নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনু

I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.

গোলাম কিবরিয়া পিনু › বিস্তারিত পোস্টঃ

দৈনিকের তথাকথিত সম্পাদক : একচক্ষু বিশিষ্ট ক্ষিপ্ত-হরিণ শুধু নন !

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬



শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে যে আন্দোলনের সূচনা হলো, তা তরুণদের সৃজনশীল নেতৃত্বের পরিচয় মেলে ধরেছে, কী যূথবদ্ধ সাহস, কী শাণিত মুক্তিযুদ্ধের চেতনা--যা জাগিয়ে তুলেছে সারাদেশ ও মানুষকে ! কী অহিংস এর শক্তি! অথচ এর বিপরীতে কী তাণ্ডব চালিয়ে পবিত্র মসজিদ তছনছ করা হলো, জাতীয় পতাকা পুড়িয়ে প্রেতনৃত্য নেচে শহীদ মিনার ভাঙা হলো, আর যারা তা করল, তার পরও--তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে দৈনিকের তথাকথিত সম্পাদক বিভিন্ন মিথ্যার তকমা লাগিয়ে এই তরুণদের চরিত্র হরণে লিপ্ত হলেন ও হচ্ছেন! মনে হচ্ছে তিনি একমাত্র কলম-সৈনিক ও যোদ্ধা-সম্পাদক, ওনার শুধু চোখ আছে, বিবেক আছে, অন্য কোনো কলম-সৈনিক ও সম্পাদকের চোখ নেই--বিবেক নেই, এমন কি সাংবাদিকতার নৈতিকতা ও দায় নেই ! কিন্তু তার আচরণ দেখে মনে হচ্ছে তিনি একচক্ষু বিশিষ্ট ক্ষিপ্ত-হরিণ শুধু নন, তার হরিণ-শরীরটা যান্ত্রিক কলকব্জা দিয়ে তৈরী এক যন্ত্রবিশেষ, যে যন্ত্র দিয়ে সাংবাদিকতা হয় না, তার ভেতর দিয়ে বের হয় শুধু যান্ত্রিক আওয়াজ ! যে আওয়াজে অন্ধকারের কীটেরা উগ্র-মাতম তোলে এবং এরফলে হারিয়ে যায় মানবিক-বোধ, যা সমর্থন করতে পারেন না কোনো ধর্ম-সচেতন বিবেকবান মানুষ! তিনি না থাকুন, ধর্ম-সচেতন বিবেকবান মানুষ ও সাংবাদিক-সম্পাদকরা আছেন এ দেশের মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত তরুণদের সাথেই । অন্যরা-তো আছেনই।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

হোদল রাজা বলেছেন:

আমরা ডায়রেক্ট শয়তান দেখিনি কিন্তু জামাত-শিবির দেখছি ... আর দেখছি তাদের সম্পাদক. মাহমুদুর কে......এ কিন্তু আবার খন্দকার মোস্তাকের ভাগনা !
তাই আবার অবাক হৈয়েন না

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

নন্দনপুরী বলেছেন: যুদ্ধাপরাধীদের ফাসিঁ হবেই হবে ...ইনসাআল্লাহ

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৩

যাইম জাকেরীন বলেছেন: mahmudurer moto sokol shompadok e ek chokkubishistto..ekti o pabenna je niropekko

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

যাইম জাকেরীন বলেছেন: হোদল রাজা বলেছেন:

আমরা ডায়রেক্ট শয়তান দেখিনি কিন্তু জামাত-শিবির দেখছি ... আর দেখছি তাদের সম্পাদক. মাহমুদুর কে......এ কিন্তু আবার খন্দকার মোস্তাকের ভাগনা !
তাই আবার অবাক হৈয়েন না
shoytan dekhte hole taba asid der ja-shike dekhun

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

যাইম জাকেরীন বলেছেন: হোদল রাজা বলেছেন:

আমরা ডায়রেক্ট শয়তান দেখিনি কিন্তু জামাত-শিবির দেখছি ... আর দেখছি তাদের সম্পাদক. মাহমুদুর কে......এ কিন্তু আবার খন্দকার মোস্তাকের ভাগনা !
তাই আবার অবাক হৈয়েন না
shoytan dekhte hole taba baba asif pial der o ja-shike dekhun

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.