![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রায় সব লেখাই সংগৃহীত,পরিবর্তিত ও পরিমার্জিত।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ার আগ পর্যন্ত দেশবাসী ওনাকে অন্যরকম চোঁখে দেখত।ভদ্রলোকের কথাবার্তা,কাজের প্রতি নিষ্ঠা ও সততা উনাকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছিল।আশরাফ সাহেবের স্থলাভিষিক্ত হয়ে উনি বেশ চমকও দেখিয়েছিলেন।আমরা খুব গর্বিত ছিলাম যে, উনি ব্যক্তি ইমেজ,ছাত্ররাজনীতি এবং দলের তৃণমূল পর্যায় থেকে যোগ্যতাবলে আজ এই পর্যায় এসেছেন।তাছাড়া দলমত এর উদ্ধেও গ্রহনযোগ্যতা ব্যাপক ছিল তখন।
কিন্তু ইদানিং ওনার বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্যগুলো বেশ হাস্যকর।আওয়ামী লীগের মত প্রাচীন দলের একজন সাধারণ সম্পাদক হিসেবে উনার বক্তব্যগুলোর ক্ষেত্রে আরেকটু গঠনমূলক,পরিণীত ও সতর্ক হওয়া দরকার।যে মন্তব্য থেকে বিতর্ক সৃষ্টি হতে পারে,ঐ গুলো হানিফ,হাসান বা মখাদের দিয়ে করাইলে তো হয়।সব বিষয় নিয়ে বলতে যাওয়া ঠিক না।দলে অযাচিত কথা বলার অনেকেই আছে।
সব দলের সম্পাদক সাহেব কেই বলতে হবে কেন? !!!
বিএনপি নির্বাচনে যাবে মোটামুটি নিশ্চিত।তাই তাদের নিয়ে যত কম মন্তব্য করা হবে ততই মঙ্গল।সবদিক দিয়ে তাদের চেপে ধরলে জনগণের সহানুভূতি বাড়াবে।প্রতিদিন যে হারে বিএনপির সমালোচনা করা হচ্ছে,এতে বিএনপির আর আলাদা করে প্রচারের দরকার হবে না।দেশের মানুষ এখন আর বোকা নাই।রাজনৈতিক বক্তব্যগুলো আলাদা করে বুজতে পারে।
দলের নবীনদের যেমন আন্দোলনে লাগে তেমনি প্রবীণ নেতাদেরও ভোটের রাজনীতিতে প্রয়োজন বেশি হয়।তাই জাতীয় নির্বাচনের আগে বেফাঁস কিংবা হাস্যকর কথা না বলাই উচিত।হয়ত,এতে কর্মিরা উজ্জবিত হবে বটে কিন্তু ভোট বাড়বে বলে মনে হয় না।
২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
নোয়াখাইল্ল্যা বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য ভাই। বরিশালের কাউকে পাচ্ছি না!!!
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
হাজার চেষ্টা করলেও "ছাত্র রাজনীতির লেন্জা" লুকানো সম্ভব হবে না।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৪
নোয়াখাইল্ল্যা বলেছেন: সালাম গাজীভাই।লেঞ্জা কাটলেও তো বিপদ !!!
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪
তারেক ফাহিম বলেছেন: সুন্দর বিশ্লেষন।
ভালোলাগা +
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
নোয়াখাইল্ল্যা বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই। ভাল থাকবেন
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কাদেরকে আমার কখনোই ভাল লাগে নি।
মন্তব্যের সময় উপরের সবুজ অ্যারোতে ক্লিক করুন ।।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৬
নোয়াখাইল্ল্যা বলেছেন: উনি লোক খারাপ না ভাই। ধন্যবাদ ভাই
৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ওবায়দুল কাদেরের সমস্যা না। দীর্ঘদিনের ফালতু রাজনীতির চর্চা করে যাচ্ছেন তিনি। এটা উনার জায়গায় অন্য কেউ থাকলেও করতেন...
