![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.......
বাংলাদেশর ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত চরিত্রটির নাম সৌম সরকার। শুধু বাংলাদেশের জন্য নয়, অতি অল্প সময়ে বিশ্ব ক্রিকেটের সেরাদের তালিকায় উঠে এসেছেন এই তরুন তারকা। মাত্র ১৫টি একদিনের ম্যাচ খেলে বিশ্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন সৌম।
তবে সৌম সরকারকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে স্বয়ং আই.সি.সি.। সম্প্রতি আই.সি.সি. তাদের টুইটার ও ফেসবুক পেজে সৌম সরকারকে পেরিস্কোপ শটের প্রবক্তা হিসেবে তুলে ধরেছে। তবে পেরিস্কোপ শটটি কিন্তু নতুন নয়। অনেক আগে থেকেই পেরিস্কোপ শটটি প্রচলিত ছিল বিশ্ব ক্রিকেটে। তবে তা বেশি প্রচলিত ছিল ফাঁদ হিসেবেই।
শর্ট বলে মাথা নিচু করে ছেড়ে দেয়ার দৃশ্যটি কে না দেখেছে। সেই বলটিকে উইকেট কিপারের মাথার উপর দিয়ে পিছনে পাঠিয়ে দেয়ার শটটির নামই পেরিস্কোপ। আর এক্সিকিউশনে একটু এদিক সেদিক হলেই তা উইকেট কিপারের বা স্লিপের তালুবন্দি হতে বাধ্য। তাই এই বিপজ্জনক শটটি খেলার সাহস অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও করতে চান না। আর সেজন্যেই হয়তো এই মনোমুগ্ধকর শটটি খুবই বিরল এবং বেশিরভাগ সময় ফাঁদ হিসেবেই আলোচনায় এসেছে।
এই বিপজ্জনক কাজটি বারবার নিখুঁত ভাবে করে চলেছেন সৌম সরকার। আর তাই হয়তো আই.সি.সি. পেরিস্কোপ শটটির পাশে বসিয়ে দিয়েছেন সৌম সরকারের নাম। তবে দুবার এই পেরিস্কোপের হাতেই ঘায়েল হয়েছেন সৌম সরকার। তবুও হাল ছাড়েননি। কারন তিনি খুব ভাল করেই জানেন এই শটটি তার কতটা ভালভাবে রপ্ত করা।
ক্যারিয়ারের প্রথম ম্যাচেই দুবার শটটি খেলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে আউট হন এই শটেই। কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে দুবার সফলভাবে এক্সিকিউশন করলেও তৃতীয়বার ধরা পড়েন ধোনির হাতে। ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচে দুবার এবং দক্ষিন আফ্রিকা সিরিজের শেষ ম্যাচে একবার সফলভাবে এক্সিকিউট করেন শটটি।
২| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫
বিষাদ সময় বলেছেন: ভারতের সাথে তৃতীয় ওয়ানডেতে সৌম্য সরকারের ইনিংসটি হল আমার দেখা কোন বাংলাদেশী ব্যাটসম্যিনের সবচেয়ে নান্দনিক ইনিংস (যদিও এ দিন সে বেশি রান করতে পারেনি)। ওই ইনিংসে খেলা সৌম্যর শর্টগুলো দেখলেই তার ক্লাস বোঝা যায়।
৩| ২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
৪| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:২২
হাসান মাহবুব বলেছেন: +++
৫| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আগে তামিমের খেলা উপভোগ করতাম, এখন সৌম্য সরকারের।
++
৬| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫
গোধুলী রঙ বলেছেন: সৌম্যর খেলা আসলেই চমতকার। এই শটগুলো মনের ভিতর যেমন একটা দোল দিয়া যায়, তেমন ঠোটের পুরোটা স্ফীত করেও দেয়।
৭| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৮
মুদ্দাকির বলেছেন:
পেরিস্কোপ বাবার জয়!!!
৮| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩৬
সুদীপ্ত সরদার বলেছেন: পেরিস্কোপ জয়যাত্রা চলতে থাকুক।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৯
রিফাত হোসেন বলেছেন: সুন্দর, তবে আউট হলে ডিস্কক্রেডিট দেওয়া উচিত। যেহেতু সফল হবার সম্ভাবনা হাফ হাফ। এমন ভাবে খেলা উচিত যাতে ইচ্ছা করে খারাপ না করে, তেমনি সুইং ব টার্ন এর বিপরীত এ শট খেলে আউট হলে। এইটা কেউ আশআ করে না।