![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেইসবুকেঃfacebook.com/ghunpokareturnঘূণেধরা সমাজের আমি এক ঘূণপোকা। ধ্বংশ করে চলেছি নিজের সমাজ, সংসার, প্রিয়জনের স্বপ্ন, রাষ্ট্র।মাঝে মাঝে নিজেকে কেবল সংখ্যা ছাড়া আর কিছুই মনে হয়না। ছোটকালে স্কুলের সামাজিক বিজ্ঞান বইয়ে পড়া অধিক জনসংখ্যা কুফলগুলোতে মনে হয় আমিও একটু মাত্রা যোগ করেছি।জীবনে কোন কিছুই সিরিয়াস মত করি নাই। না জীবন-যাপন,না পড়াশোনা, না প্রেম। আর ব্লগিং তো নয়-ই। এইজীবনে যেই জিনিসটা নিরলসভাবে করেছি তা হচ্ছে আইলস্যামি।আইডিয়া মাথায় কিলবিল করে, আমারও সামর্থ্য ছিলো সমাজ পরিবর্তনের। কিন্তু আইলস্যামির জন্য করা হয়নি কিছুই। না ফুল, না কাটা।
ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে শারমিন জাহান আপ্পি তার মন্তব্যে, আমাকে ডিজিটাল ঘূণপোকা বলে আখ্যায়িত করেছিলেন
অনেক দিন ধরে নিজের একটা মাল্টির প্রয়োজনীয়তা অনুভব করছিলাম, তাই নামটা কাজে লাগিয়ে খুলে ফেললাম আমার মাল্টি নিকঃ ডিজিটাল ঘূণপোকা ।
কিন্তু সবচেয়ে আশ্চর্য , আমি তের ঘন্টায় , আমি আবার বলছি, আমি তের ঘন্টায় জেনারেল হয়ে গেছি।
-================পোস্ট শেষ================-
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫১
একজন ঘূণপোকা বলেছেন:
হুম তা ঠিক বলেছেন। তৃতীয় ধাপঃ অপেক্ষা এবং অপেক্ষা আর নাই।
সামু তার এই ইউনিক জিনিসটাকে বাদ দিয়ে দিলো। সামু এত্তোগুলা পচা।
২| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩৯
শুঁটকি মাছ বলেছেন: আমিও একটা মাল্টি খুলবার চাই!
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫২
একজন ঘূণপোকা বলেছেন:
এখনি মাল্টি খোলার উপযুক্ত সময়।
৩| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭
*অর্জুন* বলেছেন: হা হা হা... একটি চরম ঘটনা হলো, আমি এক বছর তিনমাস পর জেনারেল হয়ছি।
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
আমাদের সোনালি সময়গুলো কেন সামু নষ্ট করেছে!!
কিনু সামু কিনু ???
৪| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭
অপু তানভীর বলেছেন: আমার অলরেডি মাল্টি নিক আছে ! কিন্তু সেই টা কেউ জানে না
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৫৪
একজন ঘূণপোকা বলেছেন: আমিও এখন মাল্টি ক্লাবে!!
আর পরিচিত একজনকে পেয়ে ভালো লাগছে।
ইয়ে মাল্টির লিঙ্কটা কি, ফেবু ইনবক্সে দিবেন???
৫| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০০
*অর্জুন* বলেছেন: আমারো এক খান আছে। কাউরে কই না। নিরবে লিখি।
১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৬
একজন ঘূণপোকা বলেছেন:
জ্বী নিরবেই লিখিয়েন, কাউকে গালাগালি কইরেন না।
৬| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১১
ভিটামিন সি বলেছেন: আমারো একখান আছে। ওইটা দিয়া কিছু করি না। এইটা ব্যান খাইলে ওইটা ব্যবহার করমু। তাই বানায়া রাইখ্যা দিছি।
১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
একজন ঘূণপোকা বলেছেন:
ব্যান খাওয়ার ভয়ে আর মাল্টি বানানের দরকার নাই, ১৩ ঘন্টায় জেনারেল।
৭| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩২
দালাল০০৭০০৭ বলেছেন: হে হে আমারও আছে একখানা মাল্টি নিক, কিন্তু কমুনা।
১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৫
একজন ঘূণপোকা বলেছেন:
আমি কিন্তু জানি!!!
