নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ভাল পাঠক।ব্লগ শিক্ষণীয় এবং ইনফরমেটিভ।তাই ব্লগ পড়ে আনন্দ পাই।প্রায় সবার লেখাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি এবং মুগ্ধ হই।

নোয়াখাইল্ল্যা

আমার প্রায় সব লেখাই সংগৃহীত,পরিবর্তিত ও পরিমার্জিত।

নোয়াখাইল্ল্যা › বিস্তারিত পোস্টঃ

নোয়াখালী সমাচার (১ম পর্ব)

০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৫

ভাষা আন্দোলন বলেন, কিংবা মুক্তিযুদ্ধ বলেন...।

তারপর এই আধুনিক বাংলাদেশ সবখানে আমাদের অবদান অন্য সবার চাইতে বেশী।

আমাদের আছে ভাষা সৈনিক, বীরশ্রেষ্ঠ কিংবা এই আধুনিক বাংলাদেশের সফল রাজনীতিবিদরা ( প্রধান ২ দল দেখুন)।

বাংলাদেশে ১মাত্র নোয়াখালি অথবা বরিশাল এর নাম শুনলে হয়তো আপনি ভ্রু কুঁচকাবেন।

কেন সেটা আপনি খুব ভালো করে জানেন। সত্যি এই ব্যাপার টা আমরা খুব enjoy করি। আপনি যে আমাকে আলাদা করে দেখছেন সে জন্য ধন্যবাদ।

জনপ্রিয়তা থাকলে কিছু বিতর্ক থাকবেই।

আমাদের জেলার মানুষ খুব পরিশ্রমী এবং ব্যবসায়ী। সমাজের গুলিস্তানের ফুটফাটের হকার থেকে শুরু করে সবচেয়ে ধনবান সব ক্ষেত্রেই আমরা আছি ,এমনকি চাঁন্দের দেশেও আমাদের পাবেন!(গিয়ে দেখে আসতে পারেন)।

সব শ্রেনীপেশায় আমাদের অংশগ্রহন চোখে পরার মতই।



বাংলাদেশে এমন প্রতিষ্ঠান আছে কিনা সন্দেহ যেখানে নোয়াখাইল্ল্যা নাই।

জন্মগতভাবে আমাদের বুদ্ধি অন্যদের চাইতে হয়তো বেশী। তাই সবার সাথে বিশেষ করে কমবুদ্ধির লোকদের সাথে আমাদের বনিবনা কম হয়।

আমরা মনে হয় একটু প্রতিশোধপরায়ন।প্রতিদ্বন্দ্বী একদম সহ্য করতে পারিনা।

কেউ কাঠি দিলে আমরা বাঁশ দিবার চেষ্টা করি (অন্য জেলার হলে)।এজন্যই সবাই আমাদের সহ্য করতে পারেনা। তাতে অবশ্য আমরা কিছু মনে করি না।

কথায় আছে না,mind করলে shine করা যায়না।





তবে কেও যদি আমাদের জন্য হাঁটু সমান পানিতে নামে,আমরা তার জন্য কোমর সমান পানিতে নামতে দ্বিধা করিনা। আসলে আমরা গিভ অ্যান্ড টেক এ বিশ্বাসী...



আমরা সব সময় আমাদের chain of relationship মেনে চলি। ধরেন কেও যদি আমাদের নিজের এলাকার হয়,আমরা সবসময় তার দিকে টানব। সেটা চাকরি ক্ষেত্রে হোক কিংবা অন্য যেকোনো ব্যাপারে হোক আমরা আঞ্চলিক প্রীতি মেনে চলি। এবং আমরা সবসময় চাই আমাদের নিজের মানুষজন কে উপরে তুলে আন্তে...

যেটা সাধারণত অন্য জেলার মানুষের মধ্যে দেখা যায় না। নোয়াখালীতে আপনি হয়তো এমন বাড়ি পাবেন না, যেখানে ১জন দেশের বাহিরে থাকেন না।কোন জায়গায় ১জন যেতে পারলে আমরা সবাইকে নিয়ে যাবার চেষ্টা করি।আমরা অবশ্য সিলেটীদের মতো পরিবার নিয়ে যাই না। কষ্ট করে যা আয় করি,তার সবটাই দেশে পাঠিয়ে দি...।





আমরা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করসি। তাতে যে আমরা অনেক সফল তা আর বলার দরকার নেই।

আমাদের দুই দিকে আছে ফেনী ও লক্ষিপুর জেলা।যা সন্ত্রাসের জনপদ। সে তুলনাই আমরা অনেক শান্তিতে আছি।







