![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
একাত্তরের সেই ড্রাগনফ্লাইয়ের আবির্ভাব ঘটছে আবারও আমাদের আকাশে! এদের দাঁত আর নখে বিষ, হিংস্রতায় এরা করে হিস হিস ! মন্দির ভাঙছে, হিন্দুদের আঘাত হানছে --হত্যা করছে, মুসলমান হয়ে মুসলমানদের হত্যা করছে ধর্মের নামে! সেই একাত্তরের চারিত্র্য নিয়ে! চারদিকে আতঙ্ক ছড়িয়ে কালো-হিম নামায় ! রেশমি সুতোয় বাঁধা থাকবে না আর শান্তি! একাত্তরের মতই আজ দুই পক্ষ, কোন পক্ষে থাকবেন? একপক্ষে যেতে হবে আজ । না হলে নিস্তার পাবেন না! মাংসাশী জন্তুরা বিষাক্ত নিশ্বাস ও লেজের কাঁটায় আপনাকেও আঘাত হানবে! এক এক করে আপনার বাঙালি-অস্তিত্বের অনেক কিছুই থাকবে না-আমাদের থাকবে না আকাশপ্রান্ত ও ঝুলন পূর্ণিমা, থাকবে না বীজতলা ও পুষ্পরেণু , থাকবে না শস্যক্ষেত্র ও জমির উর্বরতা,থাকবে না আমাদের ভাষাআন্দোলন ও মুক্তিযুদ্ধ! সিগন্যালম্যানের ঘুমটি-ঘরে থাকবে শুধু ড্রাগনফ্লাইয়ের সহযোগী উড়ুক্ক সরীসৃপ, তখন স্বাধীনতা-মানবতা কুপি দিয়ে খুঁজতে হবে!
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
মিজু মোহম্মাদ বলেছেন: সব কিছুকে ৭১র সাথে তুলনা করা একধরনের মানসিক বিকার এটা থেকে বেরিয়ে আসুন। এই ধরনের ফালতু কথা বলে দেশে গৃহযুদ্ধ শুরু করে আপনারা দেশের কোন উপকারটা করতে চান ? নাকি দেশকে আরো বেশী পরনির্ভরশীল করার এজেন্ডা আছে আপনাদের ?
যারা দেশে সঙঘাত লাগিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় তারাই প্রকৃত অর্থে দেশের শত্রু। প্রতিহত করা উচিত তাদেরই ।
৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: অস্তিত্বের অনেক কিছুই থাকবে না-আমাদের থাকবে না আকাশপ্রান্ত ও ঝুলন পূর্ণিমা, থাকবে না বীজতলা ও পুষ্পরেণু , থাকবে না শস্যক্ষেত্র ও জমির উর্বরতা,থাকবে না আমাদের ভাষাআন্দোলন ও মুক্তিযুদ্ধ! সিগন্যালম্যানের ঘুমটি-ঘরে থাকবে শুধু ড্রাগনফ্লাইয়ের সহযোগী উড়ুক্ক সরীসৃপ, তখন স্বাধীনতা-মানবতা কুপি দিয়ে খুঁজতে হবে!
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮
গিড়ীবাজ বলেছেন: দুইপক্ষের মাঝামাঝি থাকলেও এখন "নব্য রাজাকার" হতে হয়।
৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২২
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: মিজু মোহম্মাদ বলেছেন: সব কিছুকে ৭১র সাথে তুলনা করা একধরনের মানসিক বিকার এটা থেকে বেরিয়ে আসুন। এই ধরনের ফালতু কথা বলে দেশে গৃহযুদ্ধ শুরু করে আপনারা দেশের কোন উপকারটা করতে চান ? নাকি দেশকে আরো বেশী পরনির্ভরশীল করার এজেন্ডা আছে আপনাদের ?
যারা দেশে সঙঘাত লাগিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায় তারাই প্রকৃত অর্থে দেশের শত্রু। প্রতিহত করা উচিত তাদেরই ।
৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩২
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: নৈতিক ভাবে শান্তি চায় এমন দল আছে - যে দেশের উন্নয়ন চায় ?
সংঘাত থেকে বিমুখ ? এমন দল ?
নাই - তাইলে আমি সব দলেকে ন্যাংটা করতে চাই --
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:২৭
ওই চোরা বলেছেন: একাত্তরে দুইটা দল ছিলো, একটা বাংলাদেশ আরেকটা পাকিস্তান।
কিন্তু এখন হইছে আওয়ামী আর বিরুধী দল।
কিসের সাথে কি??