![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
৪২ বছর ধরে ব্যক্তি মানুষ মুক্তিযুদ্ধের চেতনা বাঁচিয়ে রেখে প্রজন্ম থেকে প্রজন্মের রক্তে সেই চেতনা প্রবাহিত করেছে, তারই প্রবহমানতায় আজ তারুণ্যদীপ্ত প্রজন্ম জেগে উঠেছে, তারা আজ শহীদের উত্তরসূরি হিসেবে গৌরবময় ভূমিকা পালন করছে। তরুণদের এই আন্দোলন চোরাস্রোতে টানা কিংবা কালিমা লিপ্ত করা ক্ষমতার লোভে মোটেই সমীচীন নয় । আমরা এই অভ্যুদয়কে অনেকে সম্মান করছি না, এর তাৎপর্যকে ম্লান করার জন্য উঠেপড়ে লেগেছি! আর কত স্বচ্ছ, আর কত স্বতঃস্ফূর্ত, আর কত শান্তিপূর্ণ, আর কত গণতান্ত্রিক, আর কত জননন্দিত হতে হবে এই আন্দোলন?মুক্তিযুধ্ধের এই আন্দোলনকে বিজয়ী-আন্দোলনে পরিণত করার লক্ষ্যে ব্যক্তি-দল-মত নির্বিশেষে সকলের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। সবাই সর্তক থাকি।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭
রাতপাখি বলেছেন: Click This Link