারলক হয় তখন তারা ব্যবসা ছাড়া আর কি চিন্তা করতে পারে??
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
একজন ঘূণপোকা বলেছেন:
টাকা টাকা টাকা ছাড়া তাদের আর কোন স্বার্থ নেই, দেশ গোল্লায় যাক।
তাও ভাগ্য ভালো এমন কিছু সাহসি মানুষ আছে।
ধন্যবাদ রাজীব ভাই
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
খেয়া ঘাট বলেছেন: রাজীব বলেছেন: ব্যবসায়ীরা যখন ক্রিকেট বোর্ডের পরিচারলক হয় তখন তারা ব্যবসা ছাড়া আর কি চিন্তা করতে পারে??
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
একজন ঘূণপোকা বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সকল মাথাই কি পঁচা!!!!
রাষ্ট্র থেকে বিসিবি মায় সকল সরকারী বড় কত্ত!.... সবাই কি একই !!!
প্রতিটা সেক্টরে চাই এমন কিছু অকুতোভয় বীর!!!!
যারা জ্বি হুজুরী করবে না। দেশ এবং সত্যের জন্য রুখে দাড়াবে।
স্যালটু !
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
যুবায়ের বলেছেন: স্যলুট জানাচ্ছি তিনজনকে....
বাদ বাঁকী কুলাঙ্গারদের ঘৃণাভরে প্রত্যাক্ষান করছি।
১৬ কোটি মানুষের হ্রদয়ের স্পন্দন ওরা বুঝলোনা!!...
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
একজন ঘূণপোকা বলেছেন:
১৬ কোটি মানুষের হ্রদয়ের স্পন্দন ওরা বুঝলোনা!!...
ধ্যনবাদ যুবায়ের ভাই
কোলেরটা কে???
ভাইস্তা নাকি???
মাশাল্লাহ
৯| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের সকল মাথাই কি পঁচা!!!!
রাষ্ট্র থেকে বিসিবি মায় সকল সরকারী বড় কত্ত!.... সবাই কি একই !!!
প্রতিটা সেক্টরে চাই এমন কিছু অকুতোভয় বীর!!!!
যারা জ্বি হুজুরী করবে না। দেশ এবং সত্যের জন্য রুখে দাড়াবে।
স্যালটু !
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ মনিরা সুলতানা আপ্পি আপনার মন্তব্যের জন্য।
আশা করি মাঝে মাঝে আমার ব্লগে আপনাকে পাব??
(নতুন লেখা না দিলেও পারি, আইলস্যা তো তাই
)
১০| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ প্রবাসী পাঠক বলেছেন: যে তিন জন বোর্ড সদস্য এই প্রস্তাবনার বিপক্ষে মত প্রদান করেছেন , তাঁদের জানাই স্যালুট । আর যারা অর্থ কিংবা অনৈতিক সুবিধা ভোগের জন্য এ রকম একটি কালো আইনের পক্ষে মত প্রদান করেন তাঁদের জন্য ধিক্কার। অবৈধ টাকা অর্জনের অনেক পথ খোলা আছে সেখান থেকে কালো টাকা বানান , দয়াকরে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করবেন না।
সঠিক ভাবে দায়িত্ব পালন করার মত মেরুদণ্ডের জোর যদি না থাকে দয়াকরে বোর্ড থেকে সরে দাঁড়ান।
২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
একজন ঘূণপোকা বলেছেন: সঠিক ভাবে দায়িত্ব পালন করার মত মেরুদণ্ডের জোর যদি না থাকে দয়াকরে বোর্ড থেকে সরে দাঁড়ান।
ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী
১১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২১
জুল ভার্ন বলেছেন: ক্রীড়া ব্যাক্তিত্ব আহমেদ সাজ্জাদুল ববি ভাই আমার প্রতিবেশী স্বজ্জন। সেই ছেলেবেলা থেকেই ওনার সাথে সম্পর্ক। আমরা একই সাথে একসময় কলাবাগাল ক্লাবের সংগঠক ও পৃষ্ঠপোষকতায় জড়িত ছিলাম। সততাই ওনার বীরত্বের চাবিকাঠী।
স্যালুট হীম।
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এটা আমার পোস্টের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিলো।
ভালো থাকবেন ভাইয়া
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
ঢাকাবাসী বলেছেন: রাস্ট্রের উপরটা পুরোটাই পঁচা, কি আশা করতে পারেন!
২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৩
একজন ঘূণপোকা বলেছেন:
হ্যা উদ্ভট উটের পীঠে চলছে স্বদেশ।
তারপরও এইসব সাহসী মানুষ দেখলে আশা ফিরে পাই।
ধন্যবাদ ঢাকাবাসী
১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৮
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ প্রবাসী পাঠক বলেছেন: যে তিন জন বোর্ড সদস্য এই প্রস্তাবনার বিপক্ষে মত প্রদান করেছেন , তাঁদের জানাই স্যালুট ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫
একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ সালাহউদ্দীন আহমদ
১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫
অপ্রচলিত বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সঠিক ভাবে দায়িত্ব পালন করার মত মেরুদণ্ডের জোর যদি না থাকে দয়াকরে বোর্ড থেকে সরে দাঁড়ান।
মন্তব্যর সাথে এবং পোস্টের সাথে পূর্ণ সহমত পোষণ করছি।
২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৬
একজন ঘূণপোকা বলেছেন:
ধন্যবাদ অপ্রচলিত
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩২
সাইলেন্স বলেছেন: স্যালুট।