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭
নোয়াখাইল্ল্যা বলেছেন: ঠিক বলেছেন ।তবে দেশি লোক তো তাই উনার কাছে আশা বেশি
৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২
শাহারিয়ার ইমন বলেছেন: ওবায়দুক কাদের সাধারন সম্পাদক হওয়ার আগে যা করত তা ছিল লোক দেখানো ,এখন তার আসল রুপ দেখা যাচ্ছে
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১
নোয়াখাইল্ল্যা বলেছেন: ব্যক্তিগতভাবে এখন ভাল আছেন। সম্পাদক হবার পরে সামান্য বাজে বকছেন। ভাল থাকবেন
৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২
কাওসার চৌধুরী বলেছেন:
আপনি প্রতিউত্তর না দিয়ে, কমেন্ট বক্সে উত্তর দিচ্ছেন।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪০
নোয়াখাইল্ল্যা বলেছেন: দুঃখিত ভাই, আমি শুধু ব্লগ পড়ি,অনেক কিছু সঠিকভাবে জানি না। তবে এখন ঠিক আছে আশা করি।
১০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭
রকি বিশ্বাস বলেছেন: এত সুন্দর পোষ্ট একজন নোয়াখাইল্ল্যার কাছ থেকে পাবো ভাবতেই পারি নাই ।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৩
নোয়াখাইল্ল্যা বলেছেন: আমি একজন ভাল পাঠক। আপনার মন্তব্য পজিটিভলি নিলাম। ভাল থাকুন
১১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: উনি কেমন যেন সবজিখেত তৈরিকরণ পক্রিয়া হাতে নিয়েছেন, দলের ভবিষ্যৎ আল্লাহ্ ভালো জানেন।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২১
নোয়াখাইল্ল্যা বলেছেন: হা হা হা.।বাংলাদেশ কৃষি প্রধান দেশ।
১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৪
রকি বিশ্বাস বলেছেন: রাজনীতিবিদের উচিত দেশের জন্য কাজ করা । কিন্তু তারা তা না করে শুধু দলের জন্য কাজ করেন ।
আমাদের দেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় ব্যর্থতা , তারা যে কোন বিষয়ে প্রতিবাদ , ও পরচর্চায় ব্যস্ত হয়ে যান , কোন জিনিসকে ইগনোর করার গুন তাদের মধ্যে নেই ।
যেমন আমি লেখককে একটি কমেন্টে বাকা কথা বললাম , তিনি সুন্দর ভাবে বাকা কথাকে গায়ে মাখলেন না , এটা কিন্তু অনেক বড় গুণ ।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২
নোয়াখাইল্ল্যা বলেছেন: সুন্দর মন্তব্য। ধন্যবাদ
১৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪১
চাঁদগাজী বলেছেন:
এরা ব্যবসায়ী, দেশকে বাজার হিসেবে নিয়েছে।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩
নোয়াখাইল্ল্যা বলেছেন: সহমত গাজী ভাই
১৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: লোকটাকে আগে ভালো লাগতো; এখন ক্যানভাসার মনে হয়।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
নোয়াখাইল্ল্যা বলেছেন: ইদানিং অতিরিক্ত কথা বলছেন উনি। ধন্যবাদ
১৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: উনার কথার মধ্যে আঞ্চলিক টান চলে আসে। এ জন্য উনি টেনে টেনে কথা বলেন। খুব হাস্যকর শোনায়।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
নোয়াখাইল্ল্যা বলেছেন: ঠিক বলেছেন রাজিব ভাই।আমরা অবশ্য অভ্যস্ত হয়ে গেছি
১৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১
হাঙ্গামা বলেছেন: রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আমি দুইটা রাবিশ দেখছি.....
একটা এরশাদ, অন্যটা ওবায়দুল কাদের।
কাদের সাহেব বাচাল।
ফালতু কথা বেশি বলে, আর তার কথা মধ্যে ৯০ ভাগ কথাই হল অন্যের অপ্রয়োজনীয় সমালোচনা।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭
নোয়াখাইল্ল্যা বলেছেন: ওনারা ফ্রি তে অন্যর প্রচার করে দিচ্ছেন।
১৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩
সোহানী বলেছেন: সহমত..............
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
নোয়াখাইল্ল্যা বলেছেন: ধন্যবাদ.।।
১৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ২:১৮
শামচুল হক বলেছেন: বিশ্লেষণ ভালো লাগল।
২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২২
নোয়াখাইল্ল্যা বলেছেন: ধন্যবাদ ভাই
১৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:০৭
প্রামানিক বলেছেন: বিশ্লেষণ ভালো লাগল।
০২ রা জুন, ২০১৮ রাত ১০:১৪
নোয়াখাইল্ল্যা বলেছেন: ধন্যবাদ ভাই। আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪
কাওসার চৌধুরী বলেছেন:
নোয়াখাইল্ল্যা বনাম নোয়াখাইল্ল্যা জমে না!!
বরিশাল বনাম নোয়াখাইল্ল্যা হলে ভাল হতো।।।