আমাদের আঞ্চলিক ভাষা যে কতো জনপ্রিয় তা আপনি বর্তমান নাটক, সিনেমা দেখলে বুজতে পারবেন। অন্তত কিছু নির্মাতা আমাদের ভাষা বেচে পেট চালাচ্ছে ভাবতে ভালো লাগে।

তবে মাঝে মাঝে এমন আজব শব্দ ব্যবহার করে, যা আমরা নিজেরাই বিব্রত হয়ে পড়ি।



আমাদের মা, বোনেরা অনেক বেশী ধার্মিক মনে হয়।

যেমন নোয়াখালীতে আপনি সচারাচর বোরকা ছাড়া মেয়ে দেখবেন না।মজার ব্যাপার হোল তারা প্রেম করতে আঞ্চলিকতা দেখেনা...কিন্তু বিয়ে করতে আবার অঞ্চলের বাহিরে যেতে চায়না। টান আর কি.........। আমরাও তেমনই...একেবারে

সেম তো সেম...



(চলবেই.....................)

বি দ্রঃ ব্লগ লেখার চেষ্টা করছি, ভুল হলে মনে কিছু করবেন না। এখনও শিক্ষানবিশ

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৭

মরণের আগে বলেছেন: হোস্টেলে আপনাদের জ্বালায় অতিষ্টো ছিলাম এখন চাকুড়ি ক্ষেত্রেও অতিষ্টো আপনাদের জ্বালায় ,

"""গিভ অ্যান্ড টেক এ বিশ্বাসী."""
চরম ভাবে বিশ্বাস করি , আপনারা খুব স্বার্থপর , আমার জানামতে আপনার স্বার্থ ছাড়া হা___ন ও না ।

তার পর ও আপনার জন্য শুভ কামনা রইল ।

২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৩:২৬

নোয়াখাইল্ল্যা বলেছেন: ধন্যবাদ ভাইজান

৩| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪

গেন্দু মিয়া বলেছেন: জাতীয় ক্রিকেট দলে নোয়াখাইল্যা কে কে আছে?

৪| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

দখিনা বাতাস বলেছেন: নোয়াখাইল্লা? বাপরে...... আমাদের বন্দু মহলে একটা আছে, নিজের দরকার হলে আড্ডায় আসে। নয়তো সারা বছর খোজ থাকে না। নিজের দরকারও হলো আবার, টাকা ধার করা।

নিজেই আবার বলে, বন্দু বান্দবতো দরকারের জন্যই তাই না? তার বিখ্যাত ডায়লগ: যেখানে একটু নীচু হলে কাজ হবে সুবিধা হবে, ঐখানে মাথা নীচু করতে সমস্যা কি?

হায়রে স্বার্থপর হয়। ৩টা দেখসি, সব কয়টা এক রকম

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৬

নোয়াখাইল্ল্যা বলেছেন: দখিনা বাতাস ভাইজান কি মঙ্গা এলাকার নাকি.।? ধানে চিটা থাকে.।আপনাদের ও আমাদের ও.।

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

নোয়াখাইল্ল্যা বলেছেন: গেন্দু মিয়া, জাতীয় ফুটবল দলে আমরা নোয়াখাইল্যা যে আছি।।জানেন???

৭| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

সত্যের সন্ধানী এক যুবক বলেছেন: ভাইরে অন্য ব্লগার ভাইরা এখন এমন ভাবে কমেন্ট করবে যেন সব দোষ নিউখালীর । আর নিজেরা ধুতরা ফুলের মতো সু-স্বাদু।


আর আন্নে আন্ডা হেনীরে লই ইয়ান কিয়া কইলেন.... X( X( X(( X(( ??। আন্ডা নিজের নিরাহত্তারলাই মাঝে মইদ্দে অস্র লই গুরি, ইয়ানএত্তুন সন্ত্রাসীর কোন আলামত নাই।

৮| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬

দখিনা বাতাস বলেছেন: জি না, মন্গার মফিজ না। ময়মনসিংহ বাসি। ধানের চিটা সব জায়গায় থাকে কিন্তু কি কারনে জানি নোয়াখালিতে বেশি থাকে। এই জন্যই সারা দুনিয়ায় বিখ্যাত আপনারা

৯| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৭

নোয়াখাইল্ল্যা বলেছেন: দখিনা বাতাস, ভাইজান দেখি বুয়ার দেশের লোক। ঢাকার অধিকাংশ বুয়া তো আপনারা SUPPLY দেন। কেও থাকলে আওয়াজ দিয়েন

১০| ১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

দখিনা বাতাস বলেছেন: হ ভাই, বুয়ার দেশের লোক সমস্যা নাই, কাজ কইরা খাই, তাওতো বাটপার না :P

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯

নোয়াখাইল্ল্যা বলেছেন: :) :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.