যেদিন জেনারেল হলেন, সেদিনই কমেন্ট করে আসছি।
৮| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৪০
দালাল০০৭০০৭ বলেছেন: একখানা কমেন্ট মারাইলাছি
১৫ ই মে, ২০১৪ রাত ৯:৩২
একজন ঘূণপোকা বলেছেন:
৯| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:২৫
“অন্ধ নিরাঙ্গম” বলেছেন:
১৬ ই মে, ২০১৪ রাত ১২:২৪
একজন ঘূণপোকা বলেছেন:
১০| ১৬ ই মে, ২০১৪ ভোর ৫:১৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অভিনন্দন আপনাকে।
১৬ ই মে, ২০১৪ রাত ১১:২০
একজন ঘূণপোকা বলেছেন:
১১| ১৬ ই মে, ২০১৪ সকাল ১১:১৫
ঢাকাবাসী বলেছেন: ইমারজেন্সি একটা মাল্টি রাখা স্বাস্হ্যের জন্য ভাল।
১৭ ই মে, ২০১৪ রাত ১২:২১
একজন ঘূণপোকা বলেছেন:
ঠিক বলেছেন, তাই তো খুলেই ফেললাম।
১২| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:০৬
সাইবার অভিযত্রী বলেছেন: আমার প্রায় হাফ ডজন মাল্টি ব্যান খাইছে, এখনও দুইটা বাইচা আছে, তবে সব জেনারেল, সেফ হয় না !
১৮ ই মে, ২০১৪ রাত ১০:৪৮
একজন ঘূণপোকা বলেছেন:
সেইফ হয় না কেন???
১৩| ১৯ শে মে, ২০১৪ সকাল ৯:৩২
সাইবার অভিযত্রী বলেছেন: সেইফ হয় না কেন???
সামু জানে, আর আমার এই নিকটাও বেশ কয়বার ব্যান খাইছে, এখনও সাময়িক ব্যান মুবারকেই আছি! পোষ্টাইতে পারিনা ২ সপ্তাহ , কমেন্টাইতে পারি ।
জয় বাংলা ।
১৯ শে মে, ২০১৪ রাত ৮:২৯
একজন ঘূণপোকা বলেছেন:
হুম বুঝছি!!!
আইচ্ছা এই পোস্টেও মন্তব্যের পরে জয় বাংলা দেয়ার কি আছে
১৪| ২০ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৫
sania বলেছেন: শার্মিন জাহান মুক্তি ফ্রেন্ড লিস্টে আছে... ;-)
২০ শে মে, ২০১৪ রাত ১০:২১
একজন ঘূণপোকা বলেছেন:
মাইনে বুঝি নাই???
১৫| ২০ শে মে, ২০১৪ রাত ১০:০৪
সাইবার অভিযত্রী বলেছেন: জয় বাংলা আমাদের চেতনার প্রতীক,
আর সামুতে এই চেতনারই ছোয়া পাই নিরন্তন ।
এক নেতার এক দেশ ...
আর সামুর পরিবেশ ...
সবই আমার কাছে অনন্য..
তাই বার বার বলি
জয় বাংলা
বাংলার জয় ।
২০ শে মে, ২০১৪ রাত ১০:২১
একজন ঘূণপোকা বলেছেন:
ও!
বোঝলাম
১৬| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:২১
মুদ্দাকির বলেছেন: আমার তো একটা নিকই কেউ চিনে না আবার মাল্টি
তবে মাঝে মাঝে ইচ্ছা করে , গালি গালাজ করার জন্য একটা মাল্টি খুলি
২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪২
একজন ঘূণপোকা বলেছেন:
মুদ্দাকির বলেছেন: আমার তো একটা নিকই কেউ চিনে না আবার মাল্টি
মাইন্ড করছি, এখন যারা ভাল লেখে সেই দুই একজনের মধ্যে আপনি অন্যতম।
আর মাল্টি নিয়ে ফিফার বলা একটা কথা মনে পড়ছে, মাল্টি কে নিন্দা করে লাভ নাই। মাল্টিকে প্রতিষ্ঠিত করাও একটা যোগ্যতার ব্যাপার।
১৭| ২২ শে মে, ২০১৪ রাত ১০:০১
ফা হিম বলেছেন: সামুতে ইদানিং কি ভুতুরে কারবার চলতেছে!!!
২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪৪
একজন ঘূণপোকা বলেছেন:
হিট নাই, ব্লগার নাই।
ভুতুরে কারবার না করে তো উপায় নাই
১৮| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:২১
একজন আরমান বলেছেন:
আগের পোষ্টে সব কমেন্টের রিপ্লাই আশা করছি।
২৩ শে মে, ২০১৪ রাত ৮:৪৬
একজন ঘূণপোকা বলেছেন:
সরি আরমান ভাই। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বিলম্বকে।
সব মন্তব্যের উত্তর দেয়া হবে
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩৯
ক্যাতর আলী বলেছেন: কইছিলাম না ঐ তৃতীয় ধাপঃ অপেক্ষা এবং অপেক্ষা নাই